বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
শরীর ও স্বাস্থ্য
 

জিআই বুঝলেই
মুঠোয় ডায়াবেটিস!

পরামর্শে ডায়েটিশিয়ান
মৌপর্ণা ঘোষ

কিছু শর্করাযুক্ত খাদ্য রয়েছে যেগুলি খেলেই রক্তে দ্রুত সুগার বাড়ে। আবার বেশ কিছু শর্করাযুক্ত খাদ্য রয়েছে, যা রক্তে সুগারের মাত্রা বাড়ায় ধীরেসুস্থে। ডায়াবেটিস রোগীর রক্তে সুগারের মাত্রা দ্রুত ওঠানামা করলে তা অত্যন্ত বিপজ্জনক হতে পারে। 
সেক্ষেত্রে বাড়তি সুগারকে শরীর কাজে লাগাতে পারে না। অতিরিক্ত সুগার জমা হয়ে শরীরের বিভিন্ন রক্তবাহী নালীতে। এমনকী ক্ষতি হয় স্নায়ুরও। 
নিয়মিত এইভাবে বেনিয়ম হতে থাকলে অকালে দেখা দিতে পারে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, কিডনির অসুখের মতো সমস্যা। 
হার্টের রক্তবাহী ধমনীও ক্রমশ শক্ত ও অনমনীয় হয়ে যেতে পারে। এর ফলে উচ্চ রক্তচাপ এবং হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বাড়ে।
প্রশ্ন হল, কীভাবে বোঝা যাবে কোন খাদ্য দ্রুত রক্তে সুগার বাড়ায় আর কোন খাদ্য মন্থরগতিতে? 
উত্তর হল—বোঝা খুবই সোজা। 
যে খাদ্যের গ্লাইসেমিক ইনডেক্স বা জি.আই যত বেশি, সেই খাদ্য তত দ্রুত রক্তে সুগারের মাত্রা বাড়ায়। আর যে খাদ্যের জি.আই মধ্যম মানের বা কম, তারা রক্তে সুগারের মাত্রা বাড়ায় মন্দগতিতে।
অতএব— লো জি.আই ফুড (৫৫ বা তার কম) ডায়াবেটিসের রোগীদের জন্য‌ স্বাস্থ্যকর খাদ্য।  
আর হাই জিআই ফুড (৭০ বা তার বেশি) ডায়াবেটিসে অত্যন্ত ক্ষতিকর।
এমনই কিছু লো জিআই এবং হাই জিআই খাদ্যের তালিকা একটি চার্টের আকারে তুলে দেওয়া হল। 
ফলে রোগী নিজেই বুঝতে পারবেন, কোন ধরনের খাদ্যকে তিনি প্রাধান্য দেবেন আর কোন ধরনের খাদ্য তাঁর খাওয়া উচিত হবে না।
লিখেছেন সুপ্রিয় নায়েক

14th     November,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ