বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিকিকিনি
 

 টু  ক  রো  খ ব র

লতা মঙ্গেশকরের জীবন নিয়ে ‘চিত্রলতিকা’ 
• লতা মঙ্গেশকরের ব্যক্তিগত যাপন ও তাঁর কর্মজীবন উদ্‌যাপিত হল তুলির টানে। প্রখ্যাত সঙ্গীতশিল্পীর অন্যতম প্রিয় শহর কলকাতার বুকে সম্প্রতি অনুষ্ঠিত হল রামকৃপাল নামদেওয়ের একক চিত্র প্রদর্শনী। গত ২২-২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আইসিসিআর-এর যামিনী রায় আর্ট গ্যালারিতে চলে ‘চিত্রলতিকা’ শীর্ষক এই প্রদর্শনী। লিমকা বুক অব রেকর্ডস স্বীকৃত শিল্পী রামকৃপাল লতার জীবনের নানা মুহূর্ত ধরে রেখেছেন তাঁর ক্যানভাসে। লতার প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য হিসেবেই এর আয়োজন। শিল্পী রামকৃপাল বলেন, ‘লতাজি হয়তো আমাদের ছেড়ে চলে গেছেন কিন্তু তাঁর হৃদয়গ্রাহী কণ্ঠস্বর সবসময় আমাদের মনে থেকে যাবে। সারাজীবন লতাজির ছবি আঁকতে চাই।’

পয়লা সেল বেনারসি টেক্সটোরিয়াম-এ
• পয়লা বৈশাখের সূচনা হয় বাঙালির চৈত্র সেলের হাত ধরে। তাই বছর পয়লার কেনাকাটায় নানা বস্ত্রবিপণি বিপুল ছাড়ের আয়োজন করে। শ্যামবাজারের বেনারসি টেক্সটোরিয়ামও এর ব্যত্যয় নয়। এবছর এখানেও শুরু হয়েছে ছাড়ের কেনাকাটা। বিভিন্ন দেশীয় ও প্রাদেশিক শাড়িতে পাবেন বেশ ভালো অঙ্কের ছাড়। সেলের বাজারে পিওর সিল্ক, বেঙ্গালুরু সিল্কের দাম শুরু হয়েছে মাত্র ৯৫০ টাকা থেকে। কোষা সিল্ক পাবেন ৬৮০-১২০০ টাকায়। সাউথ কটন মিলবে ৫৫০-৭৮০ টাকার মধ্যে। সাউথ সিল্ক চাইলে পাবেন ১২৫০-১৬৫০ টাকায়। ৬৮০০ টাকার খাঁটি তসর পাবেন মাত্র ৩৫০০ টাকায়। খাঁটি কাঞ্জিভরমের দাম শুরু মাত্র ২২৫০ টাকা থেকে। কাতান রাজকোট সিল্কও পাবেন ৩৮০০-৪৫০০ টাকা বাজেট হলে। ভাগলপুরী সিল্ক চাইলে তাও পাবেন ৭৫০ টাকা বাজেট ধরলেই। পৈঠানি সিল্ক মিলবে ৩৫০০-৫৮০০ টাকায়। কোরা সিল্ক ও টিস্যু সিল্কের দাম ঘোরাফেরা করবে ১২০০-৩৫০০ টাকার মধ্যে। সিল্ক ছাড়াও এখানে পাবেন হ্যান্ডলুম শাড়ির সম্ভার। দাম শুরু মাত্র ৩৫০ টাকা থেকে। একটু ভালো মানের হ্যান্ডলুম খুঁজলে দাম পড়বে ১৮০০ টাকা। বাংলাদেশি ঢাকাই পাবেন ৫৫০-৩৮০০ টাকার মধ্যে। আজরাখ প্রিন্ট পাবেন ১০৫০-৪৫০০টাকার মধ্যে। মঙ্গলগিরি সিল্ক মিলবে ১৮০০-২৮০০ টাকা বাজেট রাখলে। টিস্যু পৈঠানি পাবেন ১২০০০ টাকা থেকে। বিহুপারি সিল্কও মিলবে পয়লার সেলে। দাম পড়বে ২৫০০-৪৫০০ টাকা। সেল উপলক্ষে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত প্রতি রবিবার শোরুম খোলা থাকছে।

দরিদ্র শিশুদের অস্ত্রোপচারে গাড়ি দৌড়
• ‘হৃদয়া’-র হাত ধরে দরিদ্র শিশুরা পায় অসুস্থ হৃদযন্ত্রে অস্ত্রোপচারের সুযোগ। যে সমস্ত দরিদ্র শিশু হার্টের সমস্যায় ভুগছে, তাদের পাশে দাঁড়াতেই এই প্রকল্প। সৌজন্যে ‘রোটারি ক্লাব অব ওল্ড সিটি’। সহযোগিতায় খুকুমণি সিন্দুর ও আলতা। এর পাশাপাশি ‘ড্রাইভ হৃদয়া’ বলে একটি প্রকল্পও তৈরি করা হয়েছে। এই প্রকল্পে শহরে অনুষ্ঠিত হয় গাড়ির দৌড়। অংশ নেয় শতাধিক গাড়ি। উদ্দেশ্য, দরিদ্র শিশুদের হার্টের অস্ত্রোপচারের জন্য  অর্থ সংগ্রহ। অনুষ্ঠানে ছিলেন সংগীতশিল্পী, অভিনেতা ও পরিচালক অঞ্জন দত্ত, অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী প্রমুখ। এই প্রকল্পের মাধ্যমে বেশ কিছু বছর ধরে নিখরচায় হার্টের অস্ত্রোপচারের উদ্যোগ নিয়ে আসছে এই সংস্থা। এখনও পর্যন্ত ৪৪ জন শিশুর সফল অস্ত্রোপচার সম্ভব হয়েছে। ভবিষ্যতে আরও শিশুদের পাশে থাকবে তারা। 

অ্যাকাডেমিতে শুরু ‘স্বপ্নের নির্ঝর’
• কলকাতা অ্যাকাডেমি অব ফাইন আর্টসের সাউথ গ্যালারিতে শুরু হয়েছে শিল্পী সুজাতা চক্রবর্তীর একক প্রদর্শনী ‘স্বপ্নের নির্ঝর’। এবছর এই প্রদর্শনী ২০তম বর্ষে পা দিল। গত ২৭ ফেব্রুয়ারি থেকে এই প্রদর্শনী শুরু হয়েছে। চলবে আগামিকাল, ৫ মার্চ, ২০২৩ পর্যন্ত। শুধুমাত্র ইজেলে আঁকা ছবিই নয়, এই প্রদর্শনীতে শিল্পীর হাতে তৈরি কাচের বোতলের উপর পেন্টিং, ফুলদানির উপর পেন্টিং, স্টোন পেন্টিং, টেরাকোটার মুখোশ ইত্যাদি নানা উপকরণ দেখতে পাবেন। কেনাকাটার সুযোগও রয়েছে। প্রতিটি ক্যানভাস বাঁধানো হয়েছে বীরভূমের ‘সর’ দিয়ে। এই সর বাঁধাইয়ের ক্যানভাসে খরচ যেমন কম পড়ে, তেমন দেখতেও সুন্দর হয়। প্রতিদিন দুপুর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনী চলছে। 

4th     March,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ