বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিকিকিনি
 

 টুকরো খবর

গোদরেজ ইন্টেরিও-র 
নয়া স্টোর চুঁচুড়ায়

• চুঁচুড়ায় গোদরেজ ইন্টেরিও-র নতুন স্টোর উদ্বোধন করলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। পূর্ব ভারতে গোদরেজ ইন্টেরিও-র জনপ্রিয়তা ও ব্যবসার প্রসারে হুগলির সদর শহর চুঁচুড়াকে বেছে নিয়েছে এই সংস্থা। উপস্থিত ছিলেন গোদরেজ ইন্টেরিও-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দেব সরকার ও গোদরেজ ইন্টেরিওর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড বিজনেস হেড স্বপ্নিল নাগরকর। হোম স্টাইল ও অফিস ফার্নিচার দু’ক্ষেত্রেই গোদরেজের উপস্থিতি আসবাবের বাজারে বেশ জোরালো। চুঁচুড়ায় স্টোর উদ্বোধন প্রসঙ্গে স্বস্তিকা বলেন, ‘ফার্নিশিং আসলে মানুষের ব্যক্তিত্ব প্রকাশ করে, তাই  ঘর সাজানো আমার কাছে খুব ব্যক্তিগত কাজ। গোদরেজ ইন্টেরিও-র বিস্তৃত সম্ভার আশা করি সকলের মন ছুঁয়ে যাবে।’ স্বপ্নিল বলেন, ‘এই স্টোর খোলার মধ্যে দিয়ে গোদরেজ ইন্টেরিও পূর্ব ভারতে তাদের উপস্থিতি আরও বিস্তৃত করল। ২০২৪ আর্থিক বছর শেষ হওয়ার আগেই এই রাজ্যে আরও ২০টা আউটলেট খোলার পরিকল্পনা আছে।’
স্যামসাং আনল নয়া এ সিরিজ
• দক্ষিণ কোরিয়ান মোবাইল সংস্থা স্যামসাং ভারতে দু’টি স্মার্টফোন একইসঙ্গে বাজারজাত করল। এই দুই ফোনই স্যামসাংয়ের ‘এ’ সিরিজের আওতাভুক্ত। ৫জি সাপোর্ট ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট ডিসপ্লে নিয়ে প্রকাশ্যে এসেছে গ্যালাক্সি এ৫৪ ও গ্যালাক্সি এ৩৪। দুই ফোনই ৫০০০এমএএইচ বাটারি ও ২৫ ওয়াট চার্জিং ক্ষমতাযুক্ত। এ৩৪ ৫জি সেটটি গ্রাফাইট, লাইম ও সিলভার এই তিন রঙে মিলবে। এর ডিসপ্লে ৬.৬ ইঞ্চি। এর প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল, সেকেন্ডারি ক্যামেরা ৮ মেগাপিক্সেল এবং তৃতীয় লেন্স ৫ মেগাপিক্সেল ম্যাক্রো। ৮জিবি ও ১২৮জিবি স্টোরেজ এবং ৮জিবি ও ২৫৬জিবি স্টোরেজ এই দুই মডেলে ফোনটি পাওয়া যাবে। দাম পড়বে যথাক্রমে ৩০,৯৯৯ টাকা ও ৩২,৯৯৯ টাকা। স্যামসাং এ৫৪ ফোনটিও বেগুনি ও গ্রাফাইট দুই রঙে পাবেন। এর ডিসপ্লে ৬.৪ ইঞ্চি। এতে পাবেন ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল এবং একটি ৫ মেগাপিক্সেল মাইক্রো ক্যামেরা সেন্সর। এ৩৪ ৫জি-র মতোই স্টোরেজ পাবেন এতে। দাম পড়বে ৩৮,৯৯৯ টাকা ও ৪০,৯৯৯ টাকা। দু’টি মডেলই ওয়াটারপ্রুফ।
অক্ষয় তৃতীয়ায় ডি বিয়ার্স-এর নতুন কালেকশন
• অক্ষয় তৃতীয়া উপলক্ষে ডি বিয়ার্স আনল ফরএভারমার্ক আইকন কালেকশন। দক্ষিণ আফ্রিকার তারকাখচিত আকাশ ও একটি হীরকখণ্ডের আকার কল্পনা করে এই কালেকশনের প্রায় সব গয়নার নকশা করা হয়েছে। ক্রাফটেড নকশা, সেটিংসে সেজেছে কানের দুল, চিক, চুড়ি, ব্যাঙ্গেল, আংটি ও পেনডেন্ট। ১৮ ক্যারেটের হলুদ, সাদা ও রোজ গোল্ড রঙে মিলবে গয়নাগুলি। ডি বিয়ার্স ফরএভারমার্ক-এর তরফ থেকে ভাইস প্রেসিডেন্ট অমিত প্রতিহারী জানান, ‘অক্ষয় তৃতীয়া আসলে গয়না কেনা ও পরার জন্য সুসময়। এই সময় এই নতুন নকশার গয়নাগুলো আমাদের গ্রাহকদের ভালো লাগবে বলেই আমাদের আশা।’
‘বৌঠান’ আয়োজিত প্রদর্শনীতে ঘরের অন্দরসাজ
• মেট্রোপলিস মল-এ অনুষ্ঠিত হল ‘বৌঠান’ আয়োজিত ‘বিকিকিনি’-র প্রদর্শনী। মোট ১৬টি স্টল এই প্রদর্শনীতে অংশ নেয়। ঘর সাজানোর নানা সরঞ্জাম , ভেষজ মশলা, ডোকরার গয়না, ইন্ডোর প্ল্যান্ট ইত্যাদির সম্ভারে সেজে উঠেছিল এই প্রদর্শনী। বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন ‘বাঘাযতীন আলাপ’ নাট্যসংস্থার রূপা দেব এবং সারেগামাপা খ্যাত শান্তনু ঘোষ। খাওয়াদাওয়ার আয়োজনও ছিল নজরকাড়া। নবদ্বীপের দই, পুরীর খাজা, মাটির ভাঁড়ে অভিনব পিৎজা কী নেই তালিকায়! কেনাকাটা ও পেটপুজোর টানে বহু দর্শক এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন।

22nd     April,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ