বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিকিকিনি
 

 টুকরো  খবর

নতুন অফারে 
পি সি চন্দ্র জুয়েলার্স
• পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়ায় বিশেষ অফার নিয়ে এসেছে পি সি চন্দ্র জুয়েলার্স। অলঙ্কারের জগতে এই সংস্থা অত্যন্ত জনপ্রিয় ও ঐতিহ্যশালী। নববর্ষ ও অক্ষয় তৃতীয়ার এই অফারে সব ধরনের গয়নার মেকিং চার্জে ১৫ শতাংশ ছাড় পাবেন। ২২ ও ১৪ ক্যারেট সোনার গয়নার ক্ষেত্রে প্রতি গ্রামে ১২৫ টাকা ছাড় মিলবে। হীরে ও যে কোনও গ্রহরত্নে ১০ শতাংশ ছাড় পাবেন। এই অফার চলবে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত।  
সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এ বৈশাখী অফার
• অক্ষয় তৃতীয়া উপলক্ষে ‘ব্যাঙ্গেল উৎসব’-এর আয়োজন করেছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। এই সময় গ্রাহকদের জন্য হীরে ও সোনার গয়নায় নানা এক্সক্লুসিভ অফার দিচ্ছে এই প্রতিষ্ঠান। প্রায় তিন হাজারেরও বেশি গয়নার সম্ভার থেকে, হীরে, সোনা ও প্ল্যাটিনামের নানা হ্যান্ডিক্রাফট গয়না বেছে নিতে পারবেন গ্রাহকরা। এই অফারে হীরের গয়নার মজুরির উপর ৫০ শতাংশ পর্যন্ত ছাড় ও হীরের দামে ১২ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া সোনার গয়নার মজুরির উপর ১৫ শতাংশ+৫০ শতাংশ ছাড় পাবেন। প্রতি গ্রাম সোনার দামেও ১২৫ টাকা ছাড় থাকছে। অফার চলবে ২৪ এপ্রিল পর্যন্ত।
বছর পয়লার অফারে অঞ্জলি জুয়েলার্স
• পয়লা বৈশাখ উপলক্ষে অঞ্জলি জুয়েলার্সও এনেছে মনকাড়া অফার। গয়নার জগতে এই প্রতিষ্ঠান বেশ পুরনো ও স্বনামধন্য। আজ, শনিবার পয়লা বৈশাখ সারাদিনই এই অফার চলবে। আজ এখানে কেনাকাটা করলে গয়নার মজুরিতে পাবেন ৫০ শতাংশ ছাড়, গ্রহরত্নের উপর পাবেন ১০ শতাংশ ছাড় (হীরের ক্ষেত্রে প্রযোজ্য নয়)। পুরনো গয়না বদলে হলমার্কযুক্ত নতুন সোনার গয়নাও আজ কিনতে পারবেন এখানে। 
এইচ কে দত্ত অ্যান্ড কোং-এর পয়লা অফার
• পয়লা বৈশাখের পসরা সাজিয়েছে এইচ কে দত্ত অ্যান্ড কোং জুয়েলার্স। সাবেক অলঙ্কার প্রতিষ্ঠানদের মধ্যে এরা অন্যতম জনপ্রিয়। বছর পয়লায় এই প্রতিষ্ঠানেও রয়েছে নানা অফার। সোনার গয়নার মজুরিতে ২৫ শতাংশ ছাড়, হীরে ও গ্রহরত্নে ৮ শতাংশ ছাড় ও হ্যান্ডক্রাফটেড রুপোর গয়নায় (শ্রীব্রো) ৮ শতাংশ ছাড় মিলবে এখানে। এছাড়া প্রতি কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। নববর্ষে পাবেন প্রচুর নতুন স্টক ও পুরনো গয়না বদলে নতুন গয়না কেনার সুযোগও থাকবে। বউবাজার, গড়িয়া ও বেহালার সব স্টলেই এই অফার প্রযোজ্য। ওয়েবসাইটেও থাকবে অফার। চলবে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত।
আর চৌধুরী অ্যান্ড সন্স বহুবাজার-এ বর্ষবরণ
•  সোনার গয়নার জগতে আর চৌধুরী অ্যান্ড সন্স বহুবাজারও বেশ নামী এক প্রতিষ্ঠান। বাংলা নতুন বছরে তারা আনল ‘ডিসকাউন্ট ধামাকা’। এখানে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত পাবেন নানা অফার। ৯১৬ হলমার্কের গয়নায় ফ্ল্যাট ২৫ পর্যন্ত ছাড়, প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার গয়নায় পাবেন ১২৫ টাকা পর্যন্ত ছাড়।  হীরের গয়নার ক্ষেত্রে হীরের দামে মিলবে ১২ শতাংশ ছাড়। সেরা দামে পুরনো গয়না বদলে নতুন গয়না কেনার সুযোগও থাকছে। অক্ষয় তৃতীয়া পর্যন্ত প্রতি রবিবার দোকান খোলা পাবেন। 
কল্যাণ জুয়েলার্স-এ গোল্ড বোর্ড রেট
•  বাংলা নতুন বছরকে বরণ করতে এগিয়ে এল কল্যাণ জুয়েলার্স। সোনা ও হীরের গয়নার এক বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে এই প্রতিষ্ঠান। নতুন বছরে নানারকম অফার পাবেন এখানে। সব গয়নার মজুরিতেই ২৫ শতাংশ ছাড় মিলবে। গয়নার মেকিং চার্জ এখানে শুরু হচ্ছে ৫ শতাংশ থেকে। এই টানাটানির বাজারে মধ্যবিত্তের হাতের নাগালে সোনা আনতে কল্যাণ জুয়েলার্স শুরু করেছে ‘কল্যাণ স্পেশাল গোল্ড বোর্ড রেট’। সংস্থার দাবি, বাজারে সবচেয়ে কম দামে ও কোম্পানি শোরুমের মূল্যে সোনা কেনার সুযোগ দেয় তারা। কল্যাণ জুয়েলার্সের সব অফার চলবে ৩১ মে পর্যন্ত। 
দত্ত গিনি প্যালেস-এ অফারের কেনাকাটা
• দত্ত গিনি প্যালেস এনেছে বছর পয়লায় গ্রাহকদের মনের মতো গয়নার নানা সম্ভার। যে কোনও সোনার গয়নার মেকিং চার্জে ২০ শতাংশ ছাড় পাবেন এখানে। হীরের গয়নার বেলায় ১০ শতাংশ ছাড় মিলবে হীরের দামে। এছাড়াও প্রতি কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। গ্রাহকদের পছন্দ ও রুচি মেনে সাবেক ও হালফ্যাশনের সব ধরনের গয়নাতেই সেজে উঠেছে এই প্রতিষ্ঠান। অফার চলবে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত। 
সেরিনিটি-র প্রদর্শনীতে মাছের নকশা
• বৈশাখী সম্ভারের পসরায় সেজে উঠেছিল সেরিনিটি। ৬-৮ এপ্রিল মাড কাফে-তে অনুষ্ঠিত হল এই প্রদর্শনী। উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী মধুবনী চট্টোপাধ্যায়, ডা. অনন্যা ভৌমিক প্রমুখ। ১৫০০-২০০০ টাকার মধ্যে সুতির ব্লক প্রিন্টেড শাড়ি, কটনে কাঁথার কাজ, মিক্স অ্যান্ড ম্যাচ, কোটায় হ্যান্ড অ্যাপ্লিক, সিল্ক, তসর ও পুরুষদের কাঁথাকাজের ধুতি-পাঞ্জাবি, বাটিক ধুতি, প্রিন্টেড ধুতি, সুতির নানা পাঞ্জাবি নিয়ে সেজেছিল এই প্রদর্শনী। এবছরের নকশা-ভাবনায় ছিল মাছ মোটিফ। তাই বেশিরভাগ শাড়ি ও পাঞ্জাবিতে এই মোটিফের ব্যবহার ছিল চোখে পড়ার মতো।
শহরে গগন ঠাকুরের ছবির প্রদর্শনী 
• গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকায় কিউবিজমের প্রভাব ছিল অনেকাংশে। তাঁর সেসব কিউবিস্ট ছবি নিয়েই প্রভাস কেজরিওয়াল আয়োজন করেছেন এক প্রদর্শনীর। গগনেন্দ্রনাথ ঠাকুরের ভাইয়ের সংগ্রহে থাকা নানা ছবি এখানে ঠাঁই পেয়েছে। প্রদর্শনীটি শুরু হয়েছে ৫ এপ্রিল থেকে। সমাপ্তি ২৫ এপ্রিল। ৫৫, গড়িয়াহাট রোডে চিত্রকূট আর্ট গ্যালারিতে প্রতিদিন বেলা ৩টে থেকে রাত ৮টা অবধি। 

15th     April,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ