বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
সিনেমা
 

সিনেমার স্বার্থে একজোট 
দুই সুপারস্টার

অভিনন্দন দত্ত: টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে অভিনেতা বা কলাকুশলীদের ‘লবি’ রীতিমতো আলোচনার বিষয়। কে কার সঙ্গে কাজ করবেন অথবা করবেন না, তা নিয়ে কম আলোচনা হয় না। এ আলোচনা শুধু টিনসেল টাউনেই সীমাবদ্ধ থাকে না, জল্পনা-কল্পনা চলে দর্শক-অনুরাগী-ভক্তদের মধ্যেও। এবারে একটি নতুন সমীকরণ সামনে এল। বলা যায় ছবির স্বার্থে দুই সুপারস্টার গাঁটছড়া বাঁধতে চলেছেন। এই প্রথম জিতের প্রযোজনা সংস্থার অধীনে একটি ছবিতে অভিনয় করতে চলেছেন টলিউড ফ্রন্টম্যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে প্রসেনজিৎ ফোনে বলছিলেন, ‘মুম্বইতে এইভাবে কাজ তো হয়। কিন্তু এখানে সবাই ভাবেন যে, আলাদা আলাদা লবি থাকে! এগুলো একদমই সত্যি নয়। আমার তো মনে হয়, এই ছবিটা বাংলা ইন্ডাস্ট্রির সকলের কাছে একটা ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।’ এই ছবিতে রাজি হলেন কেন তিনি? অভিনেতার কথায়, ‘ইদানীং খুব সিরিয়াস ছবিতে অভিনয় করছি। সব মিলিয়ে এমন একটা ছবিতে অভিনয় করতে চাইছিলাম, যেটা সকলের পছন্দ হবে।’ এই উদ্যোগ নিয়ে জিতের বক্তব্য, ‘চিত্রনাট্য পড়েই মনে হয়েছিল ছবিটা বুম্বাদাকে (প্রসেনজিৎ) ছাড়া সম্ভব নয়। তিনি এই ছবিটা করতে রাজি হয়েছেন বলে আমি খুব খুশি।’
এই নতুন ছবি নিয়ে কিছু তথ্য জানানো যাক। ছবির নাম ‘আয় খুকু আয়’। এই একই নামে হেমন্ত মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদারের জনপ্রিয় গানটি ঘিরে বাঙালির নস্টালজিয়া নতুন করে মনে করিয়ে দেওয়ার কোনও প্রয়োজন নেই। আসলে বাবা ও মেয়ের সম্পর্ক নিয়েই ছবির গল্প আবর্তিত হয়েছে বলে এহেন নামকরণ। ছবিটির পরিচালক শৌভিক কুণ্ডু। এর আগে দর্শক তাঁর থেকে পেয়েছেন ‘সুইজারল্যান্ড’-এর মতো ছবি। প্রসেনজিতের সংস্থার অধীনেও ‘কাদের কুলের বউ’ পরিচালনা করেছিলেন শৌভিক। কিন্তু এবারে তাঁর ছবিতে উঠে আসবে প্রান্তিক মানুষের কথা। মূলত গ্রামের প্রেক্ষাপটে ছবির গল্পটিকে সাজিয়েছেন তিনি। বলছিলেন, ‘বাবা ও মেয়ের সম্পর্ক নিয়েই এই ছবি। খুবই ইমোশনাল। এর বেশি এখনই কিছু বলতে চাইছি না।’
দীর্ঘদিন পর এই ছবিতে প্রসেনজিৎ আবার দ্বৈত চরিত্রে অভিনয় করবেন। এই দুই চরিত্রই ছবির অন্যতম চমক হতে চলেছে বলে দাবি করলেন নায়ক নিজেই। ছবিতে তাঁর মেয়ের চরিত্রে অভিনয় করবেন দিতিপ্রিয়া রায়। ছবির বাকি কাস্টিং এখনও চূড়ান্ত হয়নি। আগামী নভেম্বর মাসে শুরু হবে শ্যুটিং। 

17th     September,   2021
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
প্রচ্ছদ নিবন্ধ