বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
সিনেমা
 

পাঠান, ব্রহ্মাস্ত্র,
সার্কাসের শ্যুটিং স্থগিত 

মহারাষ্ট্রে আংশিক লকডাউনের জেরে ফিল্ম ইন্ডাস্ট্রি আবার ব্যাকফুটে। বেশকিছু ছবিতে নাচের দৃশ্যের শ্যুটিংয়ের পরিকল্পনা করা হয়েছিল। সেখানে প্রায় ১০০জন নৃত্যশিল্পীর অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু সেই সব শ্যুটিং বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিনে ডান্সারস অ্যাসোশিয়েশনের পক্ষে জাহিদ শেখ বলছিলেন, ‘ব্রহ্মাস্ত্র ছবির শ্যুটিংয়ে প্রায় ৩০০জন শিল্পীর যোগ দেওয়ার কথা ছিল। রোহিত শেট্টির সার্কাস ছবির একটি গানের শ্যুটিংয়ের কথা হয়েছিল। রিহার্সালও হয়ে গিয়েছিল। কিন্তু রণবীর কাপুর এবং পরে আলিয়া ভাট করোনা আক্রান্ত হওয়ায় সেই শ্যুটিং বাতিল হয়ে যায়। এবার তো সরকারের তরফে নির্দেশিকা চলে এসেছে যে, ফ্লোরে বেশি লোককে নিয়ে কাজ করা যাবে না।’
মুম্বইয়ে প্রতি শিফ্টে এক-একজন নৃত্যশিল্পী সাড়ে চার হাজার টাকা রোজগার করেন। কিন্তু শ্যুটিং বন্ধ হয়ে যাওয়ার ফলে তাঁদের রোজগারও বন্ধ। একই অবস্থা জুনিয়র শিল্পীদের ক্ষেত্রেও। অক্ষয়কুমারের ‘রামসেতু’ ছবিতে ৪৫ জন জুনিয়র শিল্পী করোনা আক্রান্ত হয়েছিলেন। জুনিয়র শিল্পীদের সংগঠনে প্রায় ৩ হাজার সদস্য রয়েছেন। তাঁদের মধ্যে প্রতিদিন মাত্র ৫০০ জন কাজ করতে পারছেন। কারণ প্রযোজকরা ৫০ থেকে ৬০ জনকে নিয়েই এই মুহূর্তে কাজ করার পক্ষপাতী। 

9th     April,   2021
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
প্রচ্ছদ নিবন্ধ