বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
সিনেমা
 

সময়ের সঙ্গে মাধ্যম বদলাবে

সাংবাদিক, আইনজীবী, বিজ্ঞানী বা আতঙ্কবাদী যে চরিত্রই হোক, বলিউড অভিনেতা জিম সর্ভ সবেতেই সমান স্বচ্ছন্দ। সদ্য মুক্তি পাওয়া ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত। আবার সোনি লিভ-এ দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ওয়েব সিরিজ ‘রকেট বয়েজ টু’। এই সিরিজে তিনি খ্যাতনামা বৈজ্ঞানিক হোমি ভাভার চরিত্রে ফের দাপট দেখিয়েছেন। ‘রকেট বয়েজ’-এর প্রথম সিজিন দারুণ সাফল্য পেয়েছিল। আড্ডার শুরুতে জিম আলতো হেসে বললেন, ‘এই সিজিনকে ঘিরে আমার প্রত্যাশা তুঙ্গে ছিল। আশা করি দর্শকের প্রত্যাশা পূরণ করতে পেরেছি।’ 
পর্দায় হোমি ভাভা হয়ে ওঠার প্রসঙ্গে জিম বলেন, ‘সিরিজে বেশ কিছু জটিল সংলাপ আছে, সেগুলো আমাকে সহজভাবে বলা শিখতে হয়েছে। আর এমন এক চরিত্রে অভিনয় করেছি যা আমার থেকে স্মার্ট। বিজ্ঞানের বেশ কিছু কঠিন শব্দ শিখেছি। তবে এমন ভাবে চরিত্রটা মেলে ধরতে হয়েছে যাতে কখনও যেন মনে হয় না আমি বিজ্ঞানের ক্লাস নিচ্ছি।’ ‘রকেট বয়েজ’-এর মতো সিরিজের সঙ্গে যুক্ত হতে পেরে জিম নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করেন। ‘এই সিরিজে কাজ করার পর মনে হয়েছে আমি দেশকে কিছু ফিরিয়ে দিতে পেরেছি। বুঝেছি লক্ষ্যে স্থির থাকলে অবশ্যই সাফল্য পাওয়া যায়’, বললেন তিনি। 
ওটিটি আসার পর সিনেমার হাল বেহাল, এই বিতর্কে জিম বলেন, ‘এ নিয়ে আমি চিন্তিত নই। সময়ের সঙ্গে মাধ্যম বদলাবে, আর সেটাই কাম্য। আমি এতে অত্যন্ত খুশি। আমি নিজে ওটিটির পাশাপাশি টেলিভিশন শো-র ভক্ত।  প্রিয় শো-গুলো দেখার জন্য ছোটবেলায় শনি আর রবিবারের অপেক্ষায়  থাকতাম। এখনও টিভিতে চোখ রাখি।’
দেবারতি ভট্টাচার্য • মুম্বই

24th     March,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
প্রচ্ছদ নিবন্ধ