বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
হ য ব র ল
 

আছেন বুকের মধ্যে

পার্থজিৎ গঙ্গোপাধ্যায়
ছোট্ট ভীষণ এত্তটুকুন, নিতান্ত এক বালক,
হিজিবিজি হাজার জিনিস, যত্নে পাখির পালক।
ঝপাং করে ঝাঁপ দিল কে, দেয় নদীতে সাঁতার,
হয়তো আছে স্যারের পড়া, খোঁজ পড়েছে খাতার।
এসব করে অন্য ছেলে, মক্তবে কার মাস্টারি? 
চাই টাকা চাই, টাকার জন্য এটাই হল কাজ তাঁরই!
মোল্লা সাজেন, ইমাম হয়ে একটুআধটু উপার্জন,
কিশোর ছেলের কষ্ট কত, হয়তো ভাবে দু-চারজন। 
নুন ছাড়া তাঁর পান্তা ফুরোয়, তাই ভুলে এই কাজ না,
গেলেন চলে লেটোর দলে, গানের সাথে বাজনা।
ক-দিন পরই ভাল্গেনা, ডাকতে থাকে বই সব,
কৈশোরে তাঁর নেই আনন্দ, রংচঙে নয় শৈশব।
লেটোর দলের সঙ্গ ছেড়ে ভর্তি হলেন ইস্কুলে,
ও মন তোর, জানলা যত, সেগুলো তুই দিস খুলে।
লেখাপড়ায় হাজার বাধা, পড়েন মহাসঙ্কটে,
স্বপ্ন বুঝি ধূসর হল, হঠাৎ গেল রং চটে।
আবার তিনি বাজান ঢোলক, গান ধরেছেন আসরে,
মেঘ জমেছে মনের কোণে, কেউ বলে না হাসো রে!
সে সব ছেড়ে কাজ নিয়েছেন শেষে রুটির দোকানে,
হয়তো ভাবেন ঢের হয়েছে, স্বস্তি পাবেন ওখানে!
ইচ্ছে জাগে ইস্কুলে যান, বিষণ্ণ তাঁর মন যে,
ঝড়ঝাপটা পেরিয়ে শেষে গেলেন রানিগঞ্জে!
সেখানে পান শৈলজাকে, জড়িয়ে ধরেন বন্ধুকে,
ভাবতে থাকেন যুদ্ধে যাবেন, ছুঁড়বে গুলি বন্দুকের!
যুদ্ধে গিয়ে তলোয়ার নয়, নিলেন তুলে লেখনি,
দেশকে তুমি ভালোবাসতে তাঁর কাছে কি শেখোনি?
আগুন-ঝরা তাঁর কবিতা, জাগায় মনে প্রেরণা,
লালমুখোদের বলতে পারি, আর আমাদের মেরো না।
রুখে দাঁড়াই, ফুঁসে উঠি, ভয় পেয়ে যায় হুঙ্কারে,
গান-কবিতার এমনই জোর, সাহেব-মেমের ঘুম কাড়ে!
জেগে আছেন, জাগিয়ে রাখেন অগ্নিদীপ্ত পদ্যে,
নজরুলের কি চাই ঠিকানা? আছেন বুকের মধ্যে!

21st     May,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ