বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
শরীর ও স্বাস্থ্য
 

টিকালো নাকের ‘হাই ডিমান্ড’, শহরে
এখন হিড়িক পড়েছে অস্ত্রোপচারের 
মেয়েদের পাশাপাশি আগ্রহ বাড়ছে পুরুষ মহলেও

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নাক দিয়ে যায় চেনা! শুধু ঘ্রাণেন্দ্রিয় নয়, সুন্দর রূপের রহস্যও নাকি নাকেই লুকিয়ে রয়েছে! না হলে কেনই বা টিকালো নাক পেতে অপারেশনের ধুম পড়বে শহরে? মহিলাদের পাশাপাশি পুরুষদের মধ্যেও উৎসাহ চোখে পড়ার মতো। চিকিৎসাশাস্ত্রের ভাষায় এই অস্ত্রোপচারের নাম রাইনোপ্লাস্টি। এভাবে নাক ‘উঁচু’ করতে লাইন পড়েছে সরকারি ও প্রাইভেট হাসপাতালে। 
তবে সবাই যে রূপ বৃদ্ধির তাড়নায় রাইনোপ্লাস্টি করাতে ছুটছেন, তেমন নয়। কিছু সামাজিক সমস্যা মানিয়ে নিতেও অনেকে এই অপারেশনের দিকে ঝুঁকছেন। বোঁচা নাকের জন্য বিয়ের সমস্যা সেরকমই একটি বিষয়। গত ফেব্রুয়ারিতে সুদূর বিহার থেকে পিজির উডবার্নে এসে নাক টিকালো করে ফিরেছেন ফিরোজা খাতুন (নাম পরিবর্তিত) নামে বছর কুড়ির এক তরুণী। পিজি হাসপাতালের প্লাস্টিক সার্জারির প্রধান ডাঃ অরিন্দম সরকার এই প্রবণতার কথা স্বীকার করে কৌতুকের সঙ্গে বলেন, ‘এখনও পহেলে দর্শনধারী, ফির গুণ বিচারি। নাক নিখুঁত করার অপারেশন না থাকলে খেয়েপরে বাঁচাই কঠিন হতো আমাদের প্রফেশনে। পিজিতে মাসে কমপক্ষে ১২-১৫টি  রাইনোপ্লাস্টি অপারেশন হচ্ছেই নিখরচায়।’ 
সরকারি হাসপাতাল সূত্রে এবং বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, যত মহিলা রাইনোপ্লাস্টি করান, তাঁর প্রায় অর্ধেকের এমন ইচ্ছের পিছনে রয়েছে বিবাহ সম্পর্কিত কারণ। একাংশ বিয়ের পর দীর্ঘদিন নিজেকে ‘আকর্ষণীয়’ রাখতে অপারেশন করান। নামকরা প্লাস্টিক সার্জেন ডাঃ কৌশিক নন্দী বলেন, ‘এই মুহূর্তে মুখমণ্ডলের মধ্যে সবচেয়ে বেশি ডিমান্ডিং অপারেশন বোঁচা নাক সরু করা। মেয়েদের পাশাপাশি ছেলেরাও করাচ্ছেন।’ বেলঘরিয়ার তরুণী পারমিতা বসাক বা গরফার কলেজছাত্রী রুচিরা দাসের অবশ্য সাফ কথা, টিকালো নাক আসলে পুরুষশাসিত সমাজের চাপিয়ে দেওয়া সৌন্দর্যগুণ। রুচিরা বললেন, আমার নাক তো অত চোখা নয়। সেই অর্থে বোঁচাই বলতে পারেন। তাতে হলটা কী? তবে এমন ভাবতে পারছেন না অনেকেই। সরকারি ক্ষেত্রের নামকরা এক প্লাস্টিক সার্জেন বলেন, ‘মুখের কোথায় কী দাগ আছে, তুলতে এখন লাইন পড়ে গিয়েছে নিম্নবিত্ত ঘরের গৃহবধূদের মধ্যেও। কারণ কী শুনবেন? ওঁদের নাকি এই দাগের জন্য খোঁটা দেন শাশুড়ি-ননদরা!’ 

19th     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ