বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিকিকিনি
 

জীবনের ফ্রি কিক,
যাপনের রান আউট

 খেলা কখনও রোজনামচার বাইরে দাঁড়িয়ে আলাদা একটা মাঠ বা কোর্টের গণ্ডিতে বেঁধে রাখা অ্যাক্টিভিটি নয়। বরং জীবনের প্রতি পলে ছড়িয়ে রয়েছে অসংখ্য ফ্রি কিক, কভার ড্রাইভ, পেনাল্টি, ক্লিন বোল্ড। জীবনের মাঠে আমি-আপনি কখনও রান তুলতে ব্যস্ত ব্যাটার তো কখনও পেনাল্টি মিস করা হতাশ মুখ। শাটল কক যেভাবে র‌্যাকেটে এসে পড়ে, ঠিক সেভাবেই সুযোগকে জুড়ে নিতে হয় জীবনের অলিন্দে, নইলে ব্যক্তিগত হার্ডল পেরতে পেরতে একদিন রান আউট হতেই হয়। খেলা ও জীবনকে এভাবেই মিলিয়ে ফেলেছেন সৌরাংশু। পুরো নাম সৌরাংশু সিংহ। কিন্তু সৌরাংশু নামেই লেখালিখিতে অভ্যস্ত তিনি। প্রতি খেলোয়াড়ের যেমন মাঠে সাফল্য ও ব্যর্থতার আলাদা অঙ্ক থাকে, প্রতি মানুষের ব্যক্তিজীবনেও তেমনই। জীবনদর্শন ও খেলাকে মিশিয়ে অনাবিল গদ্য লিখে যাওয়ার তাড়না বোধহয় তা থেকেই। ‘ময়দানি স্ক্র্যাপবুক’ বইয়ে তাই তিনি কলম ধরেছেন তাঁর কিছু চেনা মানুষের খেলোয়াড় সত্তা ও কিছু চেনা খেলোয়াড়ের ব্যক্তিসত্তা নিয়ে। এমন কিছু গদ্য যেখানে ক্রীড়াজগতের একঝাঁক খেলোয়াড়ের দক্ষতা, ব্যর্থতার সঙ্গে তাদের জীবনদর্শনের খোঁজও ঠাঁই পেয়েছে। সৌরাংশুর ক্রীড়াসাহিত্য তাই শুধুই তথ্য ও তত্ত্বে ঠাসা নয়। বরং গ্যালারিতে বসে খেলা দেখতে দেখতে মনে মনে খেলাটা খেলতে থাকা ক্রীড়ামোদীর মতোই নির্ভার ও তরঙ্গিত। বইয়ের সূচিকে পাঁচটি বিভাগে ভেঙেছেন লেখক। ‘লংস্টপের চরিত্ররা’, ‘র‌্যাম্পার্ট থেকে দেখছি’, ‘এস ডবলু ১৯’, ‘শাটলককের উড়ান’ ও  ‘আর যাঁরা রয়েছেন’। প্রথম বিভাগে তিনি রেখেছেন নিজের নিকটতম আত্মীয় বাবা থেকে শুরু করে গোপাল বসু ছুঁয়ে মহিন্দর অমরনাথ, ভিভ রিচার্ডস হয়ে হালের ধোনি, সেওয়াগকেও। শরমিন খান ও কিরণ বালোচও রয়েছেন এই তালিকায়। বাকি সব বিভাগও সেজেছে খেলোয়াড় অথবা খেলার সঙ্গে জড়িত মানুষদের নিয়ে। এখানে চরিত্ররা তাঁদের জীবনসংগ্রাম আর খেলাকে যেভাবে বাস্তবে মিলিয়ে দিয়েছেন, সেভাবেই তাঁদের ভাবনায় খেলা ও জীবনের মিলমিশকে ধরেছেন লেখক। তবে তিনি কোথাও পক্ষপাত করেননি। বরং দোষ, গুণ, ভালো, মন্দ সবই পাঠকের প্লেটে সাজিয়ে দিয়েছেন। বইয়ের প্রচ্ছদ ও অলঙ্করণ কৃষ্ণেন্দু মণ্ডলের। স্ক্র্যাপবুকের নকশা সেখানে চোখ টানে। বইয়ের বাঁধাই ও মুদ্রণও পরিচ্ছন্ন। প্রকাশক সৃষ্টিসুখ। বইটি ক্রীড়ামোদী পাঠকের সংগ্রহযোগ্য। 
ময়দানি স্ক্যাপবুক/সৌরাংশু/ সৃষ্টিসুখ/ ৩৯৯ টাকা।

28th     May,   2022
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ