বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিকিকিনি
 

 টুকরো  খবর

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর ব্যাঙ্গেল উৎসব
• একশোরও বেশি নজককাড়া নকশা ও কারুকাজে সেজে ‘ব্যাঙ্গেল উৎসব’ অপেক্ষা করছে আপনার জন্য। আয়োজনে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। সোনা, হীরে ও প্ল্যাটিনাম দিয়ে তৈরি এসব ব্যাঙ্গেলে ফিলিগ্রি ও টেক্সচারের ছোঁয়ায় নিখুঁত হস্তশিল্পের দেখা পাবেন। ১৯,০০০ টাকা থেকে শুরু ব্যাঙ্গেলের দাম। এছাড়াও সোনা, হীরে ও প্ল্যাটিনামের গয়নায় অফার শুরু করেছে এই সংস্থা। অফার চলবে ১৯ জুন পর্যন্ত। অফারে পাবেন সোনার গয়নার মেকিং চার্জে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়, হীরের মূল্যের উপর ৭ শতাংশ পর্যন্ত ছাড়, হীরের চুড়িতে অতিরিক্ত ৫০ শতাংশ ছাড় ও প্ল্যাটিনাম চুড়ির মেকিং চার্জে ফ্ল্যাট ২০ শতাংশ ছাড়। সংস্থার ডিরেক্টর জয়িতা সেন বললেন, ‘ব্যাঙ্গেল উৎসব আসলে নারীত্বের জয়গাথা। এ যুগের নারীদের প্রতি শ্রদ্ধার্ঘ। তাঁদের সুন্দর হাতগুলিকে সাজানো এবং ব্যক্তিত্ব প্রকাশ করাই আমাদের লক্ষ্য।’

সাইকেল র‌্যালিতে পরিবেশের বার্তা এলিগ্যান্ট স্টিল-এর
• বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সম্প্রতি বাইসাইকেল র‌্যালির আয়োজন করল এলিগ্যান্ট স্টিল। সহযোগিতায় সিএনজি ও হিডকো। এই র‌্যালিতে ১৯০ জন বাইসাইকেল আরোহী অংশ নিয়েছেন। নিউ টাউন থেকে ইকো পার্ক, এই ১১ কিলোমিটার রাস্তা পাড়ি দেন তাঁরা। হিডকো-র চেয়ারম্যান দেবাশিস সেন এই যাত্রার উদ্বোধন করেন। এলিগ্যান্ট স্টিলের এই কর্মসূচিকে সমর্থন করে তিনি জানান, ‘এই র‌্যালি মানুষের মনে পরিবশে সচেতনতা যেমন আনবে, তেমনই পরিবেশবান্ধব যান ব্যবহারের প্রতিও আগ্রহী করে তুলবে।’ এর আগেও এই সংস্থা পরিবেশ সচেতনতা বাড়াতে বর্ধমান ও পুরুলিয়া জেলায় প্রায় ২০ হাজার গাছ রোপণ করেছে। সংস্থার সিএমডি দীপক কুমার আগরওয়ালও পরিবেশ দিবসে গাছ রোপণে অংশ নিয়েছেন।

৬০০০ এমএএইচ ব্যাটারির ফোন আনল ইনফিনিক্স
• ভারতে সম্প্রতি হট ১২ প্লে বাজেট ফোন বাজারজাত করল ইনফিনিক্স। ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সম্পন্ন এই ফোনে মিলবে ৬০০০ এমএএইচ ব্যাটারি। এর ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল ও রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। উন্নত ফিচার, দুর্দান্ত ডিজাইন ও শক্তিশালী প্রসেসর এই ফোনের ইউএসপি। রেসিং ব্ল্যাক, হরাইজন ব্লু, শ্যাম্পেন গোল্ড ও ডিলাইট গ্রিন— এই চার রঙে মডেলটি মিলবে। দাম ধার্য হয়েছে ৮,৪৯৯ টাকা। গত ৩০ এপ্রিল থেকে ফ্লিপকার্টে এই হ্যান্ডসেট বিক্রি শুরু হয়েছে। 

নারীর ক্ষমতায়নে লোটাস স্টোর
• নারীর ক্ষমতায়ন ও আর্থিক দিক থেকে স্বনির্ভর হওয়ার পথ আরও সুগম করে তোলে লোটাস স্টোর। বিভিন্ন ফেলে দেওয়া জিনিস, ছেঁড়া পোশাক, ব্যবহৃত ফুল রিসাইকেল করে মনকাড়া সুন্দর নকশার বিভিন্ন দ্রব্য তৈরি করেন বেহালা ইস্ট পার্কের লোটাস স্টোরের ৩৮০ জন মহিলা কারিগর। এখানে পাবেন নকশাদার ব্যাগ, বাক্স, চায়ের সরঞ্জাম, মাটির প্রদীপ ইত্যাদি। আবার জুট, কটন ও খাদির শাড়ির অবশিষ্টাংশ দিয়েও তৈরি হয় নতুন নকশার শাড়ি। সংস্থার ডিজাইনার বৈষ্ণবী বালাসুব্রমনিয়ম ও বিপুল তলপাড়ের নেতৃত্বে চলে কাজ। স্টোরের কর্ণধার রূপলেখা সিংহের মতে, ‘মেয়েরা যাতে কোনও কিছুর জন্য অন্যের মুখাপেক্ষী না হয়, সে কথা মাথায় রেখেই এই উদ্যোগ শুরু করি।’

11th     June,   2022
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ