বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিকিকিনি
 

প্রদর্শনী সংবাদ

চেতনায় প্রকৃতি, ক্যানভাসে রং
• এ যেন প্রকৃতির আলেখ্য! একই প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপটান। শিল্পী অপূর্ব নন্দীর ইজেলে ফুটে উঠেছিল প্রকৃতিপ্রেমের নানা আঙ্গিক। কখনও ঝড়ঝঞ্ঝা বিধ্বস্ত প্রকৃতি তো কোথাও সূর্যের প্রথম কিরণে স্নাত সে।  প্রকৃতিই অপূর্ব নন্দীর অন্যতম প্রিয় বিষয়। ছবি আঁকার টানে যখন নানা গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে বেড়ান তিনি, তখনই প্রকৃতির নানা রূপের সঙ্গে নতুন করে আলাপ জমান। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে স্নাতক পড়ার সময় থেকেই গ্রামের প্রকৃতি তাঁকে টানত। প্রদর্শনীর ছবিগুলোও  প্রত্যন্ত এলাকার প্রকৃতিকে ধরেছে ক্যানভাসে। দিগন্তবিস্তৃত ধানের খেত, নদীর সঙ্গে আকাশের মিলমিশ, কখনও ঝড়ের তাণ্ডব ফুটে উঠেছে এখানকার ছবিগুলোয়। নীল, হলুদ, কালো ইত্যাদি রঙের ব্যবহার ছবিগুলিতে প্রাধান্য পেয়েছে। প্রতি ঋতুতে প্রকৃতির রং কীভাবে পাল্টায়, ঋতুভেদে পরিবেশ আলাদা কী কী রং ধারণ করে তা এই ছবিগুলিতে ফুটিয়ে তুলতে চেয়েছেন শিল্পী। 
গত ১৫ জুন থেকে বোহো ট্রাঙ্ক ক্যাফেতে চলছে এমনই এক প্রদর্শনী। সময় বেলা ১২ টা থেকে রাত ১০ টা।

পুলিসের ইজেলে ‘স্ক্র্যাচেস অব টাইম’ 
• রাইফেল আর অপরাধী। পুলিসি জীবন বলতে তা-ই বোঝায়। তবে অপরাধ জগৎ আর অপরাধীর বাইরে চোখ তুলে তাকালে বেশ কিছু পুলিসকে দেখা যায় ভিন্ন মার্গে শখের লালন করছেন। কেউ হয়তো ভালো গান করেন, কেউ বা থিয়েটার। শিল্পী জয়ন্ত কুমার পালও তেমনই একজন। পেশায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, সশস্ত্র বাহিনী, উত্তরবঙ্গ। তিনি বুঝিয়ে দিলেন, পুলিস শুধু রাইফেলই ধরে না, বরং তার হাতে কখনও কখনও উঠে আসে রং-তুলিও। কর্মজীবনের নানা অভিজ্ঞতা ফুটে ওঠে তার টানে। সম্প্রতি তাঁরই আঁকা ছবি নিয়ে গ্যালারি চারুবাসনায় শুরু হয়েছে ‘স্ক্র্যাচেস অব টাইম’ শীর্ষক এক প্রদর্শনী। উদ্বোধন করেছেন যোগেন চৌধুরী। অবসর সময়ে জয়ন্তর শখ ছবি আঁকা। বর্ষীয়ান শিল্পী রামানন্দ বন্দ্যোপাধ্যায় ও লালুপ্রসাদ শ এই দুই শিল্পীর স্নেহধন্য শিল্পী তিনি। সমাজের অন্ধকার দিক যেহেতু দেখেছেন, তাই তাঁর রং বাছাই ও চরিত্রশিল্পায়নের ক্ষেত্রটি বিশেষ নজর কাড়ে। সাদা-কালোর প্রাধান্য তাই তাঁর ছবিতে লক্ষ্যণীয়। প্রদর্শনীটি চলবে আগামী ৩ জুলাই পর্যন্ত। সময় দুপুর ২টো থেকে রাত ৮টা।
ঠিকানা: ৩৮৮বি/১, প্রিন্স আনোয়ার শাহ রোড, কলকাতা ৭০০০৬৮।

25th     June,   2022
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ