বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
সিনেমা
 

ইফি’র শ্রদ্ধার্ঘ্য

ভারতীয় সিনেমা ও সংস্কৃতিতে অসামান্য অবদান রয়েছেন এমন কয়েকজন প্রয়াত ব্যক্তিকে শ্রদ্ধা জানাবে ইফি (ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া)। আগামী ২০ তারিখ থেকে গোয়ায় অনুষ্ঠিত হবে ৫৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর সেই উৎসবেই শ্রদ্ধা জানানো হবে ভারতীয় সিনেমার কয়েকজন আইকনকে। তাঁদের মধ্যে রয়েছেন কোকিলকণ্ঠী লতা মঙ্গেশকর, বাপি লাহিড়ী, তরুণ মজুমদার, টি রামা রাও, পণ্ডিত শিবকুমার শর্মা, পণ্ডিত বিরজু মহারাজ, কেকে প্রমুখ। সদ্যপ্রয়াত এইসব মহীরুহের নানা সৃষ্টি এই উৎসবে স্মরণ করা হবে।          
‘ইন মেমোরিয়াম’ বিভাগে তাঁদের ছোঁয়ায় সমৃদ্ধ একেকটি ছবি দেখিয়ে শ্রদ্ধা জানানো হবে। এরমধ্যে থাকছে ‘ডিস্কো ডান্সার’ (বাপি), ‘মসম’ (ভূপিন্দর সিং), ‘ভুলভুলাইয়া’ (কেকে), ‘শানথাম’ (কেপি লালিথা), ‘অভিমান’ (লতা), ‘দেড় ইশকিয়া (বিরজু ), ‘লমহে’ (শিবকুমার) প্রভৃতি। ‘হোমেজ’ বিভাগে দেখানো হবে রবি ট্যান্ডন পরিচালিত ‘আনহোনি’, তরুণ মজুমদারের ‘নিমন্ত্রণ’, শাওন কুমার টাকের ‘সওতেন’, শিবকুমার সুব্রহ্মণ্যমের ‘পারিন্দা’, বি দেশমুখের ‘পিঞ্জারা’।

11th     November,   2022
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
প্রচ্ছদ নিবন্ধ