বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
সিনেমা
 

বাংলা ছবিকে সময় দেওয়া হচ্ছে না

মানসী নাথ: টাকা আগে না বন্ধুত্ব? একটা টাকার ব্যাগকে কেন্দ্র করে পাঁচ বন্ধুর চেনা বন্ধুত্ব কীভাবে বদলে যাচ্ছে সেই গল্পই বলবে জি ফাইভের নতুন সিরিজ ‘সেভেন’। কাহিনি, চিত্রনাট্য, পরিচালনা অঞ্জন দত্তের। ‘সেভেন বন্ধুত্বের গল্প। সাসপেন্স থ্রিল এলিমেন্ট থাকছে। মানুষের জীবনে ছটা রিপু। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। কিন্তু আমার মনে হয় এই ছয় রিপু মিলে কোথাও একটা সপ্তম রিপু আছে। সেই জায়গা থেকেই সিরিজের নাম সেভেন দেওয়া হয়েছে’ বললেন পরিচালক। 
দীর্ঘ কেরিয়ারে অঞ্জন দত্ত বহু ছবিতে অভিনয় করেছেন, করেছেন একাধিক পরিচালনাও। কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল তাঁর ছবি ‘রিভলভার রহস্য’। সে ছবির ব্যবসায়িক দিক নিয়ে খানিকটা ক্ষোভ প্রকাশ করে পরিচালক বললেন, ‘আমরা যে ধরনের সিনেমা বানাই তার কোনওটাই হই হই রই রই করে দেখার জন্য নয়। এখানকার দর্শকও তেমন নন। তাঁরা ধীরেসুস্থে ছবি দেখতে ভালোবাসেন। আসলে এখানকার দর্শক রহস্য গল্প দেখতে ভালবাসেন। তাই কারও ইচ্ছে থাকুক বা না থাকুক সকলেই ডিটেকটিভ ছবি বানায়। যদি কিছু রিটার্ন আসে সেই আশায়। কিন্তু তারপরও প্রথম সপ্তাহে ছবি না চললে হিন্দি ছবির চাপে সেটাকে নামিয়ে দেওয়া হয়। বাংলা ছবিকে  চলার সময় দেওয়া হচ্ছে না।’ 
এই পরিস্থিতির বদল প্রয়োজন বলে মনে করেন অঞ্জন। তাঁর কথায়, ‘আমি তো কোনওদিনই হিন্দি ছবির মতো বাংলা ছবি বানাতে পারবো না। কিন্তু একটা সময় ছিল যখন ছবি প্রথম সপ্তাহে না চললেও আমাদের সময় দেওয়া হতো। এখন সেটা কাউকেই দেওয়া হচ্ছে না। এটা বাংলা সিনেমার ব্যবসায়িক নীতি হতে পারে না। প্রথম সপ্তাহে ব্যবসা করতেই হবে এই চাপে ছবির মান সত্যিই নেমে যাচ্ছে। এটা দুঃখজনক। এই পরিস্থিতি চললে বাংলা ছবির ভবিষ্যৎ নিয়ে সত্যিই আশঙ্কা তৈরি হয়।’
ছবি: দীপেশ মুখোপাধ্যায়

17th     March,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
প্রচ্ছদ নিবন্ধ