বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিকিকিনি
 

 টু  ক  রো  খ ব র

নতুন সাজে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর শোরুম
• কলকাতার ক্যামাক স্ট্রিটে নিজেদের শোরুম নতুন করে সাজিয়ে তুলল মালাবার গোল্ড অ্যান্ড  ডায়মন্ডস। ২২ নম্বর ক্যামাক স্ট্রিটের এই শোরুমটি উদ্বোধন করেন বিশিষ্ট জাদুকর পি সি সরকার ও জয়শ্রী সরকার। উপস্থিত ছিলেন সংস্থার আঞ্চলিক প্রধান তহসিল আহমেদ, সহযোগী মার্কেটিং ম্যানেজার পিনাকী চক্রবর্তী সহ আরও অনেকে। ন্যায্য দামে সোনা কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে নিজেদের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে চাইছে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। এখানে মেকিং চার্জ শুরু হচ্ছে ৪.৯ শতাংশ থেকে। বিয়ের সাবেক গয়না থেকে নিত্যব্যবহারের সোনার গয়না, হীরে, প্ল্যাটিনাম ও রুপোর গয়না ছাড়াও এথনিক নকশার হ্যান্ডক্রাফটেড জুয়েলারি, গ্রহরত্ন, লাইফস্টাইল জুয়েলারি পাবেন এখানে। সংস্থার চেয়ারম্যান এমপি আহমেদ জানান, ‘গ্রাহকদের বিশ্বমানের কেনাকাটার অভিজ্ঞতা দেওয়াই আমাদের লক্ষ্য। ১০০ শতাংশ বিআইএস হলমার্ক শংসায়িত গয়না এখানে পাবেন। পুরনো সোনা বদলের সময় সোনার দাম ১০০ শতাংশই পাবেন গ্রাহক।’ আগামিকাল, ৩০ এপ্রিল পর্যন্ত এখানে ৩০ হাজার টাকা বা তার অধিক মূল্যের সোনার গয়না কেনাকাটা করলে ১০০ মিলিগ্রাম ওজনের সোনার কয়েন অথবা সেই দিনের সোনার কয়েনটির দাম অনুপাতে সমমূল্যের উপহার পাবেন। হীরে, গ্রহরত্ন, পোলকির ক্ষেত্রে ২৫০ মিলিগ্রাম ওজনের স্বর্ণমুদ্রার সমমূল্যের উপহার পাবেন। নতুন সাজে সেজে ওঠাকে স্মরণীয় করে রাখতে ১৬০ জন মেধাবী ছাত্রীকে ১৩ লক্ষ ৪৬ হাজার টাকা বৃত্তি প্রদান করছে এই সংস্থা।
জোড়াসাঁকোয় লোকশিল্প ও কারুকৃতি মেলা  
• পশ্চিমবঙ্গ রাজ্য নৃত্য নাটক সঙ্গীত ও দৃশ্যকলা আকাদেমির উদ্যোগে শুরু হতে চলেছে ‘লোকশিল্প ও কারুকৃতি মেলা ২০২৩।’  আগামী ৭ মে থেকে শুরু হয়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি প্রাঙ্গনে এই মেলা চলবে ৯ মে পর্যন্ত। প্রতি বছরই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে এই মেলার আয়োজন করে রাজ্যের এই আকাদেমি। বাংলার লোকশিল্পের প্রতি এই প্রজন্মের আগ্রহের বিকাশ এবং বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির প্রসার মেলার মূল লক্ষ্য। মেলায় 
মোট ২৫টি স্টল জুড়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বৈচিত্র্যপূর্ণ ও ঐতিহ্যবাহী শিল্পসামগ্রী পাবেন। এই মেলার মাধ্যমে বিভিন্ন জেলার  লোকশিল্পী নিজেদের স্বনির্ভর করার সুযোগও পান। রোজ সকল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই মেলা।
আলোর হাব তৈরি করল সিগনিফাই 
• কলকাতার নিউ টাউনে অ্যাক্সিস মল-এ ৬৫০ বর্গফুট এলাকা জুড়ে নতুন ফিলিপস  স্মার্ট লাইট হাব তৈরি করল সিগনিফাই। বাড়ির অন্দরসাজে ব্যবহৃত নানারকমের আলো একই ছাদের তলায় পাবেন এখানে। ডাইনিং রুম, শোওয়ার ঘর, বাথরুম, ড্রইং রুম সহ নানা ঘরের নিজস্ব সেটিং ও নকশা বুঝে প্রায় ৩৫০ রকমের আলো মিলবে এখানে। মোট ১১টি শোরুম নিয়ে তৈরি এই আলোর হাবের উদ্বোধন করেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ও সিগনিফাইয়ের সাউথ এশিয়ার সিইও সুমিত পদ্মাকর জোশী। এই প্রসঙ্গে সুমিত বলেন, ‘এই নতুন আলোর হাবে আধুনিক ও নান্দনিকতার মিশেলে বিভিন্ন আলো মিলবে। ঘরের অন্দরসজ্জায় এগুলো আলাদা মাত্রা আনবে।’ স্বস্তিকা জানান, ‘আলোর জগতে ফিলিপস অত্যন্ত নামী ও জনপ্রিয় ব্র্যান্ড। সুন্দর নকশা ও স্মার্ট লাইটিংয়ের এই সম্ভার গ্রাহকদের ভালো লাগবে বলেই আশা।’
বয়স্ক নাগরিকদের আধুনিক আবাস ‘জাগৃতি ধাম’ 
• প্রবীণদের কথা ভেবে লিভিং সেন্টার হিসেবে আত্মপ্রকাশ করল ‘জাগৃতি ধাম’। পূর্ব ভারতে এটিই প্রথম গ্রিন সার্টিফয়েড সেন্টার। প্রবীণ আবাসিকদের যত্নে রেখে তাঁদের নিত্যপ্রয়োজনীয় সবরকমের সুযোগ-সুবিধা দেওয়ার উদ্দেশ্যেই গড়ে উঠেছে এটি। এখানকার প্রবীণ আবাসিকরা পাবেন যোগাসন করার জন্য আলাদা ঘর, স্পা, স্যালোঁ, গ্রন্থাগার ও জৈবভাবে তৈরি সব্জির বাগান। খোলামেলা পরিবেশে সবরকম আধুনিক ব্যবস্থা দিয়ে গড়ে উঠেছে এই আবাসন। আবাসের ৭২টি ঘরেই রয়েছে আপৎকালীন বোতাম। যাতে চাপ দিলে সঙ্গে সঙ্গে হাজির হবেন আবাসিকদের পরিচর্যার দায়িত্বে থাকা কর্মীরা। বয়স্কদের সাধারণ অসুখবিসুখের জন্য চিকিৎসক তো আছেনই, সঙ্গে থাকছে ডিমেনশিয়া ও পারকিনসন’স রোগে আক্রান্তদের জন্য বিশেষ যত্ন ও চিকিৎসার সুযোগ। ইতিমধ্যেই ‘অ্যাসিস্টেড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট লিভিং’-এ দুর্দান্ত কৃতিত্বের জন্য বিভিন্ন স্বীকৃতি লাভ করেছে জাগৃতি ধাম।
গরমের সঙ্গে আড়ি, এল ভোল্টাসের নয়া কুলার
• ঘর ঠান্ডা রাখার কুলার বাজারজাত করল টাটা ভোল্টাস। শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র প্রস্তুতিতে ভোল্টাস খুবই পরিচিত ও জনপ্রিয় ব্র্যান্ড। বিশেষ প্রযুক্তির মাধ্যমে ঘরের আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে পারবে এই কুলার। ঘরকে শীতল রাখতে এই যন্ত্রের চারদিকেই হানিকোম্ব প্যাডিং রয়েছে। কুলারের জন্য অনেক সময় ঘরে মশা বাড়ে। ভোল্টাসের এই কুলারে সেই অসুবিধা দূর করতে থাকছে মশা নিরোধক ব্যবস্থা। কম বিদ্যুৎ খরচ, ওয়াইফাই কন্ট্রোলার সবকিছু মিলিয়ে এই নতুন কুলার গ্রাহকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে বলেই সংস্থার আশা। ডেজার্ট এয়ার কুলার, টাওয়ার কুলার, পার্সোনাল কুলার, উইন্ডো কুলার ও রুম এয়ার কুলার— এমন নানা ভ্যারিয়েন্টে ভোল্টাসের কুলার পাবেন। এই প্রসঙ্গে ভোল্টাস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও প্রদীপ বক্সী জানান, ‘গরমের সঙ্গে লড়তে অনেক পরিবারই আজকাল কুলারের উপর ভরসা করেন। গ্রাহকদের কথা ভেবেই স্বাস্থ্যকর ও প্রযুক্তিগতভাবে উন্নত কুলার বাজারজাত করেছি আমরা। এতে বিদ্যুতের খরচও অনেক কম হবে। আশা করি, এই কুলার গ্রাহকদের কাছে বিশেষ সমাদর পাবে।’

29th     April,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ