বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিকিকিনি
 

টুকরো খবর

মাতৃভাষা দিবস পালনে 
সাহা টেক্সটাইল

গত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করল সাহা টেক্সটাইল। প্রতি বছরই এই দিনটি শহিদ স্মরণে ও তাঁদের স্মৃতিকে সম্মান জানিয়ে পালন করেন সংস্থার কর্ণধার কান্তি সাহা। এবছরও দেশীয় বস্ত্রে সাদা ও কালো রং দিয়ে নানা কাজ ফুটিয়ে তোলেন এখানকার বয়নশিল্পীরা। এই সময় প্রায় সব বস্ত্রই সাদা ও কালো, এই দুই রঙেই প্রস্তুত হয়। ব্যবসায়িক লাভক্ষতির বাইরে বেরিয়ে শুধু ভাষাকে ভালোবেসে এমন উদ্যোগ বস্ত্রশিল্পের দুনিয়ায় বেশ অভিনব। এই সময় সাহা টেক্সটাইলের বিভিন্ন পোশাকের উপর চলে প্রায় ৬০ শতাংশ অবধি আকর্ষণীয় ছাড়। এবছর সংস্থার পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করেন কান্তি সাহার কন্যা মঞ্জিমা সাহা। ভাষা দিবসের আগে কর্মীদের এই দিনটির গুরুত্ব বোঝানো, দিনটির ইতিহাস সংক্ষেপে জানানো সংস্থার অন্যতম কর্মসূচির মধ্যে পড়ে। ভাষা দিবসের দিন এখানে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

তিন শিল্পীর প্রদর্শনী 
তাজ সিটি সেন্টার-এ

 পেন্টস অ্যান্ড স্ট্রোকস— নামেই মালুম, এ কোনও চিত্র প্রদর্শনীর নাম। সম্প্রতি নিউ টাউনের তাজ সিটি সেন্টারে অনুষ্ঠিত হল তিন শিল্পী ধীরেন শাসমল, শম্ভু সাহা ও গৌতম সরকারের আঁকা ছবির প্রদর্শনী। তাজ সিটি সেন্টারের শামিয়ানা সেজে উঠেছিল প্রায় চার হাজারেরও বেশি আর্টওয়ার্ক ও একশোরও বেশি মাস্টারওয়ার্ক দিয়ে। বরাবরই মানুষের চেহারা ধীরেন শাসমলের ছবির অন্যতম প্রতিপাদ্য। ফাইন আর্টসের সঙ্গে নিজস্ব শৈল্পিক ছোঁয়া মিশিয়ে কাজ করেন তিনি। এখানে প্রদর্শিত তাঁর ছবিগুলিও সেকথাই বলে। শম্ভু সাহা সে তুলনায় তরুণ ও স্কেচের চেয়েও তাঁর রঙের স্ট্রোক বিস্মিত করে। সরু-মোটা দাগের রঙে তিনি সৃষ্টি করেন সমসাময়িক চিত্রকল্প। নারী ও পুরাণগাথার চরিত্রদের ছবিতে নিজেকে উজাড় করে দেন আর এক শিল্পী গৌতম সরকার। নিজের ভাঙাগড়ার মধ্যে দিয়েই এই প্রদর্শনীতে নানাভাবে দৃশ্য তৈরি করেছেন শিল্পীরা। এই প্রদর্শনী সম্পর্কে তাজ সিটি সেন্টারের জেনারেল ম্যানেজার সৌরভ ঘোষাল বলেন, ‘বিখ্যাত তিন শিল্পীর ছবি নিয়ে দু’দিনের এই প্রদর্শনীর আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। সমালোচক ও চিত্রবোদ্ধাদেরও এই ছবিগুলি মন ছুঁয়ে যাবে বলেই আশা।’

স্বর্ণশিল্পীদের সম্মান জানাল 
শ্যাম সুন্দর কোং জুয়েলার্স

  ‘স্বর্ণ শিল্পী সম্মান ২০২৩’ আয়োজন করল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। সম্প্রতি ইকোপার্কের ‘একান্তে’ অ্যাম্ফিথিয়েটারে এই অনুষ্ঠান আয়োজিত হয়। চোখধাঁধানো হাতে গড়া সোনার গয়নার এক্সক্লুসিভ কালেকশনই হল এই সংস্থার বৈশিষ্ট্য। স্বর্ণ শিল্পী সম্মান এই সংস্থার এক বার্ষিক উদ্‌যাপন। অলংকারের কারিগর, নেপথ্যশিল্পী, নকশা প্রস্তুতকারীদের এই মঞ্চে সম্মানিত করা হয়। এবছর এই অনুষ্ঠান পাঁচ বছরে পা দিল। ৪০জন শিল্পী ও কারিগরকে সম্মান জানানো হল এবার। পাশাপাশি সংবর্ধিত হলেন নিতাই চন্দ্র পাল এবং লাচ্ছি রাম পিনচাকে। এঁদের ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কারে ভূষিত করা হল। নবতিপর নিতাই চন্দ্র পাল ও ৬৮ বছরের লাচ্চি রাম পিনচার এই শহরে এসে অলংকার দুনিয়ায় পা রাখেন ও বিপুল যশ অর্জন করেন। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধন ব্যাঙ্কের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর চন্দ্রশেখর ঘোষ। উপস্থিত ছিলেন শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা এবং রূপক সাহা। সম্মানীয় অতিথি হিসেবে ছিলেন জেম অ্যান্ড জুয়েলারি কাউন্সিলের জোনাল চেয়ারম্যান (ইস্ট) সুনীল পোদ্দার।

রঙ্গোলি-র বিয়ের কালেকশন
 বিয়ে শুধু দু’টি মানুষের নয়। দু’টি পরিবারের মিলন উৎসব। বিয়ের দিনটা প্রত্যেকের জীবনেই আলাদা। সেদিন বিশেষ সাজপোশাকের প্রয়োজন। সে কথা মনে রেখেই রঙ্গোলি এবং রান্ঝ নিয়ে এল বিয়ের কালেকশন, ‘রিয়াওয়াত’। পুরুষ এবং মহিলাদের জন্য বিশেষভাবে ডিজাইন করা এই পোশাকের কালেকশন-এর সদ্য সূচনা করলেন সংস্থার কর্ণধার নিখিল জৈন। তিনি জানান, ঐতিহ্যের হাত ধরে পথ চলতে ভালোবাসেন। ঐতিহ্য আসলে এমন এক জিনিস যা কখনও পুরনো হয় না। তাঁর পোশাক ভাবনাতেও সেই ঐতিহ্যের ছোঁয়া রেখেছেন। সংস্থার পার্ক স্ট্রিট এবং গড়িয়াহাটের ঠিকানায় তো বটেই, ওয়েবসাইটেও পাওয়া যাবে বিয়ের পোশাকের এই নতুন কালেকশন। 

বিশ্ব বেতারদিবসে আকাশবাণী-র উদ্যোগ
 আট থেকে আশি— সকলের জন্যই রেডিও। এ বার্তাকে সামনে রেখে বিশ্ব বেতারদিবস পালন করল কলকাতা আকাশবাণীর এফএম বিভাগ। এফএম রেনবো ও এফএম গোল্ডের তরফ থেকে এই বিশেষ দিনটি একটু অন্যভাবে পালনের উদ্যোগ নিয়েছিলেন কর্তৃপক্ষ। রেডিও জকিরা পৌঁছে গিয়েছিলেন শহরের নানা প্রান্তে। কেউ ছিলেন কোনও বৃদ্ধাশ্রমে, কেউ আবার শিশুদের আস্তানায়। সেখানকার অধিবাসীদের নিয়ে গান-গল্প-কবিতা ও আড্ডায় শামিল হয়েছিলেন তাঁরা। যাঁদের সারাবছর রেডিওর ওপ্রান্তে শোনা যায়, সেই মানুষগুলোকে চোখের সামনে পেয়ে গপ্পের আগল খুলে দিয়েছিলেন বৃদ্ধ-বৃদ্ধারা। শিশুরাও তাদের মতো করে আনন্দ ভাগ করে নেয়। নাচে-গানে তারাও জমিয়ে দিয়েছিল আসর। দুই ভিন্ন প্রজন্মের মানুষদের কাছে রেডিওর গুরুত্ব এখনও কতখানি সেই খোঁজই ছিল আকাশবাণীর মূল উদ্দেশ্য। এই আড্ডা ও আলোচনা সরাসরি সম্প্রসারিত হয় রেডিওতে। আকাশবাণীর তরফে এই কর্মকাণ্ডের দায়িত্বে ছিলেন এফএম-এর আনুষ্ঠানিক আধিকারিক শুভায়ন বালা। 

ওবিটি-র নয়া স্টুডিও শহরে 
 মেঝের খুঁত ঢাকার কাজে হোক বা ঘরের অন্দরসজ্জাকে আরও মোহময় করে তোলার দায়িত্ব— একটি কার্পেটেই আস্থা রাখে গৃহস্থ। এবার ব্র্যান্ডেড কার্পেটের পসরা কলকাতার বুকে। চৌরঙ্গীতে তাদের নয়া স্টুডিও খুলল নামী কার্পেট ব্র্যান্ড ওবিটি। প্রাচীন নকশা থেকে আধুনিক বিলাসী ডিজাইন, সবই মিলবে এক ছাদের তলায়। হাতে বোনা কার্পেটও পাবেন এখানে। কোথাও ছিমছাম নকশা, আবার কোথাও গোটা কার্পেট জুড়েই হয়তো কোনও গল্পগাথা নকশার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন শিল্পী। রাগস, কার্পেট, গালিচা মিলিয়ে অন্দরসজ্জায় আলাদা মাত্রা যোগ করবে ওবিটি। এই প্রসঙ্গে সংস্থার সিইও অ্যাঞ্জেলিক ধামা বলেন, ‘জে জে ভালায়া, তরুণ তাহিলিয়ানি, অনিতা ডালমিয়া সহ নানা বিখ্যাত ডিজাইনার আমাদের সংস্থার হয়ে নকশা বাছাই করেন। সুতরাং এক ছাদের তলায় বিভিন্ন স্টাইলের আধুনিক ও সাবেকি কার্পেট দেখতে পাবেন গ্রাহকরা। কলকাতার মানুষের রুচি ও আভিজাত্যের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত।’
ত্বকের পরিচর্যার জন্য

অরিফ্লেম-এর নতুন সম্ভার 
 ত্বকের যত্নে জনপ্রিয় কসমেটিক্স ব্র্যান্ড অরিফ্লেম নিয়ে এল তাদের নতুন স্কিনকেয়ার সম্ভার, ‘নভএজ প্রোকিউটিক্যালস।’ নিত্য আমরা ত্বকের যতই যত্ন করি না কেন, তার জন্য সবসময় প্রয়োজন আরও বেশি কিছু। কারণ ঘুমের অভাব, মানসিক উদ্বেগ বা ঋতু পরিবর্তনের মতো বেশ কিছু কারণের প্রভাব নিয়তই পড়তে থাকে ত্বকের উপর। আর তার জন্য আপনার প্রয়োজন প্রোকিউটিক্যালস। অরিফ্লেম-এর এই নতুন স্কিন কেয়ার রেঞ্জ আপনার সৌন্দর্যের বিশেষ যত্ন নেবে। নতুন সম্ভারের কথা বলতে গিয়ে সংস্থার দক্ষিণ এশিয়া শাখার ভাইস প্রেসিডেন্ট ও এমডি ফ্রেডরিক উইডেল বলেন, ‘এই প্রোডাক্ট ব্যবহারের ফলে ধরে নিন বাড়িতে বসে একজন ডার্মাটোলজিস্ট খোদ আপনার ত্বকের যত্ন নিচ্ছেন। প্রত্যেকের ত্বক কিন্তু আলাদা। অরিফ্লেম সেটা জানে। তার জন্যই এই বিশেষ রেঞ্জ।’ এতে আছে ১০% ভিটামিন সি সলিউশন, ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য চার সপ্তাহের ইন্টেনসিভ ট্রিটমেন্ট, হাইপারপিগমেন্টেশন ও ডিসকালারেশন এবং সিরাম সলিউশন। সংস্থার সৌন্দর্য ও মেকআপ বিশেষজ্ঞ মনিকা ভাট বলেন, ‘মানুষের প্রবণতা হচ্ছে একসঙ্গে অনেকগুলো নতুন সামগ্রী ত্বকের উপর চাপিয়ে দেওয়া। প্রথম ব্যবহারের সময় সেটা করলে তার ছাপ পড়বেই। তাই একটিমাত্র অ্যাক্টিভ সিরাম দিয়ে যত্ন শুরু করে দেখুন। একে ত্বকের সহ্যক্ষমতা তৈরি হবে।’      

25th     February,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ