বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
শরীর ও স্বাস্থ্য
 

তৃতীয় ঢেউ সামলাতে বাচ্চাদের
কোন হোমিওপ্যাথি ওষুধ?

কোভিড-এর সেকেন্ড ওয়েভ-এর ধাক্কা সামলানোর আগেই ফের তৃতীয় ঢেউয়ের আতঙ্ক গ্রাস করেছে। এখানেই শেষ নয়, বিশেষজ্ঞরা বলছেন, তৃতীয় ঢেউ-এ আরও বেশি সংখ্যায় আক্রান্ত হতে পারে বাচ্চারাও। এদিকে নানা দেশে ১২ থেকে ১৭ বছর বয়সিদের মধ্যে করোনা টিকার ট্রায়াল শুরু হলেও ভারতে এখনও ট্রায়াল শুরু হয়নি। ফলে করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে ছোটদের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানো ছাড়া অন্য কোনও পন্থা হাতে নেই অভিভাবকদের। সেক্ষেত্রে কার্যকরী প্রমাণিত হতে পারে ‘আর্সেনিক অ্যালবাম ৩০ ওষুধটি’। ন্যাশনাল ইনস্টিটিউট অব হোমিওপ্যাথির প্রাক্তন অধিকর্তা প্রফেসর ডাঃ গৌতম আশ জানাচ্ছেন, ছোটদের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও কোভিড-এর বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তুলতে কাজে আসবে আর্সেনিক অ্যালবাম ওষুধটি। বাচ্চাদের, আর্সেনিক অ্যালবাম ৩০ ওষুধটি তিন সপ্তাহ অন্তর পরপর তিনদিন সকালে খালিপেটে দুই ফোঁটা করে খাওয়াতে হবে। অথবা অর্ধেক কাপ জলে দুই ফোঁটা আর্সেনিক অ্যালবাম ৩০ দিয়ে পরপর তিনদিন খাইয়ে ফের তিন সপ্তাহ অপেক্ষা করুন। এভাবে চালিয়ে যান। তবে ডাঃ আশ সতর্ক করেছেন, ছোটদের মধ্যে করোনার মতো লক্ষণ দেখা দিলে কিন্তু আর নিজে থেকে ডাক্তারি করা যাবে না। বরং চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে বাচ্চাকে ওষুধ খাওয়াতে হবে। এছাড়া প্রতি মুহূর্তে বাচ্চার প্রতি সতর্ক নজর রাখাও দরকার। কোনও রকম শারীরিক উপসর্গ দেখা দিলে তা নিয়ে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে।
লিখেছেন সুপ্রিয় নায়েক

28th     May,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ