বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
সিনেমা
 

বাস্তবের বাবা-ছেলে পর্দায় 

ছেলে অভিনেতা। বাবারও প্যাশন থিয়েটার। এবারে এই বাবা-ছেলে জুটিকেই বড়পর্দায় প্রথমবার নিয়ে আসছেন পরিচালক কিংশুক সরখেল। থাকছেন অভিনেতা সৌরভ দাস ও তাঁর বাবা সমর দাস। রিয়েল লাইফের মতোই রিল লাইফেও তাঁরা পিতা-পুত্র। সমাজের মধ্যবিত্ত শ্রেণি থেকে উঠে আসা এক ট্যাক্সিচালক রাজুর চরিত্রে অভিনয় করবেন সৌরভ। ছবির নাম ‘মিটার ডাউন’।
মূলত পরিবারের একমাত্র রোজগেরে হিসেবে এক ট্যাক্সিচালকের দৈনন্দিন লড়াইয়ের গল্প উঠে আসবে এই ছবিতে। ছবির গল্প পরিচালকের নিজস্ব। এই প্রসঙ্গে হায়দরাবাদের রামোজি অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র কিংশুক বলছিলেন, ‘ইদানীং অ্যাপ ক্যাবের দৌরাত্ম্যে হলুদ ট্যাক্সির চালকদের অবস্থা খুবই খারাপ। পদে পদে তাঁদের অপমান আর তিরস্কারের সম্মুখীন হতে হয়। কিন্তু ভুলে গেলে চলবে না যে, তাঁরাও মানুষ।’ উল্লেখ্য, এই ছবি দিয়েই বড়পর্দায় পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে তাঁর। সৌরভের কথায়, ‘এই চরিত্রটার মধ্যে মধ্যবিত্ত জীবনের সারল্যকে খুঁজে পেয়েছি। ছবিতে বাঙালি জীবনের পারিবারিক মূল্যবোধের কথাও বলার চেষ্টা করা হবে।’ এই ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন শুভস্মিতা মুখোপাধ্যায়, পৌলমী দাস, পারমিতা মুখোপাধ্যায়, অপ্রতিম চট্টোপাধ্যায়, দেবপ্রসাদ হালদার প্রমুখ। কলকাতা ছাড়াও তাজপুরে আউটডোর শ্যুটিং সারবে ইউনিট। বৃহস্পতিবার থেকে শহরে ছবির শ্যুটিং শুরু হয়েছে। সবকিছু স্বাভাবিক হলে অর্থাৎ দর্শক হলমুখী হলে তখনই ছবিটা রিলিজ করতে চাইছেন পরিচালক।  

26th     February,   2021
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
প্রচ্ছদ নিবন্ধ