বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
শরীর ও স্বাস্থ্য
 

যখন তখন নয় স্টেন্ট-বাইপাস

জানাচ্ছেন দুর্গাপুর মিশন হাসপাতালের চেয়ারম্যান এবং বিশিষ্ট কার্ডিওভাসকুলার ও থোরাসিক সার্জেন ডাঃ সত্যজিৎ বসু।

ইদানীং যত অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি হচ্ছে, তার ৭০ শতাংশেরই প্রয়োজন নেই! ওষুধ দিয়ে, জীবনযাত্রার পরিবর্তন করে অবস্থার অনেকখানি পরিবর্তন করা যায়। একটা উদাহরণ দিই— বুকে ব্যথা বা অ্যানজাইনার রোগীর চিকিৎসা বলতে থাকে স্টেন্ট, বাইপাস এবং ওষুধ। এই তিন ধরনের অ্যানজাইনার রোগীর মধ্যে সমীক্ষা করে দেখা গিয়েছে, ওষুধ দিয়ে চিকিৎসা করানো রোগীরা বাঁচছেন অনেক দিন বেশি! অতএব বাইপাস সার্জারি তখনই করা উচিত, যখন তিনটি ধমনীতে অপদ্রব্যের প্রলেপ পড়েছে ও হার্টের ইজেকশন ফ্রাকশন কমে গিয়েছে। আবার হঠাৎ হার্ট অ্যাটাক হয়েছে, ঘণ্টা দুই-তিনেকের মধ্যে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে— সেক্ষেত্রে  প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট বসিয়ে লাভ থাকে। মোট কথা আধুনিক চিকিৎসায় কারও ২৫-৩০ বছর আয়ু বৃদ্ধি করতে না পারলে লাভ কি? কিছু ক্ষেত্রে স্টেন্ট বসানোর পরেও তো কোলেস্টেরলের প্রলেপ পড়ে ও রোগীকে বাইপাস করাতে হয়! ১৯৯৮ সালে আর্টারিয়াল গ্রাফ্টিং করে লিমা রিমা ওয়াই করে যে বাইপাস সার্জারি শুরু করেছিলাম, তা এখনও করে রোগী উপকৃত হচ্ছেন। অতএব চিকিৎসা ব্যবস্থা আধুনিক হোক, তবে তা যেন হয় দীর্ঘস্থায়ী একটি বিকল্প। তার অভিমুখ অবশ্যই হওয়া উচিত মানবকল্যাণকারী। মুনাফালোভী নয়।
হার্ট অ্যাটাক প্রতিরোধে আধুনিক টেস্ট
৩০ বছর বয়সের পরে লিপিড প্রোফাইলের সঙ্গে করান লাইপো প্রোটিন এ, বি-এর মাত্রা। এছাড়া করা যেতে পারে ১২৮ স্লাইস সিটি স্ক্যান। আর্টারিতে তৈরি হওয়া কোন প্রলেপ বা প্লাক ফাটার আশঙ্কা বেশি ও কোন ধমনীর প্রলেপ ফাটবে না তা ১২৮ স্লাইস সিটি স্ক্যান দিয়ে আগে থেকে বলে দেওয়া সম্ভব। কারণ এই পরীক্ষায় ধমনীর অন্দরে তৈরি হওয়া প্রলেপে কী কী উপাদান আছে তার সম্পর্কে ধারণা করা সম্ভব। সেই অনুসারে নেওয়াও যায় ব্যবস্থা।
লিখেছেন সুপ্রিয় নায়েক

29th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ