বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
আমরা মেয়েরা
 

অযোগ্য পাত্র, বিয়েতে
নারাজ মেয়েরা

 

শিক্ষা ও স্বনির্ভরতার সঙ্গেই নারীজীবনে এক অসম্ভব আত্মবিশ্বাস দেখা দিয়েছে। সেই আত্মবিশ্বাস থেকেই তারা অযোগ্য পাত্রকে বিয়ে করতে সাফ না করে দিয়েছেন। সম্প্রতি পটনায় এমনই ঘটনা ঘটেছে। কাছাকাছি সময়ের মধ্যে পাঁচজন মহিলা বিয়েতে নারাজ হয়েছেন পাত্র পছন্দ না হওয়ার কারণে। মহিলাদের এই সিদ্ধান্তের পিছনে তাদের শিক্ষা এবং স্বনির্ভরতাকে কারণ হিসেবে মনে করছে বিহার সরকার। সীতামড়ি অঞ্চলের এক মেয়ে এমনই কাণ্ড ঘটিয়েছেন। পাত্র পছন্দ না হওয়ায় বিয়ের আসর থেকে উঠে এসেছেন তিনি। তাঁর বক্তব্য, এতদিন মেয়েরাই প্রত্যাখ্যাত হয়েছে বারবার। কিন্তু সময় পাল্টেছে, বদলেছে চিন্তাধারা। মেয়েরাও এখন কথা বলতে শিখেছে। নিজেদের পছন্দ অপছন্দ সকলকে জানাতে তারাই বা পিছিয়ে থাকবে কেন? পাত্রের কাজকর্মের ঠিক নেই— এই কারণে তাকে প্রত্যাখ্যান করেছে সীতামড়ির কন্যাটি। একই ধরনের একটি ঘটনা ঘটেছে ভাগলপুরেও। সেখানেও একজন পাত্রকে বয়স অনেক বেশি বলে বাতিল করেছেন একটি মেয়ে। এই বিষয়ে সমাজতত্ত্ববিদদের বক্তব্য, মেয়েদের আত্মনির্ভরতা বাড়ছে ক্রমশ। তারা নিজেদের ভালোমন্দের বিচার করতে শিখছে, আর সেই সঙ্গেই মতামতও তৈরি হচ্ছে তাদের। এবং তা ব্যক্ত করতেও তারা আর ভয় পাচ্ছে না। রোজগারের কারণেই অাত্মবিশ্বাসও বেড়ে গিয়েছে অনেকগুণ। সমাজে মাথা উঁচু করে বাঁচার উপায় এখন তাঁদের হাতের মুঠোয়। সব মিলিয়ে একটা উত্তরণ ঘটেছে নারীজীবনে। মেয়েরা এখন বিভিন্ন কারণ দেখিয়ে অপছন্দের বিয়ে থেকে বেরিয়ে আসতে চাইছেন। পাত্রের পড়াশোনা, চাকরি বা বয়স তো আছেই, পাশাপাশি আবার শ্বশুরবাড়িতে পাকা শৌচালয় রয়েছে কি না, পরিবারে ননদ, দেওরের আধিক্য রয়েছে কি না, বিয়ের আগে ইত্যাদি প্রশ্নও খতিয়ে দেখছেন তাঁরা। নিজের উপর নির্ভর করতে পারলে একটা আত্মবিশ্বাস জন্ম নেয়, তার জোরেই সঙ্গত প্রশ্ন তোলা থেকে আর পিছপা হন না মহিলারা। 

3rd     June,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ