বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিকিকিনি
 

বইমেলা জমজমাট

আগের সপ্তাহে তিন প্রকাশনার বইয়ের হদিশ দিয়েছিলাম আমরা। রমরমিয়ে শুরু হয়ে যাওয়া বইমেলায় পিছিয়ে নেই অন্য প্রকাশকরাও। তেমনই কয়েকটি জনপ্রিয় সংস্থার বইয়ের খোঁজ রইল আজ শেষ কিস্তিতে। লিখছেন মনীষা মুখোপাধ্যায়।

শুরু হয়ে গিয়েছে ৪৬তম কলকাতা আন্তর্জাতিক পুস্তকমেলা। লিটল ম্যাগাজিন থেকে শুরু করে নানা দেশি ও বিদেশি প্রকাশক, কে নেই সেখানে! বাঙালিও তার শীতকালীন বিনোদনের ঠেকে প্রায় নিত্য হাজির হচ্ছে। চলছে বই বাছাই। কেনাবেচা। তালিকায় কোন কোন বই রাখতে পারেন স্বচ্ছন্দে? সেটাই ঝালিয়ে নেওয়ার পালা।  বিভিন্ন প্রকাশনার বই-পসরার খোঁজখবর রইল এবার।
দীপ প্রকাশন: বইমেলায় দীপ প্রকাশনকে নিয়ে বরাবরই আগ্রহ তুঙ্গে থাকে ক্রেতাদের। প্রকাশনা জগতে এই সংস্থাও বেশ সফল। শতাব্দী রায়ের ‘তুমি শুধু তুমি’ উপন্যাস, বিপ্লব চট্টোপাধ্যায়ের অভিনয় জীবনের নানা গল্প ও তথ্যে সমৃদ্ধ ‘আমি বিপ্লব’— পরিবেশনা সুমন গুপ্ত, হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের ‘কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র (সম্পাদনা সমুদ্র বসু), ব্রাত্য বসুর ‘রোল অ্যাকশন কাট’, বিনয় ঘোষের ‘বিদ্যাসাগর ও বাঙালি সমাজ’-এর তিনটি খণ্ড, সমুদ্র বসুর সম্পাদনায় শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ‘কিশোর ভৌতিক সম্ভার’, দ্যুতিমান ভট্টাচার্যের ‘পুলিশ কাস্টডি’, ভারতের স্বাধীনতা সংগ্রামের নেপথ্যে কিছু কাহিনি নিয়ে ইতিহাসবিদ জীবন মুখোপাধ্যায়ের বই ‘ভারতের স্বাধীনতা সংগ্রাম: কিছু কাহিনি, গৌতম ভট্টাচার্যের ‘অফ স্টাম্পের বাইরে’, ঋষি অরবিন্দকে নিয়ে রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লেখনী ‘বন্দুক ও সন্ন্যাসী’ ইত্যাদি বিভিন্ন বই এবার দীপ প্রকাশনের রসদ। প্রায় সবক’টি বইয়েরই দাম ঘোরাফেরা করবে ২৫০-৫০০ টাকার মধ্যে।  
সাহিত্যম: পাঠকদের অন্যতম পছন্দের প্রকাশনী সাহিত্যম। বইমেলার দিনগুলোয় এদের স্টলে আলাদা করে ভিড় চোখে পড়ে। এবছর সংখ্যায় অল্প হলেও বেশ আকর্ষণীয় কিছু বই নব্য প্রকাশের তালিকায় রেখেছে এরা। তসলিমা নাসরিনের ‘দুঃখরাতের গান’ প্রকাশিত হচ্ছে এবছর। দাম পড়বে ৩০০ টাকা। এছাড়া এদের সেরা বিক্রিত গ্রন্থের তালিকায় থাকা শংকর রচিত ‘অচেনা অজানা বিবেকানন্দ’, ‘আমি বিবেকানন্দ বলছি’ পাবেন এবছরও। প্রতিটির দাম পড়বে ২০০ টাকা করে। সমরেশ মজুমদারের ‘গীতবিতান ছুঁয়ে বলছি’-র তিন খণ্ডই বেশ জনপ্রিয়। সেটিও এবছর পাবেন। প্রতি খণ্ডের দাম ৩০০ টাকা। বুদ্ধদেব গুহ-র ‘ঋজুদা দশটি উপন্যাস’ পুরনো বইদের মধ্যে নজর কাড়বে। প্রতি খণ্ডের দাম ঘোরাফেরা করবে ৩০০-৪০০ টাকার মধ্যে। কল্যাণ মৈত্রর ‘যেহেতু সেহেতু’ প্রকাশ পাবে এবারের বইমেলায়। দাম পড়বে ৩৫০ টাকা। স্বামী বেদানন্দের লেখা ‘গীতা ভাবনামৃত’ প্রকাশ পাচ্ছে এই বছর। তিন খণ্ডের প্রতিটির দাম ২৫০ টাকা করে। 
তুহিনা প্রকাশনী: ২০২৩-এর বইমেলায় পরিবেশ ও অধ্যাত্মবাদকে বিশেষ গুরুত্ব দিয়েছে এই প্রকাশনী। উল্লেখযোগ্য বই হিসেবে থাকছে ডঃ অমরচন্দ্র কর্মকারের ‘গঙ্গাপ্রেমী কেদারনাথ ও মালদহের ভাঙন’, দাম পড়বে ৩০০ টাকা। বিনোদ ভাগবতীর ‘ওস্তাদের শেষ রাত’ কিনলে খরচ হবে ১৬০ টাকা। দিগন্ত চক্রবর্তীর ‘মনীষী গাথা’ পাবেন ১৫০ টাকায়। মাত্র ১০০ টাকায় মিলবে অরুণ মুখোপাধ্যায়ের লেখা ‘রবীন্দ্রনাথ: স্বজনে, সুজনে’, স্বামী জ্ঞানালোকানন্দের লেখা ইংরেজি বই ‘লাইফ ব্লেসড ইন এথিকস অ্যান্ড ভ্যালুজ’ পাবেন ৩৮০ টাকায়।  ৩৫০ টাকায় পাবেন ডঃ ধ্যানেশনারায়ণ চক্রবর্তী সম্পাদিত ‘ভারতাত্মা মুনি ঋষিগণ’ বইটি। তরুণ মুখোপাধ্যায়ের অনুধ্যানে শ্রীঅরবিন্দ ও ‘অনুধ্যানে নিবেদিতা’ পাবেন যথাক্রমে ১০০ ও ১২৫ টাকার মধ্যে। মনীষী জননীদের আত্মত্যাগ, জীবনাদর্শ ও জীবনের নানা অজানা কাহিনি নিয়ে তাপস মুখোপাধ্যায়ের লেখা ‘মনীষীদের মা’ বইটি এখানে পাবেন ১০০ টাকায়।
তপতী পাবলিকেশন: স্বাধীনতা সংগ্রাম ও বাংলার প্রাণপুরুষরা এবছর তপতী পাবলিকেশনে বিশেষ গুরুত্ব পেয়েছে। ডঃ জ্যোতি বিকাশ নাথের লেখা ও শ্যামল কুমার মৈত্র-র অনুবাদে ‘ভারত পথিক 
রাজা রামমোহন রায়’ বইটি পাবেন নতুন প্রকাশিত গ্রন্থের তালিকায়। রতনতনু ঘাটীর ‘পাঁচটি প্রেমের উপন্যাস’ প্রকাশিত হয়েছে এবছর। সেটিও মিলবে ‘তপতী পাবলিকেশন’-এর স্টলে। ‘ভারতের গ্রামীণ সমাজ ও রাজনীতি’ নিয়ে গবেষণাধর্মী বই পাবেন এখানে। সম্পাদনা করেছেন ইয়াসিন খান, সুধীন্দ্রনাথ বাগ ও অমিতকুমার আশ। ‘সৈকত রক্ষিত: অনুরাগে অনুভবে’ পাবেন অরূপ পলমলের সম্পাদনায়। মৃণাল সুন্দর পাত্রের লেখা ‘সুভাষ থেকে নেতাজি’ বইটিও বেশ সংগ্রহে রাখার মতো। এবার তপতী পাবলিকেশন-এর অন্যতম সেরা প্রকাশ ‘ফাঁসিতে শহিদ’-এর প্রথম খণ্ড। ফাঁসিতে প্রাণ গিয়েছে এমন বিপ্লবীগাথার কথা লিখেছেন ডঃ অমলকান্তি পাণ্ডে। 
গিরিজা লাইব্রেরি: পুরাণ ও দেশীয় সংস্কৃতির নানা গ্রন্থের সমাহার পাবেন গিরিজা লাইব্রেরির স্টলে।  ডঃ অখিল মজুমদার প্রণীত ‘সরল বাংলায় মহাভারত গল্পসমগ্র’ বইটি মহাভারতপাঠে আলাদা আমেজ আনে। দাম পড়বে ৭০০ টাকা। গৌতম বিশ্বাস প্রণীত এক বিস্ময়কর গ্রন্থ ‘হিমালয়ের বারণাবতে সাধুসঙ্গ ও পরীরহস্য’ নিয়েও যথেষ্ট আশাবাদী প্রকাশক। দাম পড়বে ২৩০ টাকা।  ডঃ মণিমোহন ভট্টাচার্য প্রণীত ‘রবীন্দ্রনাথের ঈশ্বারানুভূতি’ পাবেন ৩০০ টাকায়।  স্বামী বেদানন্দ প্রণীত ‘শিব উপাসনা’, ‘ভক্তবৎসল জগন্নাথ’, ‘গীতা ভাবনামৃত’ প্রকাশ পেয়েছে এবছর। গীতা ভাবনামৃতের দাম ৮০০ টাকা। বাকি দু’টি বইয়ের দাম ২২০ টাকা।  মধুসূদন চট্টোপাধ্যায় প্রণীত ‘বৈদিক দেবদেবী’ মিলবে ২৩০ টাকায়। অরুণাভ দত্ত প্রণীত ‘ভক্তদের প্রতি গুরুদের অলৌকিক কৃপা’ বইটি সংগ্রহ করতে পারেন ২৩০ টাকার বিনিময়ে। 
এই প্রকাশনাগুলি ছাড়াও বইমেলায় দেশ-বিদেশের অসংখ্য নামীদামি প্রকাশনা সংস্থা রয়েছে। রয়েছে অনামী নানা সংস্থাও। সকলের কাছেই বইয়ের মতো বন্ধু অপেক্ষা করে আছে আপনার জন্য। লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নেও এবছর পাবেন সংগ্রহে রাখার মতো কিছু সংখ্যা। তাই বইয়ের সঙ্গে সই পাতানোর এই মেলা উপভোগ করতে হাজির থাকুন সেন্ট্রাল পার্কে। 

4th     February,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ