বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
শরীর ও স্বাস্থ্য
 

একশো তারার আলো

প্রেক্ষাগৃহে তখন ঠিকরে পড়ছে আলো। সে আলো বৈদ্যুতিক বটে। তবে মঞ্চে বসে থাকা প্রবীণ গুণীদের কথার মালায় ভেসে সে আলো হয়ে যাচ্ছে তারার গা থেকে ঝরে পড়া রশ্মি। একটা-দুটো নয়, একেবারে একশো তারা! আর সেই তারাদের কথাই গত মঙ্গলবার সন্ধ্যায় উঠে এল আইসিসিআর-এ। শতাধিক বাঙালি চিকিৎসকের মহাজীবনের আলেখ্য ধরা রইল এক বইয়ে। তাঁদের মধ্যে চারজন সেদিন মঞ্চেও ছিলেন হাজির। সে বই উদ্বোধন করতে শহরে উপস্থিত হয়েছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন অধ্যাপক সুগত বসু। চিকিৎসকদের মহাজীবন, লিখেছেন চিকিৎসকরাই। রীতিমতো গবেষণা করে। বইটির সম্পাদনা করেছেন ডাঃ অভিজিৎ চৌধুরী ও ডাঃ অশোকানন্দ কোনার। চিকিৎসক সুগত দাশগুপ্ত এঁকেছেন ছবি। প্রকাশক গাঙচিল। শহরের নানা স্তরের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি এদিন ছিল চোখে পড়ার মতো। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও সুগত বসুর পশাপাশি এই অনুষ্ঠানে বাড়তি পাওনা নাট্যব্যক্তিত্ব দেবশঙ্কর হালদার ও প্রকাশক অধীর চৌধুরীর মনোগ্রাহী কথন। চিকিৎসকদের ধৈর্য ও কর্মকুশলতা নিয়ে যখন বাঙ্ময় হচ্ছেন অভিজিৎ, মঞ্চের প্রোজেক্টরে তখন ছবি ফুটে উঠছে ১০০ তারকা চিকিৎসকের। কলকাতা দেখছে তারাদের সমবেত আলোর অস্মিতা।

21st     July,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ