বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিকিকিনি
 

পিলি ট্যাক্সির দেবী আরাধনা

অস্ত্র হাতে অসুরদলনী দুর্গা কি শুধুই মৃণ্ময়ী মূর্তি? আমাদের পথে প্রান্তরে সমাজের নানা স্তরে যেসব মানুষ নিত্য তাদের বেঁচে থাকার সংগ্রামের মাঝেও নতুন কিছু সৃষ্টি করার পথে অবিচল, দুর্গা তো তাঁরাও। নারীর সঙ্গে আদি শক্তির প্রতীক সেই পুরুষরাও, যাঁরা এই নারীদের চলার পথে পাশে আছেন বা নিজেও ঘরে-বাইরে সবদিক সামাল দিয়েও যুক্ত রয়েছেন কোনও সৃজনশীল কাজে। কাজেই ‘দুর্গা’ বলতে শুধুই নারীকে বোঝায় না। বরং দুর্গা একটি বোধ বা ধারণার নাম। 
এমন একটি ধারণাকেই এবার উ‌঩দ্‌যাপন করছে ‘পিলি ট্যাক্সি’। পুজোর আগে বিভিন্ন কারিগরদের হাতের কাজ চাক্ষুষ করার সুযোগ করে দিচ্ছে তারা। একই ছাদের তলায় পোশাক, শাড়ি-ব্লাউজ, হাতে বানানো নানা গয়না, ঘরোয়া উপায়ে তৈরি উচ্চমানের ত্বক পরিচর্যার দ্রব্য, ব্যাগ ও নানা অ্যােক্সসরি, ঘর সাজানোর জিনিস, বেশ কিছু শিল্পীর পেন্টিং, আর্ট ও ক্রাফট মিলবে এখানে। শুধু তা-ই নয়, বাড়িতে বানানো সুস্বাদু নানা খাবার, ভাজাভুজি, চকোলেটও চেখে দেখতে পারেন এখান থেকে। এককথায় প্রদর্শনী। তবে এর বিস্তার অনেকটাই। মানুষের অন্তর্নিহিত শক্তি, যা তাদের চালিত করে সৃজনশীল কোনও কিছুর সঙ্গে যুক্ত থাকতে, সেই শক্তিরই আরাধনা যেন এই প্রদর্শনী। তাই এর নামটিও এমন একটি ধারণার সঙ্গে মিলিয়ে রাখা— ‘আমরা দেবী’। আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর পূর্ণ দাস রোডের ‘ভিকি গার্ডেনস’-এ চলবে এই প্রদর্শনী। সময় সকাল ১১টা থেকে রাত ৮টা। 
ঠিকানা: ২৪৭, পূর্ণ দাস রোড, (আজাদ হিন্দ ধাবার নিকটে), হিন্দুস্তান পার্ক, গড়িয়াহাট, কলকাতা ৭০০০২৯। 

11th     September,   2021
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ