বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
প্রচ্ছদ নিবন্ধ
 

‘লু’
লক্ষ্মীনারায়ণ সৎপতি

তীব্র দাবদাহে হাঁসফাস করছে জীবন। খামখেয়ালি আবহাওয়ায় অস্বস্তি ক্রমে বেড়েই চলেছে। চৈত্র পেরিয়ে বৈশাখ এলেও গরম কমেনি। বরং শুকনো গরম হাওয়ার দাপট আরও বাড়তে পারে বলে মিলেছে পূর্বাভাস। এর মধ্যেই ক্রমশ বদলাচ্ছে জলবায়ু। ফল? গরম বাড়ছে। রোদের দাপটে জ্বলছে চোখ-মুখ। আগে রোদে বের হলেই ঘামে ভিজে নাজেহাল হতেন বঙ্গবাসী। এ বছরের ছবিটা কিছুটা আলাদা। কমছে জলীয় বাষ্পের পরিমাণ। ঝড়বৃষ্টির বিশেষ দেখা নেই। এর মধ্যেই ছোটনাগপুর মালভূমি অঞ্চলের তাপপ্রবাহের ফলে দাপট দেখাচ্ছে পশ্চিমি ‘লু’। এর সঙ্গে জুড়েছে এল নিনোর পূর্বাভাস। এল নিনোর ফলে প্রশান্ত মহাসাগর সংলগ্ন স্থলভাগের বিভিন্ন দেশের নানান এলাকার তাপমাত্রা বৃদ্ধি পায়। গ্লোবাল টেলি কানেকশনের ফলে সেই আঁচ এসে পড়বে ভারতেও। ভূপৃষ্ঠের উত্তাপ ধীরে ধীরে বাড়ছে। বদলে যাচ্ছে ঋতুর চরিত্র। বিশ্বজুড়ে। পরিচিত শব্দে এটাই ‘ক্লাইমেট চেঞ্জ’ । আর গোটা বিষয়টিকে ত্বরান্বিত করছে জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ন, গাছ ও জলাশয়ের সংখ্যা কমে যাওয়া, এসির ব্যবহারের মতো বিষয়গুলি। নগরায়নের থাবায় ক্রমশ কমছে বনাঞ্চল। বুজিয়ে ফেলা হচ্ছে পুকুর, জলাশয়। সেখানে চলছে বিভিন্ন ধরনের নির্মাণকাজ। বাড়ছে দূষণ। ঊর্ধ্বমুখী পারদও। একটা ছোট উদাহরণ দিলে বিষয়টি আরও স্পষ্ট হবে। কোনও জঙ্গলে যখন বৃষ্টি হয়, প্রথমে জল পড়ে গাছের পাতায়। কাণ্ড বেয়ে ধীরে ধীরে তা নামে গাছের গুঁড়িতে। নিম্নমুখী সেই জল আটকে যায় ঝরা পাতায়। তারপর ভেজে মাটি। এরপরে যখন বাষ্পীভবন হয়, তখন প্রথমেই পাতাগুলি তা আটকে দেবে। ফলে বাষ্পীভবন হবে না। পাতা পচবে। জন্ম নেবে নানান মাইক্রোবস, ছত্রাক। সব মিলিয়ে মাটির ঊর্বরতা বাড়বে। আরও গাছপালা জন্মাবে। অথচ যদি বনাঞ্চলে আগুন ধরিয়ে দেওয়া হয়—তাহলে ঝরা পাতার সঙ্গে পুড়বে বাকি গাছও। এরপর যদি বৃষ্টি নামে, জল আটকে যাওয়ার কোনও ব্যাপারই থাকবে না। পুড়ে যাওয়া বনের অবস্থাও হবে ফাঁকা জমির মতোই।
এর সঙ্গেই রয়েছে ক্রমাগত এসির ব্যবহার বৃদ্ধি। বাতানুকূল যন্ত্রের হাওয়া পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলছে। কয়েক কিউবিক কিলোমিটারে যে তাপমাত্রা ছড়িয়ে যেত, এসি ব্যবহারের ফলে তা আর হচ্ছে না। জায়গার পরিমাণ কমছে। বাড়ছে উষ্ণতা। এই অসহনীয় গরম নিয়ন্ত্রণে আনতে দূষণ কমানোর পাশাপাশি জল সংরক্ষণ, বৃক্ষরোপণই হোক আমাদের অগ্রাধিকার।
(লেখক: কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান)

30th     April,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা