বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
সিনেমা
 

একসঙ্গে লাঞ্চ করবেন
দেব-যশ-বনি 

জটায়ু থাকলে হয়তো তাঁর নতুন উপন্যাসের নাম দিতেন ‘চণ্ডীতলায় চমক’। চমকই বটে! ভোটের বাজারে যখন চারপাশে রাজনৈতিক নেতাদের কুকথার স্রোতে সাধারণ মানুষ নাজেহাল, ঠিক তখনই চণ্ডীতলার বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত, তৃণমূল সাংসদ দেব ও বিজেপি নেতা বনি সেনগুপ্ত রাজনৈতিক সৌজন্যতার পরিচয় দিলেন। বৃহস্পতিবার চণ্ডীতলায় তৃণমূল প্রার্থী স্বাতী খন্দকারের সমর্থনে প্রচারে গিয়েছিলেন দেব। আবার এদিনই যশের প্রচারে এই কেন্দ্রে গিয়েছিলেন বনি।
ট্যুইটারে প্রচারের ভিডিও পোস্ট করেছিলেন দেব। সেই ভিডিও রিট্যুইট করে যশ লেখেন, ‘চণ্ডীতলায় তোমাকে স্বাগত জানাই ভাই। এখানকার মানুষের ভালোবাসা এবং আতিথেয়তা অসাধারণ। তোমার সঙ্গে লাঞ্চ খাওয়া বাকি রইল।’ রাজনীতির ময়দানে কি শুধুই কটু কথা হবে? এই প্রশ্নের উত্তর মনে হয় যশ ও দেবই দিয়ে দিয়েছেন। যশের এই ট্যুইটের উত্তরে দেব লিখেছেন, ‘হ্যাঁ, হ্যাঁ আমি জানি। এই জায়গায় গত সাত বছর প্রচার করছি। ভোটের পর একসঙ্গে লাঞ্চ করব। ভোটের জন্য তোমাকে শুভেচ্ছা। দেখতে পাচ্ছি, খুব পরিশ্রম করছ।’ দেব যে এদিন চণ্ডীতলায় প্রচারে যাবেন, সে কথা বনি আগে থেকে জানতেন না। তিনি দেবকে ট্যুইট করে লিখেছেন, ‘আগে জানলে একসঙ্গে লাঞ্চ করে বেরতাম।’ যশ ও বনির থেকে রাজনীতির ময়দানে দেব অনেকটা সিনিয়র। কাজেই বনিকে দেবের উত্তর, ‘কোথায় তোদের মতো এত ফ্রি টাইম। শেষ কবে আরামে লাঞ্চ করেছিলাম, ভুলেই গিয়েছি।’ কিছুদিন আগেই যশ আর এক তৃণমূল সাংসদ নুসরত জাহান একসঙ্গে ডিনার ডেটে গিয়েছিলেন। এবার দেবের সঙ্গেও ভোটের পর লাঞ্চ ফিক্সড করে ফেললেন এই নব্য বিজেপি নেতা। 

9th     April,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
প্রচ্ছদ নিবন্ধ