বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
সিনেমা
 

প্রয়াত সতীশ কৌশিক

প্রয়াত বলিউড অভিনেতা তথা পরিচালক সতীশ কৌশিক। ৬৬ বছর বয়সে থমকে গেল ‘মিস্টার ইন্ডিয়া’ ছবির ‘ক্যালেন্ডার’-এর পাতা। ওই ছবিতে ‘ক্যালেন্ডার’ চরিত্রে জনপ্রিয় হয়েছিলেন সতীশ। বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘দিওয়ানা মস্তানা’ খ্যাত অভিনেতা। সূত্রের খবর, দিল্লিতে এক বন্ধুর বাড়িতে ছিলেন তিনি। বুধবার সেখান থেকে ফেরার পথে হঠাত্ই অসুস্থ বোধ করেন। তড়িঘড়ি গাড়িচালক তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে পথেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোকবার্তায় অভিনেতাকে ‘সৃজনশীল প্রতিভাধর’ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। 
আট থেকে আশি সকলের মুখেই অমলিন হাসি ফুটিয়ে তুলতেন সতীশ। তবে তাঁর প্রতিভা কেবল কমেডি ঘরানাতেই সীমাবদ্ধ ছিল না, বারংবার তা প্রমাণ করেছিলেন। পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার— সব ভূমিকাতেই তিনি ছিলেন সপ্রতিভ। দিল্লির ন্যাশানাল স্কুল অব ড্রামা-র ছাত্র ছিলেন। শ্রীদেবী অভিনীত ‘রূপ কি রানি চোরো কা রাজা’ ছবিতে পরিচালক হিসেবে হাতেখড়ি। গত ৭ মার্চ মুম্বইতে জাভেদ আখতারের হোলির পার্টিতেও আনন্দ করেছেন। সহঅভিনেতার মৃত্যু সংবাদ দিয়ে অনুপম খের সমাজমাধ্যমে লেখেন, ‘মৃত্যুই পৃথিবীর চিরন্তন সত্য। তবে সতীশের জন্য কখনও একথা লিখতে হবে তা কল্পনাতীত।’ বন্ধু হিসেবে সতীশকে পাশে পেয়েছিলেন নীনা গুপ্তাও। ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে সম্পর্ক থাকলেও তাঁরা কোনওদিন বিয়ে করেননি। সে সময় সন্তানসম্ভবা নীনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সতীশ। কারণ সন্তানের দায়িত্ব নিয়ে তাকে পিতৃপরিচয় দিতে চেয়েছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন বিশিষ্টরা।  

10th     March,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
প্রচ্ছদ নিবন্ধ