বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
শরীর ও স্বাস্থ্য
 

বাচ্চাদের জন্য ন্যাজাল ভ্যাকসিন!
কীভাবে কাজ করবে?

সম্প্রতি ওয়ার্ল্ড হেলথ অর্গ্যানাইজেশন (হু)-এর প্রধান বৈজ্ঞানিক সৌম্য স্বামীনাথন জানিয়েছেন, ভারতে ন্যাজাল ভ্যাকসিন নিয়ে কাজ হচ্ছে। বাচ্চাদের জন্য খেলা ঘুরিয়ে দিতে পারে ভ্যাকসিনটি। ভারত বায়োটেকের তৈরি বিবিভি১৫৪ হল একটি ইন্ট্রান্যাজাল ভ্যাকসিন। ইতিমধ্যেই ভ্যাকসিনের প্রথম পর্যায়ের ট্রায়াল শুরু হয়েছে বলেই খবর।
আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডাঃ জ্যোতির্ময় পাল জানাচ্ছেন, যতদূর জানা যাচ্ছে, অ্যানিমাল ট্রায়াল পার করে এখন হিউম্যান ট্রায়াল চলছে ন্যাজাল ভ্যাকসিনের। ন্যাজাল ভ্যাকসিনের ট্রায়ালের ফলাফল ইতিবাচক হলে দুই ধরনের প্রতিরক্ষা পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। প্রথমত  ঠিক যে পথে করোনা ভাইরাস প্রবেশ করে, সেখানেই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ফলে মানবদেহে ভাইরাসের প্রবেশ পথেই একধরনের প্রতিরক্ষা তৈরি হয়ে যাচ্ছে। শরীরের অভ্যন্তরে ভাইরাস প্রবেশ করার ক্ষেত্রে সুযোগ কমছে। ভাইরাসকে প্রবেশপথেই আটকে দেওয়ার সুযোগ মেলার কারণে ফুসফুসে ভাইরাস প্রবেশের আশঙ্কা কমছে। কমছে ফুসফুসের ভয়াবহ রকমের ক্ষতির আশঙ্কা। এছাড়া শরীরে সামগ্রিকভাবেও করোনার বিরুদ্ধে রোগপ্রতিরোধ ক্ষমতা গড়ে উঠছে। তাই শরীরে একবার ভাইরাস প্রবেশ করলেও মারাত্মক উপসর্গ দেখা দেওয়ার আশঙ্কা কমছে।
ভারত বায়োটেকের তরফেও জানানো হয়েছে, ভ্যাকসিন ফল দিচ্ছে। বছরের শেষের দিকে ১০ কোটি ভ্যাকসিনের ডোজ বাজারে আসতে পারে। জানা যাচ্চে, ন্যাজাল ভ্যাকসিন দেওয়া হবে নাকে স্প্রে-এর মাধ্যমে। ফলে ইঞ্জেকশনের সুচ ফোটাতে লাগবে না। সম্ভবত ভ্যাকসিনের একটি মাত্র ডোজ দিলেই চলবে। বড়দের ক্ষেত্রেও উপযোগী প্রমাণিত হতে পারে ভ্যাকসিনটি।
লিখেছেন সুপ্রিয় নায়েক
 

11th     June,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ