বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
সিনেমা
 

ভিডিও পোস্ট করে
বিপাকে সোনু

পর্দায় খলনায়কের চরিত্রে অভিনয় করলেও বাস্তব জীবনে বরাবরই  জনসেবার জন্য সংবাদের শিরোনামে উঠে এসেছে সোনু সুদের নাম। লকডাউন পরবর্তী অধ্যায়ে নানা সমাজসেবামূলক কাজকর্মের জন্য পেয়েছেন ‘মসিহা’ আখ্যাও। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো থেকে শুরু করে দুঃস্থ পড়ুয়াদের পাশে দাঁড়ানো বা বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানো —সবসময়ই প্রশংসিত হয়েছেন সোনু। নতুন বছরের শুরুতে অবশ্য বিতর্ক তাঁর সঙ্গী হল। সম্প্রতি চলন্ত ট্রেনের পাদানিতে বসে করা নিজের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সোনু। তাঁর কার্যকলাপে বিস্মিত অনুরাগীরাও। যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটার আশঙ্কাও করেছিলেন তাঁর কিছু ভক্ত। তাঁর এই ভিডিও দেখে নড়েচড়ে বসে ভারতীয় রেলের উত্তর শাখা। অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে সোনুকে উদ্দেশ করে সংশ্লিষ্ট রেল দপ্তর লেখে, ‘ট্রেনের পাদানিতে বসে যাত্রা করা অত্যন্ত বিপজ্জনক। এ ধরনের ভিডিও থেকে ভুল বার্তা ছড়াতে পারে। লক্ষ লক্ষ মানুষ আপনাকে আদর্শ মানেন। দয়া করে এমন ভিডিও প্রচার করবেন না। সুরক্ষিত উপায়ে, আসনে বসে রেলযাত্রার আনন্দ উপভোগ করুন।’
এরপরেই টনক নড়ে ‘দাবাং’ এর ছেদী সিংয়ের। রেলের কাছে ক্ষমা চেয়ে ভিডিওটি তুলে নেন তিনি। সঙ্গে জানান, ‘পাদানিতে দাঁড়িয়ে যেসব গরিব মানুষ ট্রেনযাত্রা করতে বাধ্য হন, তাঁদের দুঃখটাই অনুভব করার চেষ্টা করছিলাম। ভারতীয় রেলকে আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য এবং রেল ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য ধন্যবাদ।  

6th     January,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
প্রচ্ছদ নিবন্ধ