বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
আমরা মেয়েরা
 

মাতৃত্বের আনন্দ

মাতৃত্বের স্বাদ এক অনন্য অনুভূতি। মা হওয়ার সেই তৃপ্তি অনেক মহিলাই পেতে চান। তবে যুগ বদলের সঙ্গে আবার মেয়েদের চিন্তাধারায় পরিবর্তনও ঘটছে প্রচুর। যে কারণে অনেক মহিলা আজকাল আবার কেরিয়ার সচেতনতায় সন্তান নিতে ইচ্ছুক নন। যার অবস্থান যেমন, তিনি বেছে নিচ্ছেন সেই পথ। কিন্তু এটাও ঠিক আধুনিক জীবনযাপনে নানা অনিয়মের কারণে বন্ধ্যাত্ব ক্রমশ বাড়ছে। অনেক মহিলাই মা হওয়ার আনন্দ থেকে বঞ্চিত হচ্ছেন। অথচ তাঁরা সন্তানসুখ পেতে চান। সেক্ষেত্রে তাঁদের এই সমস্যার সমাধান করতে এগিয়ে এসেছে বিড়লা ফার্টিলিটি ও আইভিএফ ক্লিনিক। সেখানকার স্পেশালিস্ট গাইনিকোলজিস্ট ডাঃ স্বাতী মিশ্র গত আঠারো বছর ধরে ইনফার্টিলিটির বিভিন্ন ধরনের চিকিৎসা করছেন এবং তা সাফল্যও পাচ্ছে। ভারতে তো বটেই, বিদেশেও এই চিকিৎসকের কাজের অভিজ্ঞতা রয়েছে। ইনফার্টিলিটির নানা সমস্যা ও সফলভাবে তার চিকিৎসা করার সুবাদে তিনি এই ধরনের ক্লিনিকে ভিজিটিং কনসালট্যান্ট হিসেবেও কাজ করেন। ডাঃ স্বাতী মিশ্র জানালেন আগে বন্ধ্যাত্ব নিয়ে মহিলাদের সম্পর্কে যে ধরনের মনোভাব ছিল আমাদের সমাজে, তা অনেকটাই পাল্টে গিয়েছে। আজকাল আর সন্তানধারণের অক্ষমতার দায় শুধুমাত্র মহিলাদের ঘাড়ে ফেলা হয় না। বহু পুরুষ নিজে থেকেই চিকিৎসা করাতে আগ্রহী হচ্ছেন। তবু মনোভাব পরিবর্তনের ক্ষেত্রে আরও কিছুটা বদল দরকার। শুধু আইভিএফ-ই নয়, নানারকম ল্যাপ্রোস্কোপিক ও হিস্টেরোস্কোপিক অপারেশনও করেন স্বাতী। তিনি জানালেন, এই ধরনের ইনফার্টিলিটি ট্রিটমেন্টেও প্রচুর প্রযুক্তিগত উন্নতি হয়েছে। বর্তমানে কলকাতার আর্ক (এআরসি) ফার্টিলিটি সেন্টারের প্রধান কনসালট্যান্ট হিসেবে কাজ করছেন তিনি।  

8th     April,   2023
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ