বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
সিনেমা
 

৪১০ কোটির ছবি!

কাউন্টডাউন শুরু। আগামী শুক্রবার মুক্তি পেতে চলেছে রণবীর কাপুর-আলিয়া ভাটের বহু প্রতীক্ষিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’। দীর্ঘ সময় ধরে এই ছবির শ্যুটিং হয়েছে। কোভিড সহ নানা কারণে বারবার এই ছবির শ্যুটিং ব্যাহত হয়েছে। অবশেষে সব বাধা কাটিয়ে প্রেক্ষাগৃহে আসছে এই ম্যাগনাম ওপাস। শোনা যাচ্ছে, এই ছবিটি তৈরি করতে নাকি ৪১০ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে। দর্শকদের তাক লাগিয়ে দিতে চেষ্টার কসুর করেননি পরিচালক অয়ন মুখোপাধ্যায়। এমন সব ভিস্যুয়াল ব্যবহার করা হয়েছে যা দর্শকদের চমকে দেবে। ইউনিটের এক সূত্রের মতে, টিজারটা শুধু একটা ঝলক মাত্র। ছবিটা আসলে অন্য লেভেলের। 
ইদানীংকালে বলিউডের একটা ছবিও বক্স অফিসে সাফল্য পাচ্ছে না। ট্রেড অ্যানালিস্টদের আশা ছিল আমির খানের ‘লাল সিং চাড্ডা’ ও অক্ষয়কুমারের ‘রক্ষা বন্ধন’ ছবি দুটির উপর। কিন্তু সে আশাও বিফলে গিয়েছে। তাছাড়া এখন ছবি বয়কটের ডাক দিয়ে যে ট্রেন্ড শুরু হয়েছে সেটাও বক্স অফিসে প্রভাব ফেলছে। এই নিয়ে খানিক নার্ভাস প্রযোজক সংস্থাও। তবে তাঁরা এখনই আশা ছাড়ছেন না। মাল্টিপ্লেক্সে টিকিটের দাম কত রাখা যায় তা নিয়ে নাকি তাঁরা চিন্তাভাবনা করছেন। ছকে নিয়েছেন স্ট্র্যাটেজি। নির্মাতাদের আশা, এখনও পর্যন্ত সর্বাপেক্ষা বিগ বাজেটের এই বলিউড ফিল্ম বক্স অফিসে ‘আগুন’ জ্বালাতে সক্ষম হবে। আর যদি তাঁদের অনুমান সফল হয়, তাহলে আগামী দিনে পরিকল্পনা মাফিক এই ছবির ট্রিলজিও তৈরি হবে।  

2nd     September,   2022
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
প্রচ্ছদ নিবন্ধ