বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
আমরা মেয়েরা
 

কদর বাড়ছে মহিলা কর্মীদের

কোভিড পরবর্তীকালে অনেকেরই কাজ চলে গিয়েছিল। সেই চিত্রটা একটু একটু করে বদলাচ্ছে। বদলটা মূলত ঘটছে হসপিটালিটি সেক্টরে। তবে অনেক কর্পোরেট সংস্থাও মহিলা কর্মচারীদের কাজে নিযুক্ত করতে আগ্রহী হচ্ছেন। আমাদের দেশে এমন কিছু বহুজাতিক রেস্তরাঁ বা কফিশপ চেন রয়েছে যারা মূলত মহিলা কর্মচারীদের কাজে ফেরানোর ক্ষেত্রে উদ্যোগী হয়ে উঠেছে। তাদের বক্তব্য অনুযায়ী মহিলাদের ব্যবহারে একটা স্বভাবসিদ্ধ আন্তরিকতা এবং উষ্ণতা আছে। তাদের আচরণ অতিথিদের ভালো লাগে। তাতে সেই রেস্তরাঁ বা কফিশপের প্রতি তাদের আগ্রহ বাড়ে এবং তারা একাধিকবার সেখানে খেতে আসে। এইভাবে ব্যবসাও বেড়ে যায়। ফলে মহিলাদের অল্প হাসি বা মধুর কথোপকথন অতিথিদের আগ্রহ বাড়িয়ে তোলার ক্ষেত্রে খুব উপযোগী হয়ে ওঠে। পাশাপাশি পুরুষদেরও যে কাজের কদর নেই তা নয়, তাদেরও দক্ষতার অভাব নেই। কিন্তু ব্যবহারিক দিক দিয়ে মহিলাদের জুড়ি মেলা ভার। তাদের হাসি, কথা বলা, অতিথি আপ্যায়ন সবই আন্তরিকতায় ভরা। আর এই গুণগুলো হসপিটালিটি সেক্টরে বিশেষ কাজে দেয়। কর্পোরেট সেক্টরেও মহিলাদের কাজের সুনাম ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মহিলাদের যে কোনও কাজেই সহজাত ভাবে আন্তরিকতা বেশি থাকে বলেই বিভিন্ন কর্পোরেট সেক্টরেও কর্ণধাররা মনে করছেন। সংসার সন্তান সামলেও মেয়েরা যতটা দক্ষতার সঙ্গে কাজ কর্মজীবন সামলাচ্ছেন তা অত্যন্ত প্রশংসনীয় বলেও তাঁরা মনে করেন।

10th     June,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ