বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
শরীর ও স্বাস্থ্য
 

জনসন অ্যান্ড জনসনের তৈরি ভ্যাকসিনের একটি
ডোজ! আদপে কতটা কার্যকরী হতে পারে? 

করোনা সংক্রমণ (Covid) ঠেকাতে ভারতে শুরু হতে চলেছে জনসন অ্যান্ড জনসনের ক্লিনিক্যাল ট্রায়াল। কিন্তু কতটা কার্যকরী হবে এই টিকা? আদৌ কি করোনা সংক্রমণ আটকাতে সক্ষম হবে? এই প্রসঙ্গে পিয়ারলেস হসপিটাল অ্যান্ড বিকে রয় রিসার্চ সেন্টারের ডিপার্টমেন্ট অব ক্লিনিক্যাল রিসার্চের প্রধান ডাঃ শুভ্রজ্যোতি ভৌমিক জানালেন, নানা জার্নালে প্রকাশিত তথ্য অনুযায়ী জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিনের কার্যকারিতা ৬০ শতাংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মত অনুসারে, কোনও ভ্যাকসিন ৫০ শতাংশ কার্যকরী হলে তা কোভিডের অগ্রগতি থামানোর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। ইতিমধ্যেই জনসন অ্যান্ড জনসনের তরফে আমেরিকায় করা ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গিয়েছে, ফেজ থ্রি ট্রায়ালে ভ্যাকসিনের এফিকেসি রেট ৬৬ শতাংশ। অবশ্য এই ফলাফল ইন্টেরিম অ্যানালিসিস বা ফেজ থ্রি ট্রায়ালের মধ্যবর্তী পর্যায়ের বিশ্লেষণ। তবে এই বিশ্লেষণের ভিত্তিতেই ভ্যাকসিন তৈরির ছাড়পত্র পেয়েছে জনসন অ্যান্ড জনসন। ইতিমধ্যে সেখানে বহু মানুষ এই ভ্যাকসিন পেয়েও গিয়েছেন। তাই ভারতের মতো এত বড় দেশে দু’টি ডোজ নেওয়ার ক্ষেত্রে যেখানে জটিলতা দেখা দিচ্ছে, সেখানে, সিঙ্গল ডোজ ভ্যাকসিন কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে বড় অস্ত্র হয়ে উঠতে পারে। জনসন অ্যান্ড জনসন সংস্থার তৈরি ভ্যাকসিনের এফিকেসি ৬৬ শতাংশ ধরলে তা প্রায় কোভিশিল্ডের কার্যকারিতার কাছাকাছি। কারণ কোভিশিল্ডের দু’টি ডোজ নেওয়ার পরে কার্যকারিতা প্রায় ৭০ শতাংশ। খুব দ্রুত বহু মানুষকে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে জনসন অ্যান জনসনের ভ্যাকসিন সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠতে পারে। ভ্যাকসিনটির সিঙ্গল ডোজ অন্ততপক্ষে অকাল প্রাণহানি রোধ করতে পারবে। ইতিমধ্যে ভারতে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই- DCGI)-এর কাছে ভ্যাকসিনটির ট্রায়াল চালানোর ব্যাপারে আবেদন করা আছে। অনুমোদন পেলে সারা ভারতের ছ’টি শহরে ৬০০ থেকে ৭০০ জন স্বেচ্ছাসেবীকে নিয়ে জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিনের ৩:১ পদ্ধতিতে প্লাসিবো কন্ট্রোলড ট্রায়াল চলবে ছয় মাস ধরে। তবে ট্রায়ালের আগে দেখে নেওয়া হবে স্বেচ্ছাসেবীদের রক্তে করোনা ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি আগে থেকেই রয়েছে কি না। অ্যান্টিবডি থাকলে ভ্যাকসিন দেওয়া যাবে না। কারণ ভ্যাকসিনের কার্যকারিতা বুঝতে হলে অ্যান্টিবডিহীন স্বেচ্ছাসেবীই প্রয়োজন। কলকাতায় পিয়ারলেস হাসপাতালেও চলবে এই ট্রায়াল। দেওয়া হবে ইন্টেরিম অ্যানালিসিসের ফলাফল। সেক্ষেত্রে ভাকসিনের কার্যকারিতার প্রমাণ মিললে এদেশে জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিনের ব্যবহারের ছাড়পত্র মিলবে। ইচ্ছুক স্বেচ্ছাসেবীরা ভ্যাকসিনের ট্রায়ালে অংশগ্রহণ করতে পারেন crc@peerlesshospital.com-এ আবেদন করে।
লিখেছেন সুপ্রিয় নায়েক 

17th     May,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ