বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
সিনেমা
 

আউটডোরে একটি গিটারও গিয়েছিল

 এতটাই মিউজিক্যাল ছবির অভিনেতা ও কলাকুশলীরা। শিলাদিত্য মৌলিকের ‘হৃদপিণ্ড’ মুক্তি পাওয়ার কথা ছিল ২০২০ সালে। মুক্তির আগে এল মহামারী। ছবির মুক্তি আর মহামারীর মাঝে খরস্রোতা নদীর মতো বয়ে চলল ‘মন কেমনের জন্মদিন’। রণজয় ভট্টাচার্যের লেখা ও সুর করা এবং মেখলা দাশগুপ্তের গাওয়া এই গান দু’বছর ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। অর্পিতা চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়, প্রান্তিক বন্দ্যোপাধ্যায় অভিনীত ছবির গান মুক্তির এত আগে জনপ্রিয় হয়ে যাওয়া কি শাপে বর হল? অর্পিতার সোজাসাপ্টা উত্তর, ‘ভালো তো বটেই। আমি অবাক হয়েছি, দু’বছর আগের গানটা এখনও সমানভাবে জনপ্রিয়তা পাচ্ছে।’ তবে, শিলাদিত্য মনে করেন, ‘একটা সমস্যা হচ্ছে যে, এখন লোককে গিয়ে বলতে হচ্ছে, গানটা আমাদের ছবির। আসলে প্রথমে তো গানটার ভিডিও প্রকাশ পায়নি। মানুষ গান হিসেবেই শুনেছে।’
অরুণাচল প্রদেশে দিওয়াং উপত্যকায় ছবির বেশিরভাগ শ্যুটিং হয়েছে। অর্পিতার চরিত্রের নাম আর্যা। একটি দুর্ঘটনার ফলে সে বর্তমান ভুলে  ফিরে গিয়েছে নিজের ১২-১৩ বছর বয়সে। ট্রেলার কিংবা পোস্টার দেখে মনে হতে পারে ছবিটি ত্রিকোণ প্রেমের গল্প। ‘তা নয়। টাইম ট্র্যাভেলের মাধ্যমে প্রেমের গল্প দেখানো হয়েছে,’ বলছিলেন সাহেব। আর্যার স্বামীর চরিত্রে রয়েছেন সোমক ওরফে সাহেব। শ্যুটিং শেষ হওয়ার পরেও প্রান্তিক ও শিলাদিত্য বেশ কিছুদিন অরুণাচলেই থেকে গিয়েছিলেন। আর প্রতিদিন শ্যুটিং প্যাকআপের পর বসত চায়ের আড্ডা। মাইক্রোফোন উঠত সাহেবের হাতে। চলত গান। অর্পিতা বলছিলেন, ‘আমাদের আউটডোরের লিস্টে একটি গিটার রেখেছিলেন পরিচালক।’ মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে ছবি। তাই শিলাদিত্য মনোরোগ বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেই গল্প লিখেছিলেন। ‘ছবিতে কোনও ফ্ল্যাশব্যাক নেই। একই সময়ে দাঁড়িয়ে দুই বয়সের চরিত্রে অভিনয় করতে হয়েছে। বিষয়টা ফুটিয়ে তোলা খুবই চ্যালেঞ্জিং। এটা অবাস্তব নয়। এমন সমস্যা সত্যিই ঘটে। দৈনন্দিন জীবনে চোখ খোলা রেখে চারপাশটা দেখি। সেটা অভিনয়ে খুব সাহায্য করে,’ বলছিলেন অর্পিতা। আর সাহেবের বক্তব্য, ‘এই ছবিটা আমার চিরকাল মনে থাকবে। এত সুন্দর গল্প। চমত্কার দৃশ্য দেখানো হয়েছে। শিলাদিত্য ও ছবির প্রযোজকের কাছে আমি কৃতজ্ঞ।’

13th     May,   2022
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
প্রচ্ছদ নিবন্ধ