বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিকিকিনি
 

 টুকরো খবর

সোনির নতুন টিভি
কলকাতার বিশেষ কিছু দোকানে এল সোনি ইন্ডিয়া ফোর কে আলট্রা এইচডি এলইডি ডিসপ্লে সহ নতুন ব্রাভিয়া এক্স৭৫কে সিরিজের টিভি। সম্প্রতি গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানির কর্ণধার মহেন্দ্র বৈদ এবং সোনি ইন্ডিয়া কলকাতার ব্রাঞ্চ ম্যানেজার শৈলেন্দ্র সিং রাজপুরোহিত এবং সোনি টিমের উপস্থিতিতে ডালহৌসি শাখায় প্রথম গ্রাহকের হাতে এই সিরিজের টিভি তুলে দিয়ে উদ্বোধন করা হয়। ক্রেতা এই টিভিতে অবিশ্বাস্য রকমের ৪কে স্বচ্ছতার অভিজ্ঞতা লাভ করবেন। 

নিউ টাউনে নতুন তাজ 
অম্বুজা নেওটিয়া গ্রুপের সঙ্গে হাত মিলিয়ে ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড শুরু করল তাজ সিটি সেন্টার নিউ টাউন হোটেল। সংস্থার এমডি পুনীত চাটওয়াল বলেন, ‘শহরে দ্বিতীয় তাজ হোটেল শুরু করে ভালো লাগছে।’ ১৩৭টি রুম, ১০টি স্যুইট, ৬টি ব্যাঙ্কোয়েট হল সহ দেশি-বিদেশি খাবার নিয়ে সেজেছে হোটেল। অম্বুজা গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া বলেন, ‘আইএইচসিএল-এর সঙ্গে ফের পার্টনারশিপ করে ভালো লাগছে। বদলে যাওয়া কলকাতাকে ধরবে এই হোটেল।’                

গৃহসজ্জার রকমারি 
স্টুডিও সেভেন-এ

গৃহসজ্জার অর্থ দামী জিনিসে বাড়ি বোঝাই নয়। বরং বাড়ি সাজানোয় থাকবে সংস্কৃতির ছোঁয়া। সেই ভাবনায় নিকুঞ্জ কেদিয়া শুরু করলেন ‘স্টুডিও সেভেন’। তিনি বলেন, ‘অন্দরসাজ আনন্দ দেয়, আত্মবিশ্বাস, এনার্জিও বাড়ায়। স্টুডিও সেভেন সে চেষ্টাই করবে।’এখন সব বাড়িতেই জায়গায় অভাব। তা মাথায় রেখে তিনি কম জায়গার উপযোগী আসবাব তৈরি করেছেন। মিনিয়েচার বেড স্টোরিজ, মিনিয়েচার কার্টেন ডিসপ্লে ইত্যাদি তাঁদের নতুন ভাবনা।

ভিকেসি নাটস-এর নতুন সম্ভার 
ভিকেসি নাটস নিয়ে এল বাদাম এবং ড্রাই ফ্রুটের নতুন সম্ভার ‘ব্যাক্টোপিওর’। বৈজ্ঞানিক পদ্ধতিতে ৯৯.৯৯ শতাংশ ব্যাকটেরিয়া এবং প্যাথোজেন মুক্ত প্রোডাক্ট তারা তৈরি করে বলে দাবি সংস্থার। ম্যানেজিং ডিরেক্টর গুঞ্জন জৈন বলেন, ‘নটরাজ ব্যাক্টোপিওর তৈরির ক্ষেত্রে আন্তর্জাতিক মানের বিশুদ্ধতা রক্ষা করেছি।’ প্রতিটি প্যাকেটের কিউআর কোড থেকে ক্রেতা সরকারি স্বীকৃত পরীক্ষাগার থেকে প্রোডাক্ট তৈরির শংসাপত্র দেখতে পাবেন বলে জানালেন গুঞ্জন।

আয়ুর্বেদিক এবং ওয়েলনেস ক্লিনিক ‘বিলিভ’
ভালো থাকতে হলে নিজের যত্ন প্রয়োজন। তা মেটাতেই নিউ টাউনে শুরু হল আয়ুর্বেদিক এবং ওয়েলনেস ক্লিনিক ‘বিলিভ’। পঞ্চকর্মা, কেশর সূত্রার মতো খাঁটি আয়ুর্বেদিক চিকিৎসায় মিলবে আরাম। কোনও অসুখ থাকলে ‘বিলিভ কেয়ার’ আর সার্বিক লাইফস্টাইল, স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য ‘বিলিভ ওয়েলনেস’ পরিষেবা পাবেন। এর সহ প্রতিষ্ঠাতা সন্দীপন শর্মা বলেন, ‘এখানে কী কী পরিষেবা দেওয়া হয়, তা সকলকে বোঝানো প্রথম চ্যালেঞ্জ ছিল। আয়ুর্বেদকে অকৃত্রিম রাখতে চেয়েছি আমরা।’

ওয়ার্ল্ড ইউনাইটেড নেশনস-এ সৌন্দর্য প্রতিযোগিতা
ওয়ার্ল্ড ইউনাইটেড নেশনস-এর সৌন্দর্য প্রতিযোগিতার এবার ছিল দশম বর্ষ। তাতে বিজয়ী হয়েছেন পূর্ব ভারতের পামেলা পাল দাস। সম্প্রতি শেষ রাউন্ড অনুষ্ঠিত হয় দিল্লিতে। বিজয়ী পামেলা পাল দাস  সারা বছর ধরে বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন। এই প্রতিযোগিতার প্রধান উদ্দেশ্যও তাই। যাঁদের  দক্ষতা এবং প্রতিভা রয়েছে তাঁরা বিজয়ী হয়ে নিজের দেশকে বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে তুলে ধরতে পারেন। মোট ২৫টি দেশ থেকে ৮০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। পামেলা বলেছেন, ‘পরিবারের সহযোগিতা ছাড়া প্রতিযোগিতায় বিজয়িনী হওয়া আমার পক্ষে কখনওই সম্ভব হতো না।’

14th     May,   2022
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ