বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিকিকিনি
 

ভিভো-র ৫জি স্মার্টফোন

ভিভো উচ্চ প্রযুক্তির তিনটি ৫জি স্মার্টফোন তৈরি করেছে। মডেলগুলির নাম: এক্স৬০, এক্স৬০ প্রো এবং এক্স৬০ প্রো প্লাস। সবেতেই অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। প্রতিটি ফোনের ডিসপ্লের আকারও একই, ৬.৫৪ ইঞ্চি। এক্স৬০, এক্স৬০ প্রো-তে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ এবং এক্স৬০ প্রো প্লাসে স্ন্যাপড্রাগন ৮৮৮ ক্ষমতার প্রসেসর রয়েছে। এক্স৬০ বিভাগের সেট ৮জিবি র‌্যাম ও ১২৮জিবি স্টোরেজ এবং ১২জিবি র‌্যাম ও ২৫৬জিবি স্টোরেজ— এই দু’টি মডেলে পাওয়া যাবে। তবে এক্স৬০ প্রো এবং এক্স৬০ প্রো প্লাস স্মার্টফোনে কেবল ১২জিবি র‌্যাম ও ২৫৬জিবি স্টোরেজে মিলবে। এক্স৬০ এবং এক্স প্রো-তে ৪৮এমপি, ১৩এমপি এবং ১৩এমপি-র ব্যাক ক্যামেরা এবং ৩২এমপির ফ্রন্ট ক্যামেরা আছে। তবে এক্স৬০ প্রো প্লাসে পাওয়া যাবে ৫০এমপি, ৪৮এমপি, ৩২এমপি এবং ৮এমপি-র চারটি উন্নতমানের ক্যামেরা। যদিও বাকি দু’টির মতো এরও ফ্রন্ট ক্যামেরাও ৩২এমপির। উচ্চমানের  ছবি তোলার জন্য এতে ব্যবহার করা হয়েছে জাইস প্রযুক্তি। মডেল অনুযায়ী ফোনগুলি ব্যাটারি ক্ষমতা ৪২০০ এমএএইচ থেকে ৪৩০০ এমএএইচের মধ্যে। এক্স৬০-র দাম ৩৭,৯৯০ টাকা এবং ৪১,৯৯০ টাকা। এক্স৬০ প্রো-র দাম ৪৯,৯৯০ টাকা। আর এক্স৬০ প্রো প্লাসের দাম পড়বে ৬৯,৯৯০ টাকা। ভিভো ইন্ডিয়া ই-স্টোর, ফ্লিপকার্ট, অ্যামাজন সহ একাধিক জায়গায় পাওয়া যাবে।
 

1st     May,   2021
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ