বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
শরীর ও স্বাস্থ্য
 

রং খেলুন সাবধানে

 বাজারচলতি সস্তা রঙে নানা ধরনের ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হয়। লাল রঙে ব্যবহৃত হয় কঙ্গো রেড, রোজামিন ও ক্রোসিন স্কারলেট। হলুদ রঙে মেটনিল ইয়েলো ও লেড ক্রোমেট। রুপালি ও সোনালি রঙে বিভিন্ন ধাতুচূর্ণ। ফলে রং থেকে ত্বকে প্রদাহ বা ‘কনট্যাক্ট ডার্মাটাইটিস’ হওয়ার আশঙ্কা থেকে যায়। এমনকী হতে পারে অ্যালার্জির সমস্যাও। তাই রং খেলুন ভেষজ রঙে। 
 ত্বক থেকে প্রথমবার ধোয়ার সময় পুরো রং উঠে না গেলে ঘষাঘষি করবেন না। ঘণ্টাখানেক বাদে আবার ধোবেন। এভাবে বড় ক্ষতি এড়ানো সম্ভব হবে। এরপর আপনি রোজ যে লোশন ত্বকে ব্যবহার করেন, তা লাগিয়ে নিন। 
 সম্ভব হলে মাথায় ‘মেডিক্যাল ক্যাপ’ ব্যবহার করে দোল খেলতে পারেন।  চুলে রং লাগলে কিছু কিছু ক্ষেত্রে চুল বিবর্ণ, রুক্ষ হয়ে যেতে পারে। একটু ভালো শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করলে, সেই রুক্ষ ভাব কেটে যায়। 
 দোল খেলার সময় চোখে রং ঢুকে যাওয়ার সমস্যায় অনেকেই ভোগেন। এমন দুর্ঘটনায় চোখে ঠান্ডা জলের ঝাপটা দিয়ে চোখ ধুয়ে ফেলুন। তাতেও অস্বস্তি না গেলে একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শমতো ড্রপ ব্যবহার করুন।

17th     March,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ