বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিকিকিনি
 

দারিংবাড়ির উদাসী পথে

দারিংবাড়িকে নাকি ‘ওড়িশার কাশ্মীর’ বলা হয়। পাথুরে প্রকৃতির মাঝে কয়েকদিনের ছুটিতে নিজেকে উজার করে দিন। বর্ণনায় অরিন্দম ঘোষ।

দারিংবাড়ি ওড়িশার কন্ধমাল জেলায় অবস্থিত এক শৈল শহর। ডারিং সাহেবের নামানুসারেই এই স্থানের নামকরণ করা হয়েছে। প্রকৃতির অকৃত্রিম ঔদার্য সমগ্র অঞ্চলেই প্রতিভাত। পাহাড়, বন আর ঝরনা মিলেমিশে একাকার এখানে।
ঘুরতে গিয়ে শুরু হল আমাদের স্থানীয় সাইট সিইং। পাহাড়, জঙ্গল আর সর্পিল পাহাড়ি পথ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম পাঙ্গালি ভ্যালিতে। আর এখান থেকে ড্যাশিংবাড়ি ওয়াটার ফলস। ১৭৭টা খাড়াই সিঁড়ি বেয়ে নীচে নামার পর মনে হল পরিশ্রম সার্থক। সুউচ্চ পাহাড়ের উপর থেকে দুর্বার গতিতে নেমে আসছে নির্ঝরিণী কন্যার উন্মুক্ত উচ্ছ্বাস। মিষ্টি রোদ আর দুষ্টু ছায়ার লুকোচুরি খেলা। সবুজের ইজেলে এই পাহাড়ি ঝরনা যেন একফালি বাদামি কোলাজ।
এবার আমরা এসে পৌঁছলাম পাইন বনে। সুউচ্চ বৃক্ষরাজি  আকাশের চূড়া স্পর্শ করতে উদগ্রীব হয়ে উঠেছে। দৈত্যাকার বৃক্ষরাজির নীচে নিজেকে মনে হল লিলিপুট। পাইন বনে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে ঘর সাজানোর প্রাকৃতিক উপকরণ— নানা আকৃতির  পাইনফুল। পাইন বনের শেষে পাহাড়ি ডুলুরি নদী প্রাকৃতিক ক্যানভাসে অন্য মাত্রা যোগ করেছে। অদূরে ভূমি সংরক্ষণ বিভাগ কর্তৃক সংরক্ষিত কফি ও গোলমরিচের  দিগন্তবিস্তৃত  বাগিচা। অত্যুৎসাহীরা এখান থেকে কফির বীজ আর শুকনো গোলমরিচ সংগ্রহ করতে পারেন।
এরপর যাওয়া ডাডুবাড়া লাভার্স পয়েন্টে। মেঠো পথের চারপাশে হলুদ খেত, মহুয়া গাছ আর চীনেবাদাম গাছের জঙ্গল, যেন  প্রকৃতির রুক্ষ ক্যানভাসে আঁকা মায়াময় চিত্র। এবরো-খেবড়ো পাথরের বুক চিরে বয়ে চলা বল্গাহীন জলধারার মাঝে একফালি সবুজ— প্রেমিক-প্রেমিকাদের  পক্ষে আদর্শ স্থান কি না জানি না! তবে সাইবার প্রেমের দুনিয়াকে অনেক দূরে সরিয়ে রেখে অরণ্য আর নদীর সঙ্গে নিশ্চিন্তে প্রেম করে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে মন্দ লাগে না এখানে। কিছু দূরে মধুবন এমু জু। ইচ্ছে হলে এখানে চেখে দেখতে পারেন এমুর ডিমের ওমলেট।
হোটেলে ফিরে খাওয়াদাওয়ার পর ক্ষণিক বিশ্রাম। তারপর শুরু হল আমাদের দ্বিতীয় পর্বের ভ্রমণ। বালিগুড়া বনবিভাগের অন্তর্গত নেচার পার্ক। পাহাড়ি নানা প্রজাতির দুষ্প্রাপ্য গাছগাছালি ছাড়াও কন্ধমাল প্রজাতির আদিবাসী প্রতিমূর্তি আর কুটির বানিয়ে তাদের জীবনযাত্রাকে অনবদ্যভাবে তুলে ধরা হয়েছে। এর ঠিক বিপরীতে হিল ভিউ পার্ক। পার্কের অন্যতম আকর্ষণ ওয়াচ টাওয়ার। এখানে উঠে পার্বত্য প্রকৃতির অনাবিল ও অপার সৌন্দর্য হৃদয়ের ফ্রেমে চিরকাল বাঁধিয়ে রাখার মতো। আমাদের অন্তিম গন্তব্য দারিংবাড়ি সানসেট পয়েন্ট। এই স্থানটি সুইসাইড পয়েন্ট বা সাইলেন্ট ভ্যালি নামেও অভিহিত। অজস্র পাহাড়ের সারি পরস্পর যেন চুম্বনরত। নীচের পাহাড়ি উপত্যকায় কতিপয় জনপদ। আর আদিগন্ত বিস্তৃত  পর্বতশ্রেণির মাঝেই সূর্যদেবের হঠাৎ আত্মগোপন  মোটামুটিভাবে বারো ঘণ্টার জন্য। এই ঘটনার সাক্ষী হওয়া কি মুখের কথা! তাহলে আর দেরি কেন? ব্যাগ প্যাক করে বেরিয়ে পড়ুন ‘কাশ্মীর অব ওড়িশা’- র উদ্দেশে।
কীভাবে যাবেন: হাওড়া স্টেশন থেকে মেল বা এক্সপ্রেস ট্রেনে ব্রহ্মপুর। সেখান থেকে গাড়িভাড়া করে সোজা দারিংবাড়ি।
কোথায় থাকবেন: দারিংবাড়িতে থাকার জন্য হোটেল বা রিসর্ট খুব সীমিত। তাই ঝুঁকি না নিয়ে আগে থেকে বুকিং করে যাওয়াই ভালো।
 

4th     March,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ