সম্প্রতি অনুষ্ঠিত হল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব গ্যাস্ট্রোইন্টেসটিনাল এন্ডোসার্জেন-এর জাতীয় সম্মেলন। আইএজিইএস-এর জাতীয় এন্ডোস্কোপি বোর্ডের চেয়ারম্যান ডাঃ সত্যপ্রিয় দে সরকার জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশে জিএসএল মেডিক্যাল কলেজে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। উপস্থিত ছিলেন, উপমহাদেশের অগ্রগণ্য চিকিৎসকরা। বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তানের অগ্রগণ্য চিকিৎসকার হাজির হয়েছিলেন সম্মেলনে। ফলে গ্যাস্ট্রোএনেটেরোলজি সংক্রান্ত নানা বিষয়ে জ্ঞান আদান প্রদানের সুযোগ পাওয়া গিয়েছে যা আদতে রোগীর চিকিৎসায় সাহায্য করবে। এখনও নিয়মিত এই সংস্থার তরফে বিভিন্ন বিষয়ে অনলাইনে সম্মেলন চলছে বলে জানা গিয়েছে।