বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
সিনেমা
 

আড্ডা ও আলোচনায় মুখরিত উৎসব

অভিনন্দন দত্ত: চলচ্চিত্র উৎসবে এবারের উল্লেখযোগ্য পরিবর্তন একতারা মঞ্চ থেকে ‘আড্ডা জোন’ স্থানান্তরিত হয়েছে বাংলা অ্যাকাডেমির সভাঘরে। বৃহস্পতিবার তারকাদের সেই আড্ডা ও আলোচনাই উৎসবের কেন্দ্রবিন্দুতে পরিণত হল। কারণ দুটো আকর্ষণীয় বিষয়ে টলিউডের বিশিষ্টজনদের বক্তব্য শোনার জন্য সিনেপ্রেমীরা মুখিয়ে ছিলেন।
এদিন উৎসবের প্রথম সিনে আড্ডার বিষয় ছিল ‘সিনেমা শুধুই কি দর্শক নির্ভর, না পরিচালকের মনস্তত্ত্ব’। এ বিষয়ে বললেন গৌতম ঘোষ, হরনাথ  চক্রবর্তী, পাওলি দাম ও অনির্বাণ চক্রবর্তী। সঞ্চালনায় পরিচালক অভিজিৎ সেন। কোনও ছবি চলবে কি চলবে না সেটা অনুমান করাটা অসম্ভব বলেই মনে করেন গৌতম। আবার একসময় যে, বাণিজ্য সফল ছবিগুলো দর্শকের কথা মাথায় রেখেই তৈরি হতো সে কথা স্পষ্ট বলেন হরনাথ। অনির্বাণ থুড়ি পর্দার ‘একেনবাবু’ অবশ্য ‘হীরক রাজার দেশে’র উদাহরণ দিয়ে দেখিয়ে দেন বক্স অফিস এবং পরিচালকের মতামত একই সঙ্গে ছবিতে তুলে ধরা সম্ভব। 
এদিনের সেমিনারের বিষয় ছিল ‘ভারতীয় অভিনেত্রীরা কি শুধুই মনমোহিনী?’ আলোচনায় অংশগ্রহণ করেন মোহন আগাসে, পাওলি দাম, রাইমা সেন, সুদেষ্ণা রায় ও পাভেল। আলোচনায় পুরুষ বক্তারা স্বীকার করে নেন যে, আজকে সিনেমা শিল্পের বিভিন্ন বিভাগে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মহিলারা কাজ করছেন। ফলে সিনেমায় মহিলারা শুধুই আর ‘গ্ল্যামার’ বৃদ্ধির উপাদান নন। রাইমা বললেন, ‘আমার মা তো আমাদের দুই বোনের জন্মের পরে নায়িকা হয়েছেন।’ এই প্রসঙ্গে দর্শকাসন থেকে পাল্টা মুনমুন সেনের সংযুক্তি, ‘বিয়ের পর কিন্তু বলিউডে অনেক ছবি থেকেই আমাকে বাদ দেওয়া হয়েছিল!’
এদিনও নন্দন সহ বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকদের লম্বা লাইন চোখে পড়ে। সন্ধ্যায় শিশির মঞ্চে প্রদর্শিত হয় সায়ন ও পৌলমী বসু পরিচালিত সৌমিত্র চট্টোপাধ্যায় বিষয়ক তথ্যচিত্র ‘আমি সৌমিত্র’। সৌমিত্র-কন্যা পৌলমী বলেন, ‘এটাই বাবার শেষ কাজ।’ এদিকে এদিন নন্দন-২ প্রেক্ষাগৃহে দেখানো হয় ওড়িয়া ছবি ‘মাইন্ড গেম’। ছবিটি শুরুর আগে জাতীয় সঙ্গীত চলার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এই নিয়ে দর্শকদের একাংশ ক্ষোভপ্রকাশ করেছেন।             ছবি: ভাস্কর মুখোপাধ্যায়

29th     April,   2022
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
প্রচ্ছদ নিবন্ধ