বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
সিনেমা
 

এখনও স্টারডম স্পর্শ করিনি

শামা ভগত, মুম্বই: গত দু’বছরে ‘রুহি’ ছাড়া জাহ্নবী কাপুরের বাকি সব ছবিই ওটিটিতে মুক্তি পেয়েছে। এমনকী ‘গুডলাক জেরি’ও সেই একই পথের পথিক। বড়পর্দা থেকে দূরত্ব তৈরি হওয়ায় নায়িকার মনে কিন্তু দুঃখ নেই। বরং তাঁর দাবি, ‘আমরা শিল্পী। ছবি কোথায় মুক্তি পাবে সেটা আমাদের হাতে নেই। করোনা পরবর্তী সময়ে এখন ইন্ডাস্ট্রির যা অবস্থা, সেখানে ছবি মুক্তির সঠিক পদ্ধতি নিয়ে প্রত্যেকের মনেই একটা ধোঁয়াশা রয়েছে। আমি জানি ছবি ভালো হলে দর্শক দেখবেনই।’ ছবির প্রসঙ্গে ফেরা যাক। এই প্রথম শ্রীদেবী কন্যাকে দর্শক বিহারি চরিত্রে দেখবেন। কিন্তু সেই পদ্ধতিটা খুব একটা সহজ ছিল না। একটু গম্ভীরভাবেই বললেন, ‘তিন মাস আমার বিহারি প্রশিক্ষকের সঙ্গে সময় কাটিয়েছি। তারপর কথা বলার কায়দাটা রপ্ত করতে পেরেছিলাম।’ 
ইন্ডাস্ট্রিতে মাত্র চার বছর হল এসেছেন। কিন্তু তথাকথিত স্টার কিড হয়েও তাঁর ছবি নির্বাচনে স্বকীয়তার ছাপ রেখেছেন অভিনেত্রী। বলছিলেন, ‘চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। একই জিনিস বারবার করার মধ্যে তো কোনও উত্তেজনা নেই। আরও একটা বিষয়, এই চরিত্রগুলোর মাধ্যমে আমি আমার দেশের মানুষকে চিনতে পেরেছি। কারণ মুম্বইতে আমার জীবনধারাটাই অন্যরকম।’ 
সম্প্রতি করণ জোহরের চ্যাট শোয়ে বান্ধবী সারা আলি খানের সঙ্গে এসেছিলেন জাহ্নবী। ইন্ডাস্ট্রিতে যেখানে নায়িকাদের মধ্যে ‘হিংসা’র কথা উঠে আসে, সেখানে এই দুই নায়িকার বন্ধুত্ব টক অব দ্য টাউন। ‘আসলে আমরা একে অপরকে খুব ভালো বুঝতে পারি। তাই আমাদের মধ্যে কোনও হিংসা কাজ করে না।’ তাঁর দুই বোন খুশি এবং শানায়া খুব তাড়াতাড়ি বলিউডে ডেব্যু করতে চলেছেন। বিষয়টা নিয়ে তিনিও বেশ আপ্লুত মনে হল। অভিনেত্রীর কথায়, ‘আমি জানি ওরা খুব ভালো প্রস্তুতি নিয়েছে। বেশ কনফিডেন্ট।’ 
স্টারডমের চাপ অল্প সময়ের মধ্যেই একজন মানুষের মাথা ঘুরিয়ে দিতে পারে। বিষয়টা নিয়ে জাহ্নবী কিন্তু বেশ খোলামেলা। ‘এখনও তো অভিনয় শিখছি। স্টারডমকে স্পর্শ করিনি। ছোট থেকেই আমাদের জীবনের আড়াল উঠে সবকিছু প্রকাশ্যে চলে আসে। এইসব ক্ষেত্রে বাবা আমাকে অনেকটাই গাইড করেন’, জানালেন তিনি। সেই জন্য বাবার (বনি কাপুর)  প্রযোজনায় ‘মিলি’ ছবিতেও নতুন চ্যালেঞ্জ নিতে কুণ্ঠাবোধ করেননি। জাহ্নবী নিজে কি সৌভাগ্যে বিশ্বাস করেন নাকি পরিশ্রমে? হেসে বললেন,‘পরিশ্রম। সব সময় বিশ্বাস করি—সৌভাগ্য যেমন আসে, তেমনই সেটা চলেও যেতে পারে। তাই নিজের কাজের প্রতি আস্থা রাখাটা খুবই গুরুত্বপূর্ণ।’ 

29th     July,   2022
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
প্রচ্ছদ নিবন্ধ