বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিকিকিনি
 

পুস্তক  
সমাচার  

এক বোতামে সব ভোট
২০০৯ সালে লোকসভা নির্বাচনে মোটা খরচ হয়েছিল ১৪৮৩ কোটি টাকা। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে খরচটা বেড়ে দাঁডায় ৩৪২৬ কোটি টাকায়। ‘দ্য হিন্দু’ এই মর্মে একটি খবর প্রকাশ করেছিল ২০১৪ সালে। এটা ছিল নির্বাচন করতে গিয়ে সরকার যা খরচ করেছে তার হিসেব। এছাড়া রাজনৈতিক দলগুলো প্রচারের পিছনে যে অর্থ খরচ করে প্রতিটি নির্বাচনে তার অঙ্ক জানলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। কী রকম? ফিনান্সিয়াল এক্সপ্রেস সংবাদপত্র জানাচ্ছে, ২০২১ সালে পশ্চিমবঙ্গ সহ চারটি রাজ্যের বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রচারে যে অর্থ খরচ করেছিল তার যোগফল ২২০ কোটি টাকা (আনুমানিক)। তার মধ্যে শুধু পশ্চিমবঙ্গেই খরচ হয়েছিল ১২০-১৩০ কোটি টাকা (আনুমানিক)। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে মোট খরচ হয়েছিল ৫৫,০০০ কোটি টাকা থেকে ৬০,০০০ কোটি টাকার মতো। এই হিসেবটা দিয়েছে দ্য সেন্টার ফর মিডিয়া স্টাডিজ (স্ক্রোল ডট ইন ওয়েব পোর্টালে প্রকাশিত)।  ভারতের মতো গরিব দেশের পক্ষে কী বিপুল অর্থের অপচয়! আর ঠিক এইখান থেকেই শুরু হয় প্রবীণ সাংবাদিক গোপাল মিস্ত্রির ‘এক বোতামে সব ভোট’ বইটি। গোপালবাবু প্রবাদপ্রতীম সাংবাদিক বরুণ সেনগুপ্তর ছাত্র। বহু বছর ধরে জেলায় সাংবাদিকতা করছেন। বহু নির্বাচন কভার করেছেন। সেই অভিজ্ঞতা থেকেই তাঁর মনে হয়েছে অর্থের এই বিপুল অপচয় না করে কম খরচেও নির্বাচন করা যায়। কিন্তু তার উপায় কী? এই বইয়ে সেই দিশাই দেখানো হয়েছে। আমাদের দেশে লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, পুরসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন— সব আলাদা আলাদা ভাবে হয়। মোটামুটি পাঁচ বছরে চারবার ভোট হয় প্রতিটি রাজ্যে। এটা না করে চারটি ভোটই যদি একবারে একসঙ্গে করা যায় তবে অর্থের অপচয় অনেকটাই কম হবে। তাঁর এই চিন্তাভাবনাই তিনি বিবৃত করেছেন এই বইয়ে। রাজনীতি, সমাজনীতি কিংবা অর্থনীতি নিয়ে যাঁদের আগ্রহ আছে তাঁদের এই বইটি ভালো লাগবে। এতে অর্থনীতি বা রাজনীতির কচকচি নেই। ঝরঝরে ভাষায় সকলের বোঝার মতো করেই লেখা। সঙ্গে আছে মেঠো সাংবাদিকের বিভিন্ন অভিজ্ঞতার ঝলক। 
পঞ্চায়েত টু লোকসভা-এক বোতামে সব ভোট/গোপাল মিস্ত্রি/ নৈঋত প্রকাশন/১৭০ টাকা
স্বস্তিনাথ শাস্ত্রী

18th     September,   2021
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ