বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিকিকিনি
 

সানরাইজ-এর 
শাহী দরবার

রাজার মুখে কোনও খাবারই রোচে না। ঠাকুর-চাকররা যা-ই রান্না করেন তাতেই তিনি স্বাদ পান না। অবশেষে এগিয়ে এলেন ছোট রানি। সানরাইজ শাহী গরমমশলা দিয়ে রান্না করতেই রান্নায় চিরচেনা মায়ের হাতের স্বাদ খুঁজে পেলেন রাজামশাই। সানরাইজ শাহী গরমমশলার এই বিজ্ঞাপন এখন ঘরে ঘরে। সম্প্রতি সেই বিজ্ঞাপনের রেশ ধরে শাহী মশলার তরফ থেকে একটি রাজকীয় ‘শাহী দরবার’-এর আয়োজন করেছিল সানরাইজ। উপস্থিত ছিলেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও অভিনেত্রী অপরাজিতা আঢ্য। আইটিসি সোনার বাংলায় বসেছিল এই রাজদরবার। সেখানে রাজা (খরাজ) ও রানি (অপরাজিতা)-র সামনে গোটা বাংলা থেকে বিভিন্ন জন তাঁদের প্রতিভার স্বাক্ষর রাখেন। এর আগে, ঘোষণা অনুযায়ী সানরাইজকে ট্যাগ করে নিজেদের প্রতিভার ভিডিও তাঁরা আপলোড করেন সানরাইজের সোশ্যাল মিডিয়া পেজে। সেখান থেকেই নির্বাচিত কয়েকজন হাজির ছিলেন সানরাইজ-এর এই শাহী দরবারে। খরাজ ও অপরাজিতার সামনেই তাঁরা নাচ-গান ও আবৃত্তি পরিবেশন করার সুযোগ পান। সানরাইজ তাঁদের হাতে তুলে দেয় বিশেষ উপহার। অনুষ্ঠানের সূচনা হয় খরাজ ও অপরাজিতার গানের মাধ্যমে। শুধু মশলা উৎপাদনই নয়, নারীদের স্বাধীনতা ও আত্মরক্ষার পাঠেও সানরাইজ নানা উদ্যোগ নিয়েছে। এর আগে ‘সানরাইজ অন্নপূর্ণা’-য় বিজয়ীদের হাতে এক লক্ষ টাকার চেক এবং তাঁরা যাতে রেস্তরাঁ বা ক্লাউড কিচেন খুলতে পারেন তার জন্য বিশেষ সহযোগিতা করেছিল সানরাইজ। রান্নাঘরের নানা উপাদান— হাতা, খুন্তি, বেলনচাকি, সাঁড়াশি, রান্নার ছুরি ও বঁটি দিয়ে মেয়েদের আত্মরক্ষার পাঠও শেখাচ্ছে সানরাইজ। এই নিয়ে ভবিষ্যতে নানা কর্মশালার আয়োজন করতে চায় তারা।

22nd     April,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ