বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিকিকিনি
 

পুস্তক  সমাচার  
শরৎকথা

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথাসাহিত্যের এক অসম্ভব গুণ সহজ ভাষা ও সরল বাচনভঙ্গি। গল্প বলার ধরনটাই এত মধুর যে চট করে পাঠককে আকৃষ্ট করে ফেলে। চরিত্রের গভীরতা বা বহুকৌণিক বক্তব্যের প্রসঙ্গ নিয়ে হয়তো কিঞ্চিৎ বিতর্ক থাকলেও থাকতে পারে। কিন্তু কাহিনির টানটান পটভূমি যে নিমেষেই পাঠককে আকর্ষণ করে তাতে কোনও সন্দেহ নেই। আর এখানেই তাঁর জনপ্রিয়তার বীজ লুকিয়ে রয়েছে। কিন্তু শরৎচন্দ্র যে শুধুই কথাসাহিত্যিক নন, দেশের স্বাধীনতা আন্দোলনেও যে তাঁর অনেকটা ভূমিকা রয়েছে তা হয়তো অনেকেরই অজানা। শরৎকথা গ্রন্থে লেখক পার্থসারথি চট্টোপাধ্যায় সেই অচেনা শরৎচন্দ্রের সন্ধান পাঠকের কাছে পৌঁছে দিয়েছেন। তবে এই বইয়ের বিশেষত্ব সেখানে নয়। বরং বিশেষত্ব লেখকের শরৎ চরিত্র বিশ্লেষণে। শরৎচন্দ্রের গল্পের যে টান, তিনি তার উৎস সন্ধান করেছেন। বিশ্লেষণ করে বলেছেন তাঁর বহুকৌণিক চরিত্র নির্মাণই কাহিনির আকর্ষণের কেন্দ্রবিন্দু। শরৎচন্দ্র যেখানেই গিয়েছেন, যা-ই দেখেছেন তারই প্রতিচ্ছবি তিনি তাঁর চরিত্রের মধ্যে, গল্পের পটভূমির মধ্যে ফুটিয়ে তুলেছেন। আর এই চোখে দেখা ঘটনার সঙ্গে যখন লেখকের কল্পনা মিশেছে তখন তা অন্য ধরনের এক স্বাদ এনেছে তাঁর গদ্যে। আর এখানেই লেখকের সৃষ্টির সার্থকতা। শরৎচন্দ্রের জীবনের বিভিন্ন ঘটনাও তাঁর লেখায় প্রভাব ফেলেছে অবশ্যই। তবে প্রতিটি ক্ষেত্রেই লেখক সেই ব্যক্তিগত অনুভূতিগুলোকে তাঁর কল্পনার দ্বারা সমৃদ্ধ করতে সমর্থ হয়েছেন। যার ফলে তা ব্যক্তিগত থেকে সর্বজনীন পর্যায়ে উত্তীর্ণ হয়েছে। পার্থসারথি তাঁর বইয়ে গল্পের মতো শরৎচন্দ্রের জীবন ও সাহিত্যকে সাজিয়েছেন বিভিন্ন পরিচ্ছেদে। প্রতিটি পর্বেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তাঁর সাহিত্য ও জীবন নতুন রূপে ধরা পড়েছে পাঠকের কাছে। এবং গবেষণাধর্মী এই বইটি হয়ে উঠেছে সুখপাঠ্য। 
শরৎকথা। দে’জ প্রকাশনা। ৪৫০ টাকা।

7th     August,   2021
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ