বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
শরীর ও স্বাস্থ্য
 

আলোর বাজি চোখের
কতটা ক্ষতি করে

 

পরামর্শে স্পেকট্রা আই হসপিটালের প্রধান চক্ষু বিশেষজ্ঞ ডাঃ অনন্যব্রত দাস।

মুখের বা শরীরের কাছে ধরে বাজি পোড়ালে বাজির আলোর ফুলকি সরাসরি চোখে ঢুকে  যেতে পারে। এই বারুদে কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড, ওজোন গ্যাস ও সোডিয়াম, পটাশিয়াম, সালফার সহ বেশ কিছু ক্ষতিকর যৌগ থাকে।  এগুলি চোখে ঢুকলে কর্নিয়ার যেমন ক্ষতি হতে পারে, অন্ধত্বও আসতে পারে। বাজির জ্বালানি থেকে চোখে নানা অ্যালার্জি হতে পারে। যে কারণে অনেকেরই বাজি পোড়ানোর পর চোখ জ্বালা করে ও লাল হয়ে যায়। বাজির আলোর আফটার ইমেজ হিসেবে চোখের সামনে সাদা ছোট ছোট স্পটের মতো বা বৃষ্টিকণার মতো কিছু পদার্থ ঘুরে বেড়াচ্ছে বলে বোধ হয় কারও কারও। এই আফটার ইমেজগুলো রেটিনাল বার্ন করতে পারে। এগুলোও চোখের ক্ষতির ইঙ্গিত। কর্নিয়ার পিছনে থাকে লেন্স। বাজির আলো ও আগুনে লেন্স ক্ষতিগ্রস্ত হলে ক্যাটারাক্ট এসে যেতে পারে। রেটিনাকেও ফুটো করে দিতে পারে এই আগুনের ফুলকি। 
কী কী সতর্কতা
• চশমা থাকলে তা পরে বাজি পোড়ান। যাঁর চশমা নেই, তিনি পাওয়ার ছাড়া চশমা পরুন। কন্টাক্ট লেন্স পরে বাজি পোড়াবেন না।  • বাজিকে চোখ ও শরীর থেকে অনেক দূরে রাখুন। • বাজি পোড়ানোর সময় চোখ জ্বালা করলে বা চোখে অ্যালার্জির প্রবণতা থাকলে চশমার পাশাপাশি কার্বক্সিমিথাইল সেলুলোজ, সোডিয়াম হ্যালুরোনেট, পলিভিনাইল অ্যালকোহল জাতীয় কিছু লুব্রিক্যান্ট ড্রপ ব্যবহার করতে পারেন। 
• চোখ থেকে অনবরত জল পড়লে বা বাজির ধোঁয়ায় অধিক পিচুটি পড়লে টপিক্যাল অ্যান্টিবায়োটিক ড্রপ ব্যবহার করা যেতে পারে। শিশুদের বেলায় টোবরাসাইসিন ও বড়দের বেলায় মক্সিফ্লোক্সাসিন ড্রপ চলতে পারে।
হঠাৎ বিপদে কী করবেন
বাজি পোড়ানোর সময় আলোর ফুলকি বা কণা চোখে ঢুকে গেলে প্রথমেই পরিষ্কার ঠান্ডা জলে অনেকক্ষণ ধরে চোখ ভালো করে ধুয়ে নিন। চোখ কড়কড় করলেও তা হাত দিয়ে ঘষবেন না। এরপর অকুলার লুব্রিক্যান্ট ও অ্যান্টিবায়োটিক ড্রপ দিয়ে চিকিৎসকের কাছে যান।
চোখ পুড়ে গেলে চিকিৎসা
সাধারণত বড়সড় ক্ষতি না গেলে ড্রপ, মলম ও অ্যান্টিবায়োটিকে রোগী সুস্থ হয়ে যান। বেশি পুড়লে প্রথমে পোড়া জায়গার ক্ষতকে প্রশমিত করে কর্নিয়া প্রতিস্থাপন করার কথাও ভাবা যেতে পারে। 
কর্নিয়া ফেটে গেলে কর্নিয়া মেরামত করার সুযোগ থাকে। ওষুধে সারলে ওষুধ বা অস্ত্রোপচারের সাহায্য নেওয়া হয়। লেন্স ক্ষতিগ্রস্ত হলে তারও ক্ষতির পরিমাণ দেখে চিকিৎসা করা হয়। ক্যাটারাক্ট এলে সার্জারি ছাড়া উপায় নেই। 
লিখেছেন মনীষা মুখোপাধ্যায়

20th     October,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ