বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
শরীর ও স্বাস্থ্য
 

গ্ল্যামার কমায় ধূমপান

ধূমপায়ী পুরুষরা নিজেকে স্টাইলিশ ভাবতেই পারেন, কিন্তু নতুন গবেষণা একেবারে উল্টো কথা বলছে।  গবেষণায় উঠে এসেছে, ধূমপায়ীদের প্রতি মানুষ কম আকর্ষিত হয়।  ইউনিভার্সিটি অব ব্রিস্টলের বিশ্লেষকরা একটি গবেষণায় ৫০০ জনেরও বেশি অংশগ্রহণকারীদের নিয়ে একটি পরীক্ষা চালান। এই ৫০০ জনের একসঙ্গে ২৩ জোড়া যমজ মুখ প্রদর্শন করা হয়। গবেষণার ফলাফলে দেখা যায়, পুরুষ ও নারী উভয় অংশগ্রহণকারীরাই ৭০ শতাংশ সময় ধূমপায়ী ও অধূমপায়ীদের মুখ শনাক্ত করতে সক্ষম হয়েছেন এবং তারা অধূমপায়ীদের প্রতি বেশি আকর্ষণ বোধ  করেন।
ধূমপান আপনার ত্বকে যেভাবে প্রভাব ফেলে
• ধূমপান খুব দ্রুত আপনার চেহারায় বয়সের ছাপ ফেলে।
• নিকোটিন ত্বকের বাইরের স্তরের রক্তনালী সংকুচিত করে দেয়।
• ধোঁয়ায় থাকা রাসায়নিক চামড়ার স্থিতিস্থাপকতা নষ্ট করে।
• ধূমপানের কারণে মুখে বলিরেখা দেখা হয়।
গবেষকদের দাবি, ধূমপানের কারণে মানুষকে কম আকর্ষণীয় মনে হওয়ায় ধূমপায়ীদের, বিশেষ করে তরুণদের এ অভ্যাস থেকে দূরে থাকা উচিত।
অন্যতম গবেষক ও অধ্যাপক পেন্টন ভোক বলেন, ‘চেহারা মানুষের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ। তাই ভবিষ্যতে ধূমপানের অভ্যাস থেকে বেরিয়ে আসতে এ ধরনের ফলাফলগুলো ভিত হিসাবে কাজ করতে পারে।’
গবেষণার এই ফলাফল রয়্যাল সোসাইটি ওপেন সায়েন্স পত্রিকায় সম্প্রতি প্রকাশিত।
সুরজিৎ মুখোপাধ্যায়

8th     September,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ