বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিকিকিনি
 

টুকরো খবর
 

‘আ গ্লোয়িং ট্রিবিউট’-এ শ্যাম সুন্দর কোং 
• বিশেষ একপ্রকার সোনার কয়েন ‘আ গোল্ডেন ট্রিবিউট’ বাজারজাত করল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। কলকাতার দুর্গাপুজোকে ইউনেস্কো ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ তকমা দিয়েছে। তাকে সোনার মতো উজ্জ্বল করে ধরে রাখতেই এই কয়েনের আয়োজন। সহযোগিতায় খুকুমণি সিঁদুর ও আলতা এবং ‘রিসোর্স ইন্ডিকা: মিডিয়া মুভমেন্ট’। এর উপর একটি চলচ্চিত্রও মুক্তি পেয়েছে। বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন-এর পুজোয় বিশেষ সোনার কয়েনটির উদ্বোধন হয়। শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর রূপক সাহা বলেন, ‘আমাদের সংস্থা সবসময় এই ধরনের উদ্যোগ নিয়ে কাজ করে। যা সোনার মতোই উজ্জ্বল।’ খুকুমণি সংস্থার ডিরেক্টর অরিত্র রায়চৌধুরী বলেন, ‘মা দুর্গা, লক্ষ্মী ও সরস্বতী প্রতিমার পায়ে ও হাতে রাঙা আলতা তাঁদের সাজকে অনন্য করে তোলে। দশমীতে উৎসব শেষ হয় গান ও নাচ সহ সিঁদুর খেলা দিয়ে। তাই পুজোর এমন অনুষ্ঠানে যুক্ত থাকতে পেরে আমরা খুব আনন্দিত।’
মরণোত্তর পুরস্কারে ভূষিত ‘কলকাতার যীশু’
• সম্প্রতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী প্রাক শতবার্ষিকী জন্মদিবস পালন করল ‘ইনোভেটিভ সেন্টার ফর কম্প্যারেটিভ ইন্ডিয়ান লিটারেচার অ্যান্ড লোকাভরণ সায়েন্টিফিক রিসার্চ’ (আইসিসিআইএলএলএসআর)। গত ১৯ অক্টোবর এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাদিবসটিকে কবি ও সাহিত্যিক নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উদ্দেশে শ্রদ্ধার্ঘ্যদিবস হিসেবে চিহ্নিত করেন প্রতিষ্ঠাতা অধ্যাপক ডঃ বিপ্লব চক্রবর্তী। অনুষ্ঠানে সভামুখ্য ছিলেন প্রখ্যাত নট ও নাট্যকার ও চলচ্চিত্র অভিনেতা মনোজ মিত্র। ছিলেন সাহিত্য অকাদেমী আঞ্চলিক অধিকর্তা দেবেন্দ্র দেবেশ সহ অন্যান্য গুণীজন। সুমিত্রা দেবী মেমোরিয়াল লোকাভরণ রত্ন মরণোত্তর পুরস্কার প্রদান করা হয় নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে। পুরস্কারটি নেন তাঁর পুত্র অধ্যাপক ডঃ কৃষ্ণরূপ চক্রবর্তী। ছিলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কন্যা অধ্যাপিকা সোনালী চক্রবর্তী। ‘নাট্যরত্ন’ সম্মান দেওয়া হয় নাট্যকার মনোজ মিত্রকে। এই অনুষ্ঠানে তিন বিশিষ্ট চিকিৎসক ডাঃ মণীশ সিং, ডাঃ অশোক চট্টোপাধ্যায় এবং ডাঃ কল্যাণ কুমার সরকারকে ‘চিকিৎসারত্ন’ পুরস্কার প্রদান করা হয়।
মিনিয়েচার আর্ট ফর্মে জীবনকে ছুঁয়ে দেখা
• হায়াত রিজেন্সির লম্বা হল জুড়ে শুধুই পোস্টকার্ড, ক্যানভাস আর সরা। শিল্পবোদ্ধা মানুষের ভিড় আর ছবি নিয়ে নানা আলোচনা। সম্প্রতি হায়াত সেজে উঠেছিল শিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্যের আঁকা ছবির প্রদর্শনী ‘এক্সপ্রেশন অব এক্সপিরিয়েন্স’-এ। গত ১৪ অক্টোবর যার উদ্বোধন করেন মেয়র ফিরহাদ হাকিম। ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন, ঝুমা ঘোষ ও বিধায়ক তথা মেয়র পারিষদ দেবাশিস কুমার। শিল্পী সৌরেন্দ্র ও সৌম্যজিতের যুগলবন্দিতে এক সঙ্গীতানুষ্ঠানও হয়। শুভাপ্রসন্নের শিল্পের পরিক্রমা ও জীবনের দৃষ্টিভঙ্গি মিলে মিনিয়েচার আর্ট ফর্ম ফুটে উঠেছিল এই প্রদর্শনীতে। প্রকাশিত হয় শিল্পীর ছবি ও তাঁর শিল্পীজীবন নিয়ে লেখা বই ‘শুভাপ্রসন্ন— আ ম্যান ফর অল সিজনস’। বইটির লেখক সুষমা কে বহল। 
টাটা টি-এর উৎসব সংস্করণে বাংলার শিল্প
• পুজোর আমেজ ও উদ্দীপনার সঙ্গে তাল মিলিয়ে চায়ের ব্র্যান্ড টাটা টি গোল্ড বাজারজাত করল ১৫টি প্যাকেটের এক বিশেষ উৎসব সিরিজ। অনুপ্রেরণায় বাংলার কারিগরদের হাতে তৈরি এই রাজ্যের সমৃদ্ধ শিল্পকলা। পশ্চিমবঙ্গের পাঁচটি আলাদা আলাদা ভৌগোলিক অঞ্চলের পাঁচটি শিল্পধারা বেছে নেওয়া হয়েছে। মুর্শিদাবাদ অঞ্চলের বহরমপুরের শোলার কাজ, পূর্ব বর্ধমানের ডোকরা শিল্প, বাঁকুড়ার পাঁচমুড়ার টেরাকোটা শিল্প, কালীঘাটের পট ও কৃষ্ণনগরের মাটির পুতুল নিয়ে সেজে উঠেছে এই সংস্করণ। নকশায় ছিলেন পশ্চিমবঙ্গের ৫ জন স্বনামধন্য শিল্পী সমীর কুমার সাহা, নারায়ণ কুম্ভকার, তড়িৎ পাল, রবিলাল কর্মকার এবং খান্ডু চিত্রকর।  প্যাকেজড বেভারেজেস (ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া), টাটা কনজিউমার প্রোডাক্টসের প্রেসিডেন্ট পুনীত দাস বললেন, ‘এই অঞ্চলের জনপ্রিয় চায়ের ব্র্যান্ড হওয়ার সুবাদে আমরা এখানকার স্থানীয় মানুষ এবং স্থানীয় সংস্কৃতিকে মর্যাদা দিতে পেরে গর্বিত।’
মিভি বাজারজাত করল তিনটি ইয়ারফোন
•  অডিও অ্যাক্সেসরিজ প্রস্তুতকারী সংস্থা মিভি বাজারজাত করল তিনটি নতুন অডিও প্রোডাক্ট। মিভি ডুওপডস এ৫৫০, ডুওপডস এফ৭০ ও কলার ক্লাসিক প্রো নামে নতুন ইয়ারবাড ও নেকব্যান্ড বাজারে এসেছে। এই তিনটি মডেলই ব্লুটুথ ৫.১ কানেক্টিভিটি সাপোর্ট করবে। ডুওপডস এ৫৫০, ডুওপডস এফ৭০ মডেল দু’টির নয়েজ ক্যানসেলেশন ক্ষমতাও আছে। দু’টিই ৫০ ঘণ্টা পর্যন্ত প্লে টাইম দেবে বলে দাবি। ইউএসবি সি পোর্টে চার্জ দিলে এক ঘণ্টারও কম সময়ে চার্জ সম্পূর্ণ হবে। কলারে পাবেন প্যাসিভ ক্যানসেলেশন। ডুওপডস এ৫৫০ ইয়ারফোনটি ব্লু, ব্ল্যাক, মিন্ট গ্রিন ও হোয়াইট— এই চারটি রঙে পাওয়া যাবে। ডুওপডস এ৫৫০ ও এফ৭০ ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ১,৫৯৯ টাকা। অন্যদিকে মিভি কলার ক্লাসিক প্রো ইয়ারফোনটি পাবেন ১,১৯৯ টাকায়।
সিসকার নতুন ইয়ারগ্রুভ
• সিসকা ‘ইবি ০৮৬৮৫ ইয়ারগ্রুভ’ নামের একটি ইয়ারগ্রুভ বাজারজাত করেছে। শুধুমাত্র শব্দ প্রক্ষেপণের দিক থেকেই সেরা এমন নয়, এই ইয়ারগ্রুভটি তার শব্দের প্রাবল্যকেও কয়েক গুণ বাড়িয়ে তুলতে পারে। দীর্ঘ সময় এটি কানে দিয়ে রাখলেও অস্বস্তিকর লাগে না। ব্লুটুথ 
৫.১ কানেক্টিভিটি এর অন্যতম বৈশিষ্ট্য। 
দশ মিনিট চার্জ দিলেই এটি প্রায় ১২০ মিনিটের প্লে টাইম দিতে সক্ষম। পুরো চার্জ দিলে একটানা ১৫ ঘণ্টা প্লে টাইম মিলবে। সম্পূর্ণ চার্জ হতে লাগবে ৪৫ মিনিট। গুগল অ্যাসিস্ট্যান্সকেও সাপোর্ট করে এই মডেল। ১৮০ দিনের ওয়্যারেন্টি সহ সাদা ও কালো এই দুই রঙে মডেলটি পাবেন ২৪৯৯ টাকায়। 

29th     October,   2022
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ