বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
সিনেমা
 

দন্ত চিকিৎসকের আড়ালে

‘ভুলভুলাইয়া ২’ আর কিছুটা ‘ব্রহ্মাস্ত্র’ ছাড়া এবছর এখনও পর্যন্ত বলিউডের মুখ রক্ষা করতে পারেনি কোনও ছবি। সদ্য অক্ষয়কুমার আর অজয় দেবগণের দুটো ছবি একদমই চলেনি। প্রযোজকরা ঝুঁকি নিতে ভয় পাচ্ছেন। তাই ‘ভুলভুলাইয়া ২’-এর সাফল্যের পরও তাঁর উপর ভরসা রাখতে পারলেন না ‘ফ্রেডি’ ছবির নির্মাতারা। কার্তিক আরিয়ানের এই নতুন ছবিটি তাই আগামী ডিসেম্বর মাসে মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। থ্রিলার এই ছবির প্রযোজক একতা কাপুরের বালাজি টেলিফিল্মস। ছবিটির পরিচালক ‘খুবসুরত’, ‘বীরে দ্য ওয়েডিং’ খ্যাত শশাঙ্ক ঘোষ। 
এই ছবিতে ডাক্তার ফ্রেডি গিনওয়ালার চরিত্রে অভিনয় করেছেন কার্তিক। তার একটি ভয়ঙ্কর অতীত রয়েছে। ফ্রেডি সামাজিক নয়। কারও সঙ্গে তেমন মেলামেশা করে না। খেলনা বিমান নিয়ে অবসর সময়ে খেলা করতে ভালোবাসে। আর আছে একটি পোষা কচ্ছপ। একদিন তার সঙ্গে কায়নাজ নামে এক বিবাহিতা মহিলার আলাপ হয়। কায়নাজের চরিত্রে অভিনয় করেছেন আলয়া ফার্নিচারওয়ালা। কায়নাজের স্বামী রগচটা মানুষ। কথায় কথায় স্ত্রীকে হেনস্তা করে। কায়নাজ প্রেমে পড়ে ফ্রেডি’র। ডাক্তারবাবু কায়নাজকে বিয়ে করার এক অসম্ভব সমাধানসূত্র বের করে। আর এখানেই এমন একটি মোচড় রয়েছে যা ফ্রেডি’র জীবন বদলে দেয়। নির্মাতাদের দাবি, ‘ফ্রেডি দর্শককে সিট ছেড়ে উঠতে দেবে না।’
চরিত্রের জন্য আলাদা প্রস্তুতি নিয়েছেন কার্তিক। চিত্রনাট্য ও চরিত্র দুটোই বেশ জটিল। ‘এই চরিত্রের জন্য শারীরিক পরিশ্রমের পাশাপাশি মানসিক ভাবেও খাটতে হয়েছে। চরিত্রটা আমার কাছে চ্যালেঞ্জিং। এই প্রথম গ্রে ক্যারেক্টার করছি। তাই দর্শকদের প্রতিক্রিয়া পাওয়ার অপেক্ষায়’, বলেছেন কার্তিক।  আর শশাঙ্কের আশ্বাস, ‘কার্তিকের অভিনয় দর্শকদের চমকে দেবে। আলয়াও দারুণ।’
অন্যদিকে চিত্রনাট্য পড়েই ছবিটি করতে রাজি হয়েছিলেন আলয়া। তাঁর কথায়, ‘কায়নাজ চরিত্রটা আমার জন্যও চ্যালেঞ্জিং। অনেক জিনিস যেমন শিখতে হয়েছে, তেমন বেশ কিছু জিনিস বিসর্জন দিতেও হয়েছে। এক সম্পূর্ণ নতুন আমিকে আবিষ্কার করেছি।’ উল্লেখ্য, ‘ধামাকা’র পর ‘ফ্রেডি’ কার্তিকের দ্বিতীয় ছবি যা ওটিটি’তে মুক্তি পাচ্ছে।

18th     November,   2022
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
প্রচ্ছদ নিবন্ধ