সৌন্দর্য বরণে ফেমিনা ও মামাআর্থ
কথায় বলে ‘বিউটি উইথ ব্রেন’। সৌন্দর্য কেবল ত্বকে থাকে না, থাকে মস্তিষ্কতেও। ভারতীয় নারী-পুরুষের সেই আদি অকৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপকে একত্রে স্বীকৃতি দিল ফেমিনা ও রূপচর্চার ব্র্যান্ড মামাআর্থ। সম্প্রতি ‘বিউটিফুল ইন্ডিয়ান ২০২৩’ আয়োজন করেছিল এই দুই সংস্থা। মুম্বইয়ের এক হোটেলে অনুষ্ঠিত হয় এই মেগা ইভেন্ট। আসর ছিল রীতিমতো চাঁদের হাট! বলিউডের বিভিন্ন অভিনেতা-অভিনেত্রী সহ সমাজের নানা স্তরের ২৬ জন ভিন্ন পথের পথিককে বেছে নিয়ে সম্মানিত করা হল এই অনুষ্ঠানে। ‘ট্রেলবাজার অব দ্য ডিকেড’ সম্মান দেওয়া হয় বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়কে। ‘ম্যান অব দ্য ইয়ার’ হন ভিকি কৌশল, মহিলাদের মধ্যে ‘আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট’-এর জন্য নির্বাচিত হয়েছেন বিদ্যা বালান। পুরুষদের বিভাগে এই পুরস্কার দেওয়া হয়েছে রাজকুমার রাওকে। ‘হিউম্যানিটেরিয়ান অব দ্য ইয়ার’ হিসেবে নির্বাচিত হয়েছেন সোনু সুদ। সানিয়া মির্জার হাতে তুলে দেওয়া হয়েছে ‘ইন্সপিরেশন অব দ্য জেনারেশন সম্মান’। ‘স্ট্যান্ডআউট পারফর্মার অব দ্য ইয়ার’ হয়েছেন আদিত্য রায় কাপুর। মহিলাদের বিভাগে এই সম্মান প্রদান করা হয় অদিতি রাও হায়দারিকে। এছাড়াও নানা বিভাগে বলিউড অভিনেতা ও অভিনেত্রীদের সম্মানিত করা হয়। সঙ্গে সমাজের নানা ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ২৬ জন সাধারণ মানুষকে সম্মানিত করা হয়। সেখানে সাইকোলজি নিয়ে কাজ করা কলেজছাত্রী থেকে রূপান্তকামীরাও রয়েছেন। ফেমিনার প্রধান সম্পাদক অম্বিকা মাট্টু বলেন, ‘সমাজকল্যাণে অগ্রণী যাঁরা, তাঁদের বেছে নেওয়ার এই অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমরা গর্বিত।’ মামাআর্থের সহ প্রতিষ্ঠাতা ও চিফ ইনোভেশন অফিসার গজল আলাঘ জানান, ‘মানুষের অভ্যন্তরীণ সৌন্দর্যকে সম্মান জানাতেই আমাদের এই উদ্যোগ।’
টিবিজেড-এর নতুন সাজ, উদ্বোধনে সারা আলি খান
ত্রিভুবনদাস ভীমজি জাভেরি। ছোট করে বললে ‘টিবিজেড’। অলঙ্কারের দুনিয়ায় বেশ জনপ্রিয় ও গুণমানে পরিচিত এই ব্র্যান্ড। সম্প্রতি কলকাতার কাঁকুড়গাছিতে নিজেদের পুরনো স্টোরকে নতুনরূপে প্রকাশ করল টিবিজেড। সংস্থার ব্র্যান্ড আম্বাসাডর ও বলিউড অভিনেত্রী সারা আলি খান স্টোরটির উদ্বোধন করেন। ভারতের নানা প্রদেশের গয়না ও পছন্দকে একছাদের তলায় এনে পূর্বাঞ্চলের ব্যবসাকে আরও সম্প্রসারিত করাই এই ব্র্যান্ডের মূল লক্ষ্য। উত্তরাধিকার সূত্রে প্রাপ্য গয়নার গুণমান ও আভিজাত্য যেমন আলাদা হয়, তেমনই টিবিজেড-এর অলঙ্কারও এমন কিছু নকশা তাদের গয়নায় রেখেছে যা গ্রাহককে নস্টালজিক করে তুলবে। এই স্টোর উদ্বোধন করতে এসে সারা আলি খান জানান, ‘টিবিজেড-এর ক্যাচলাইন যেমন ‘দ্য অরিজিনাল’ তেমনই আধুনিক নকশার সঙ্গে খাঁটি উপাদানে সমৃদ্ধ এই ব্র্যান্ডের গয়না। এই স্টোরে লাইট জুয়েলারির সংগ্রহও খুব ভালো। এদের হালকা গয়নার প্রথম সাক্ষী হতে পেরে আমি খুব আনন্দিত। আত্মনির্ভরশীলতা এবং কারুশিল্পের চেতনার প্রতিনিধিত্ব করে এই ব্র্যান্ড। তাই আমার কাছে এটি আধুনিক নকশা ও ভারতীয় ঐতিহ্যের মেলবন্ধনকারী ব্র্যান্ড।’ টিবিজেড -এর চিফ মার্কেটিং অফিসার, অভিষেক মালো বলেন, ‘একটু আলাদা ধরনের গয়না মিলবে এখানে। পূর্বাঞ্চলের মানুষদের পছন্দ মেনেই তা নকশা করবেন আমাদের কারিগররা।’
কৃতী সম্মাননায় পাবলিক রিলেশনস সোসাইটি অব ইন্ডিয়া
পাবলিক রিলেশনস ও কর্পোরেট কমিউনিকেশন বিষয়ে স্নাতকোত্তর স্তরে কৃতী ছাত্রছাত্রীদের সম্মানিত করল পাবলিক রিলেশনস সোসাইটি অব ইন্ডিয়া, কলকাতা চ্যাপ্টার। ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়ের গুরুকুল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের মোট ১২টি বিশ্ববিদ্যালয়ের ১৮ জন শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘ক্যাশলেস বাজার’-এর প্রতিষ্ঠাতা ও সিইও পীযূষ আগরওয়াল এবং ‘দ্য ড্রিমার্স’-এর প্রতিষ্ঠাতা সুদীপ্ত চন্দ। ছাত্রছাত্রীদের সামনে তাঁরা নিজেদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানে অংশ নেওয়া ছাত্রছাত্রীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বেও অংশ নিলেন তাঁরা। কলকাতা বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, অ্যাডামাস বিশ্ববিদ্যালয়, ব্রেনওয়্যার বিশ্ববিদ্যালয়-সহ নানা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নিয়েছেন। কৃতীদের হাতে সম্মাননাপত্র তুলে দেন পাবলিক রিলেশনস সোসাইটি অব ইন্ডিয়া,কলকাতা চ্যাপ্টার-এর চেয়ারম্যান সৌম্যজিৎ মহাপাত্র ও সোসাইটির অন্য সদস্যরা।
বিনোদবিহারীর তুলির টানে শান্তিনিকেতন
প্রাচীন ইতিহাসকে ছুঁয়ে দেখার সুযোগ ছবিতে। তাও আবার ৪৪.৬ ফুটের হ্যান্ডস্ক্রোলে! তুলির টানে ১৯২০ সালের শান্তিনিকেতনের নানা দৃশ্য এই লম্বা হ্যান্ডস্ক্রোলেই ফুটিয়ে তুলেছেন শিল্পী বিনোদবিহারী মুখোপাধ্যায়। কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে গত ২০ মে থেকে শুরু হয়েছে এই প্রদর্শনী। চলবে এক মাস। আয়োজনে ইতিহাসবিদ ও শিল্প তত্ত্বাবধায়ক অধ্যাপক আর শিব কুমার। উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন শিল্পী যোগেন চৌধুরী, ইতিহাসবিদ সুগত বসু, গ্যালারি রাসার ডিরেক্টর রাকেশ সাহনি ও কেসিসি-র ডিরেক্টর রীনা দেওয়ান।
কলকাতায় লাইভ অফিস আনল ক্যানন
পূর্বাঞ্চলে নিজেদের ব্যবসার প্রসার ও জনপ্রিয়তা মজবুত করতে কলকাতায় লাইভ অফিস ইনফ্রাস্ট্রাকচার শুরু করল ক্যানন। আধুনিক প্রযুক্তির ক্যামেরা, প্রিন্টার, মাল্টি ফাংশনাল ডিভাইস, কপিয়ার ইত্যাদি এক ছাদের তলায় পাবেন এখানে। গ্রাহকের পছন্দ-অপছন্দ জানা, চাহিদা বোঝার সুযোগ থাকছে এখানে। ক্যানন ইন্ডিয়ার প্রেসিডেন্ট ও সিইও মানাবু ইয়ামাজাকি বলেন, ‘মুম্বইয়ের পর কলকাতায় এমন লাইভ অফিসের উদ্বোধন করতে পেরে আমরা আনন্দিত। আমাদের পরিষেবার খুঁটিনাটি সবটাই কলকাতার গ্রাহকদের সঙ্গে আমরা ভাগ করে নিতে চাই।’
ম্যাডাম-এর কালেকশনে ডিজনির ছোঁয়া
ডিজনি থেকে অনুপ্রাণিত হয়ে নিজেদের কালেকশন সাজাল ম্যাডাম। নিত্য পরনের পোশাকেও ফ্যাশনের ছোঁয়াচ খোঁজেন অনেকে। তাঁদের কথা মাথায় রেখে ও এই গরমে আরামের বিষয়টি ভেবেই এই নতুন কালেকশনের নকশা ও ফ্যাব্রিক বাছা হয়েছে বলে সংস্থার দাবি। ম্যাডাম-এর ডেনিম টপ, ডেনিম জ্যাকেট, জিনস, টি-শার্ট ও শার্টে মিকি মাউস, মিনি মাউস, ডোনাল্ড ডাক ও ‘দ্য লায়ন কিং’-এর চরিত্রদের এবার ঘোরাফেরা করতে দেখা যাবে। বড়দের পোশাকেও ছোটদের এমন নকশা বাছার কারণ? সংস্থার দাবি, আমাদের অন্তরের শিশুমনকে উসকে দিতেই এই প্রয়াস। দাম ঘোরাফেরা করবে ১২৯৯-৩২৯৯ টাকার মধ্যে।