বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
শরীর ও স্বাস্থ্য
 

 ন্যাশানাল হোমিওপ্যাথিক ফোরামের অনুষ্ঠান

হোমিওপ্যাথির প্রশংসায় পঞ্চমুখ হলেন কলকাতা পুলিশের পদস্থ কর্তা। রবিবার শ্যামনগরে আয়োজিত এক হোমিওপ্যাথিক চিকিৎসক সংগঠনের অনুষ্ঠানে কলকাতা পুলিসের ডিসি (রিজার্ভ ফোর্স) শুভঙ্কর ভট্টাচার্য বলেন, কোভিডকালের আমি তখন স্পেশাল স্ট্রাইকিং ফোর্সের কমান্ডান্ট। হোমিওপ্যাথিক ওষুধ আর্সেনিক অ্যালবাম ব্যবহারের সুফল শুধু আমার পরিবারই নয়, ব্যাটেলিয়ানের সমস্ত কর্মীরা পেয়েছিলেন। ব্যাটেলিয়ানের সদস্য প্রায় এক হাজার জন। সকলকেই চিকিৎসক নির্ধারিত আর্সেনিকের ডোজ খাওয়ানো হয়েছিল। মাত্র ৬২ জন কোভিড আক্রান্ত হন। বাদবাকিদের করোনা ছুঁতেও পারেনি। যাঁদের করোনা হয়েছিল, মারাত্মক কিছু হয়নি। কোভিডের জন্য সেই সময় ব্যাটেলিয়ানে কারও মৃত্যুর ঘটনাও ঘটেনি। 
এদিন ন্যাশনাল হোমিওপ্যাথিক ফোরাম অব ইন্ডিয়ার ওই অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ডাঃ মৃণাল সরকার, হোমিওপ্যাথির শীর্ষ নীতি নির্ধারক সংস্থা প্রাক্তন রেজিস্টার ডাঃ আশিস দত্ত, বিখ্যাত হোমিও ওষুধ প্রস্তুতকারক সংস্থার কর্ণধার ডঃ দুর্গাশঙ্কর ভড় প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চিকিৎসকদের উপর উত্তরোত্তর হামলার ঘটনা বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।  

30th     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ