বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
সিনেমা
 

লাবণ্য অনুপ্রাণিত করেছে

ক্লাসের সেরা ছাত্র বা ছাত্রীটি যখন পরীক্ষায় প্রতিবার প্রথম হয়, তখন তার কাছে প্রত্যাশা বাড়তেই থাকে। ঠিক সেই অবস্থানে রয়েছে স্টার জলসার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। বছরের শুরু থেকেই টিআরপি তালিকায় প্রথম স্থান দখলে। সেই সাফল্যের আঁচে গা সেঁকে ধারাবাহিকের অন্যতম চরিত্র লাবণ্য সেনগুপ্ত ওরফে অভিনেত্রী রূপাঞ্জনা মৈত্র আনন্দের অভিজ্ঞতা ভাগ করে নিলেন।
প্রথম হতে সকলেরই ভালো লাগে। ব্যতিক্রম নন রূপাঞ্জনাও। কিন্তু প্রতি সপ্তাহে এক নম্বরে থাকার টেনশন কাজ করে কি? অভিনেত্রীর জবাব, ‘আমি অনেক বছর ধরে টেলিভিশনে কাজ করছি।  অভিজ্ঞতা রয়েছে। টিআরপি পুরোটাই দর্শকের উপর নির্ভর করে। প্রথম থেকেই আমাদের গল্প বলার ধরন অন্যরকম ছিল। আমরা সমাজের গুরুত্বপূর্ণ একটি বিষয়কে যত্ন নিয়ে দেখিয়েছি। রূপ বড় না গুণ বড়— সেটাই আসল ছিল। দর্শকের ভালোবাসা পেয়েছি আমরা। এটা গোটা টিমের সাফল্য।’ 
টানা দু’বছর টেলিভিশনে কাজ করেননি রূপাঞ্জনা। এই ধারাবাহিক সে অর্থে রূপাঞ্জনার কামব্যাক প্রজেক্ট। লাবণ্য চরিত্র কোথায় আলাদা মনে হয়েছিল? রূপাঞ্জনা বললেন, ‘আমি দু’বছর বাদে টেলিভিশন শুরু করেছি। তার আগে সাতটা প্রজেক্ট ফিরিয়ে দিয়েছিলাম। আসলে এমন একটা প্রজেক্ট করতে চেয়েছিলাম যার সম্ভাবনা আছে। যেটা দৌড়বে। এখন তো সব মেগা সিরিয়াল ছ’মাসের মধ্যে বন্ধ হয়ে যায়। এটা তা নয়।’
লাবণ্য কি রূপাঞ্জনাকে কিছু শেখালো? হেসে অভিনেত্রী বললেন, ‘লাবণ্যকে অনেক কিছু দিয়েছে রূপাঞ্জনা। ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে অনেক কিছু দিয়েছি এই চরিত্রকে। আসলে লাবণ্যর অফার পাওয়ার পর আমি খেটেছি। চরিত্র নিয়ে আলাদা করে ভেবেছি। কারণ ব্যক্তিজীবনে আমার ছেলের ছ’বছর বয়স। আর ধারাবাহিকে দেখানো হচ্ছে ছেলে ডাক্তারি পাশ করেছে। ২৭-২৮ বছর বয়স। তবে লাবণ্য মহিলা হিসেবে আমাকে অনুপ্রাণিত করেছে।’ 

17th     March,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
প্রচ্ছদ নিবন্ধ